সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫ | ২৯ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

সিলেটের ২৬ ইউপিতে নির্বাচন ৩১ জানুয়ারি

ষষ্ঠ ধাপে সিলেটের ২৬ ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে ৩১ জানুয়ারি।

শনিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় নির্বাচন ভবনে এ তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।
এর আগে ৯২তম কমিশন বৈঠকে নির্বাচনের সিদ্ধান্ত হয়। নির্বাচনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩ জানুযারি এবং মনোনয়নপত্র বাছাই ৬ জানুয়ারি। বাছাইয়ের বিরুদ্ধে আপিল করা যাবে ৭ থেকে ৯ জানুয়ারি। এ ছাড়া আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১২ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৩ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৪ জানুয়ারি। ভোটগ্রহণ হবে ৩১ জানুয়ারি।

ষষ্ঠ ধাপে ভোটগ্রহণ হবে ২১৯টি ইউনিয়ন পরিষদে। সব কেন্দ্রতে ভোটগ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।
সিলেট বিভাগের ২৬ ইউপির মধ্যে রয়েছে সিলেট জেলার ওসমানীনগর উপজেলার উমরপুর, দয়ামির, সাদিপুর, পশ্চিম পৈলনপুর, বুরুঙ্গাবাজর, গোয়ালাবাজার, তাজপুর ও উসমানপুর। বিশ্বনাথ উপজেলার লামাকাজি ও খাজাঞ্চি। দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাও, তেতলী ও কামালবাজার। গোয়াইনঘাট উপজেলার পূর্ব আলিরগাঁও, পশ্চিম আলীরগাঁও, পশ্চিম জাফলং ও মধ্য জাফলং। কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর।

এ ছাড়া হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ ও বাহুবল উপজেলার স্নানঘাট, পুটিজুরি, সাতকাপন, বাহুবল সদর, লামাতাসী, মিরপুর ও ভাদেশ্বরে নির্বাচন অনুষ্ঠিত হবে।

এসএন

Header Ad
Header Ad

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের মাল্টিপল-এন্ট্রি ভিসা চাইলেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমান প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি প্রবাসীদের সুবিধার্থে মাল্টিপল-এন্ট্রি ভিসা চালুর আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (১৩ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওসমানের সঙ্গে এক বৈঠকে তিনি এই আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা বলেন, মালয়েশিয়ায় কর্মসংস্থানের তারিখ পেরিয়ে যাওয়া প্রায় ১৮ হাজার বাংলাদেশি কর্মীকে পুনরায় কাজের সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করা উচিত। এ প্রসঙ্গে হাইকমিশনার জানান, মালয়েশিয়া ও বাংলাদেশের কর্মকর্তাদের যৌথ কারিগরি কমিটি প্রবাসী কর্মীদের স্বার্থে কাজ করছে।

বৈঠকে ড. ইউনূস গত অক্টোবরে ঢাকায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের স্মৃতি তুলে ধরে বলেন, বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়ায় দ্রুত কাজ যোগদানের প্রক্রিয়া ত্বরান্বিত করতে হবে। তিনি আরও বলেন, মালয়েশিয়ার সহযোগিতা এই প্রক্রিয়াকে সহজতর করবে।

প্রধান উপদেষ্টা মালয়েশিয়াকে ১ জানুয়ারি আসিয়ানের সভাপতির দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং আসিয়ানের পূর্ণ সদস্য হওয়ার প্রচেষ্টায় বাংলাদেশের প্রতি সমর্থনের আহ্বান জানান। এ ছাড়া, বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগের জন্য মালয়েশিয়াকে উৎসাহিত করার কথাও উল্লেখ করেন তিনি।

এই বৈঠক বাংলাদেশ ও মালয়েশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

Header Ad
Header Ad

বেরোবিতে ইউজিসির নিয়মকে ‘বৃদ্ধাঙ্গুলি’ দেখিয়ে পরীক্ষা নিয়ন্ত্রক নিয়োগ

অধ্যাপক ড. মোঃ তানজিউল ইসলামকে পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে নিয়োগ। ছবি: ঢাকা প্রকাশ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবিতে) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনা উপেক্ষা করে পরীক্ষা নিয়ন্ত্রক নিয়োগ দিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার (১২ জানুয়ারি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ তানজিউল ইসলামকে পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

সূত্র জানায়, নতুন ভিসি দায়িত্ব গ্রহণের পরই ড. মোঃ তানজিউল ইসলামকে ক্যাফেটেরিয়ার পরিচালক করা হয়। একজন সহযোগী অধ্যাপক পদমর্যাদার শিক্ষক পরিক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব প্রদান করায় ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সিনিয়র অধ্যাপক।

নাম প্রকাশ না করা শর্তে একজন অধ্যাপক জানান, এই পদে অধ্যাপক থেকে দায়িত্ব দেয়ার প্রচালন রয়েছে। এছাড়া ইউজিসির নিয়ম অনুযায়ী সেখানে একজনকে পূর্ণকালীন নিয়োগ দিতে হবে।

তিনি আরও বলেন, এখন যেহেতু বিশ্ববিদ্যালয়ে ৩০ এর অধিক অধ্যাপক রয়েছে সেখানে একজন সহযোগী অধ্যাপকে দায়িত্ব দেওয়া ঠিক হয়নি।

এইদিকে ক্যাম্পাসে একসময় আওয়ামী পন্থী শিক্ষকদের সংগঠন নীল দলের সক্রিয় সদস্য ছিলেন ড. তানজিউল। তাই জুলাই বিপ্লবের পাশে থাকা শিক্ষকরাও তার এ নিয়োগে ক্ষোভ প্রকাশ করেছেন।

ইউজিসির ২০২২ সালের ২০ মার্চ জারি করা নির্দেশনায় বলা হয়েছে- বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, পরিচালকসহ (পরিচালক পরিকল্পনা ও উন্নয়ন) গুরুত্বপূর্ণ পদগুলোতে পূর্ণকালীন নিয়োগ প্রদান করতে হবে। অতিরিক্ত দায়িত্ব, চলতি দায়িত্ব, চুক্তিভিত্তিক বা খণ্ডকালীন হিসেবে কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অবসরপ্রাপ্ত সরকারি/সামরিক কর্মকর্তা বা কলেজের শিক্ষককে নিয়োগ দেওয়া যাবে না। পত্রে প্রতিষ্ঠাকাল ১০ বছর হয়েছে এমন বিশ্ববিদ্যালয়কে এ সকল পদে দক্ষতা ও অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদের অবিলম্বে নিয়োগ দিয়ে কমিশনকে জানাতে বলা হয়েছে।

কিন্তু বেরোবি প্রশাসন সেই নির্দেশনা উপেক্ষা করে পরীক্ষা নিয়ন্ত্রকের পদে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ তানজিউল ইসলামকে (ভারপ্রাপ্ত) দায়িত্ব দিয়েছে।

এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো.শওকাত আলী বলেন, ‘আমাদের লোকজন কম তাই উনাকে (ড. মোঃ তানজিউল ইসলাম) আপাতত নিয়োগ নিয়োগ হয়েছে। পরে বিজ্ঞপ্তি দিয়ে আমরা পূর্ণকালীন নিয়োগ দিব।’

ইউজিসির সদস্য প্রফেসর ড.মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘এই ধরনের কিছু আমি শুনিনি। যদি নিয়মের ব্যত্যয় ঘটে অবশ্যই ইউজিসি ব্যবস্থা নিবে। আর আমি অন্য ডিভিশনের কাজ করি। এই ব্যাপারে প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান ভালো বলতে পারবেন। তবে অনিয়ম হলে ইউজিসি সেটির ব্যবস্থা নিবে।’

 

Header Ad
Header Ad

দাবানলের আগুনে প্রাণ হারালেন হলিউড তারকা ররি স্কাইজ

দাবানলের আগুনে প্রাণ হারালেন হলিউড তারকা ররি স্কাইজ। ছবি: সংগৃহীত

প্রায় এক সপ্তাহ ধরে লস অ্যাঞ্জেলসে চলতে থাকা দাবানলে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দাবানলের আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে শহরের হাজার হাজার মানুষ, এবং এর প্রভাব পড়েছে খ্যাতিমান অভিনেতা-অভিনেত্রীদের ওপরও। ছোট পর্দা থেকে বড় পর্দার তারকাদের মধ্যে অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছেন।

এদিকে, লস অ্যাঞ্জেলসের মালিবুতে দাবানলের আগুনে প্রাণ হারিয়েছেন এক সময়ের জনপ্রিয় শিশু শিল্পী ররি স্কাইজ। স্কাইজ ১৭ একর জমির ওপর একটি বাড়িতে থাকতেন। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার মা, শেলী স্কাইজ।

অস্ট্রেলীয় বংশোদ্ভূত ররি স্কাইজ ১৯৯৮ সালে ব্রিটিশ টেলিভিশন সিরিজ "কিডি ক্যাপার" দিয়ে জনপ্রিয়তা লাভ করেছিলেন। তার মা শেলী সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন পোস্টে বলেন, "বুক ভেঙে যাচ্ছে। আমার জন্য সে ছিল এক অমূল্য উপহার।" শেলী আরও জানিয়েছেন, তিনি তার ছেলেকে বাঁচাতে প্রাণপণ চেষ্টা করেছিলেন, কিন্তু বাড়ির পানি সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় আগুন নেভানোর চেষ্টা ব্যর্থ হয়। "পানি দেওয়ার সময় পাইপে কোনো পানি আসছিল না, এমনকি দমকল কর্মীদের কাছে পর্যাপ্ত পানি ছিল না," লিখেছেন তিনি।

এই ভয়াবহ দাবানলে এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে, যা নিশ্চিত করেছে লস অ্যাঞ্জেলস কাউন্টির চিকিৎসা পর্যবেক্ষকরা। তারা জানিয়েছেন, নিহতদের ঘটনার তদন্ত চলছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের মাল্টিপল-এন্ট্রি ভিসা চাইলেন প্রধান উপদেষ্টা
বেরোবিতে ইউজিসির নিয়মকে ‘বৃদ্ধাঙ্গুলি’ দেখিয়ে পরীক্ষা নিয়ন্ত্রক নিয়োগ
দাবানলের আগুনে প্রাণ হারালেন হলিউড তারকা ররি স্কাইজ
বদলগাছীতে সংঘর্ষ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ
বাংলাদেশ আমাদের প্রতিবেশী, একসঙ্গেই থাকতে হবে: ভারতীয় সেনাপ্রধান
বিরামপুরে বিজ্ঞান ও তারুণ্য মেলার উদ্বোধন
শেখ হাসিনার যোগসাজসে সীমান্তে কাঁটাতারের বেড়া দিয়েছে ভারত: রিজভী
ভারত নয়, পাকিস্তান থেকেই আসছে পেঁয়াজ
পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী
ভ্যাট বাড়ানোর কারণ জানালেন খাদ্য উপদেষ্টা
মাহফিলে ‘তুমি’ সম্বোধন করা নিয়ে যে ব্যাখ্যা দিলেন আজহারী
ঝগড়ায় ভালোবাসা বেড়ে যায় দ্বিগুণ, বলছে গবেষণা
শেখ হাসিনাসহ গণহত্যায় জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড প্রসিকিউশনের হাতে
রুপির দাম সর্বকালের সর্বনিম্ন, এক ডলারে ৮৬ রুপি
যুক্তরাষ্ট্রে আমন্ত্রণ নিয়ে বিভ্রান্তি, বিএনপির দুঃখ প্রকাশ
নগদে ২৩০০ কোটি টাকার অনিয়ম, অবৈধ ই-মানি ৬০০ কোটি: গভর্নর
রাজনৈতিক চাপের মুখে বিএমডিএ, নিয়োগ বাতিল হচ্ছে সাড়ে ৪ হাজার কর্মচারীর!
সীমান্তে ভারতীয় বিএসএফের বর্বরতা, ১ দশকে নিহত ২৮৯ বাংলাদেশি
১০ হাজার অবৈধ প্রবাসীকে ফেরত পাঠালো সৌদি আরব
রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ