শুক্রবার, ২৮ মার্চ ২০২৫ | ১৪ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

সিলেটে মুক্তিযোদ্ধা সমাবেশে মুক্তিযোদ্ধাদের অসম্মান

সাজানো ও পরিপাটি সারি সারি রাজকীয় চেয়ার। আসনের সামনে সাদা কাগজে লেখা রয়েছে ‘রাজনৈতিক নেতৃবৃন্দ’। একইভাবে পাশের সাজানো চেয়ারগুলোর সামনেও কাগজ দিয়ে সাটানো হয়েছে ‘সাংবাদিক’ ও সংরক্ষিত'। অপর পাশে সাধারণ মানের চেয়ারগুলোতে বসেছেন রণাঙ্গণের বীর মুক্তিযোদ্ধারা।

জেলা স্টেডিয়ামে সোমবার (২০ ডিসেম্বর) সিলেটের জেলা প্রশাসন আয়োজিত মুক্তিযোদ্ধাদের নিয়ে আঞ্চলিক মহাসমাবেশের দৃশ্য এটি। যা এখন আর সিলেট জেলা স্টেডিয়ামে আটকে থাকেনি। দৃশ্যটি সিলেট থেকে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে সর্বত্র।

মহান স্বাধীনতা, বিজয়ের সূবর্ণজয়ন্তী এবং মুজিববর্ষ উপলক্ষে চেয়ার বিন্যাসের মাধ্যমে রণাঙ্গণের বীর মুক্তিযোদ্ধাদের অসম্মান করা হয়েছে-এমন প্রতিক্রিয়া সচেতন মানুষদের। এই ঘটনায় ঘৃণা, নিন্দা এবং ক্ষোভের ঝড় বইছে সর্বত্র।

সম্মিলিত সামাজিক আন্দোলন সিলেট জেলা আহবায়ক মুকির হোসেন চৌধুরী এ ঘটনায় বলেন, ‘মুক্তিযোদ্ধারা একমাত্র জাতীয় দিবসগুলোতে সম্মানীত হন। বাকি সময় তাদের খোঁজ নেওয়া হয় না। বিজয়ের সূবর্ণজয়ন্তী উপলক্ষে সিলেটে মুক্তিযোদ্ধাদের নিয়ে আঞ্চলিক মহাসমাবেশ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। যাদের জন্য এই আয়োজন-তাদেরকে সাধারণ চেয়ারে রেখে মূলত কাদের বন্দনা করার জন্য এমন লোক দেখানো আয়োজন?’

সামনে কয়েক সারি পরিপাটি চেয়ার, পেছনে সাধারণ চেয়ারে বসে আছেন মুক্তিযোদ্ধারা

এ নিয়ে সাংবাদিকসহ বিভিন্ন মহলে নিন্দার ঝড় উঠেছে। তাৎক্ষণিকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ নিয়ে সমালোচনামূলক মন্তব্য করেন অনেকে। বিষয়টি মুক্তিযোদ্ধাদের জন্য অপমান বা অসম্মানজনক বলে মন্তব্য তাদের।

আব্দুর রহমান লিমন নামে একজন নিজের ফেসবুক স্ট্যাটাসে একটি লেখায় শিরোনাম দিয়েছেন ‘এটা কি বীর সন্তানদের সম্মান..!’ তারপর তিনি লিখেছেন ‘সিলেট জেলা স্টেডিয়ামে আঞ্চলিক বীর মুক্তিযোদ্ধা সমাবেশে বীর মুক্তিযোদ্ধাদের জন্য নরমাল প্লাস্টিকের চেয়ার আর রাজনীতিবিদদের জন্য রাজকীয় সফেদ চেয়ার। লজ্জা লাগে!’

অনুষ্ঠানে উপস্থিত থাকা বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন বলেন, ‘বিষয়টি নিয়ে প্রথমে আমি প্রতিক্রিয়া ব্যক্ত করি। কিন্তু আমার সঙ্গে থাকা বাকি মুক্তিযোদ্ধারা নীরব থাকায় এ বিষয়ে আর কথা বলিনি।’

তিনি বলেন, ‘চেয়ার দখলের জন্য যুদ্ধ করিনি। জীবনপণ যুদ্ধ করেছি দেশকে ভালোবেসে, দেশের মানুষকে ভালোবেসে। কিন্তু বিজয়ের সুবর্ণজয়ন্তীর শুভক্ষণে এসে আমাদের প্রতি আয়োজকদের এমন দৃষ্টিভঙ্গি খুব লজ্জাজনক।’

এ বিষয়ে সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুব্রত চক্রবর্তীর ব্যক্তিগত সেলফোনে কয়েকবার কল দিলেও তিনি রিসিভ করেন নি।

ডিডি/এএন

Header Ad
Header Ad

ঢাকা-বেইজিংয়ের মধ্যে ৯ চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতার বিষয়ে একটি চুক্তি এবং আটটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। প্রধান উপদেষ্টার চারদিনের চীন সফরের আজ (২৮ মার্চ) তৃতীয় দিনে দুদেশের মধ্যে এই দ্বিপাক্ষিক চুক্তি ও স্মারকগুলো স্বাক্ষরিত হয়।

সমঝোতা স্মারকগুলোর মধ্যে রয়েছে- দুদেশের কালজয়ী সাহিত্য ও শিল্পকর্মের অনুবাদ ও সৃজন, সাংস্কৃতিক ঐতিহ্য ও খবর আদান-প্রদান, গণমাধ্যম, ক্রীড়া এবং স্বাস্থ্য খাতে বিনিময় সহযোগিতা।

এর পাশাপাশি, প্রধান উপদেষ্টার দ্বিপাক্ষিক চীন সফরে দুদেশের মধ্যে পাঁচ বিষয়ে সহযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা হয়েছে।

এগুলো হলো- বিনিয়োগ আলোচনা শুরু করা, চীনের বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল চালু, মোংলা বন্দরের আধুনিকীকরণ ও সম্প্রসারণ, একটি রোবট ফিজিওথেরাপি ও পুনর্বাসন কেন্দ্র নির্মাণ এবং একটি কার্ডিয়াক সার্জারি গাড়ি অনুদান।

Header Ad
Header Ad

সমালোচনার মুখে প্রসিকিউটর আফরোজ পারভীন সিলভিয়ার নিয়োগ বাতিল

আফরোজ পারভীন সিলভিয়া। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে নিয়োগের কয়েক ঘণ্টার মধ্যেই বিতর্কের মুখে আফরোজ পারভীন সিলভিয়ার নিয়োগ বাতিল করা হয়েছে।

শুক্রবার (২৮ মার্চ) ট্রাইব্যুনালের প্রসিকিউটর (অ্যাডমিন) গাজী এম এইচ তামিম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার সিলভিয়াসহ ৪ জনকে প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। এরপরপরই তার নিয়োগ নিয়ে প্রশ্ন ওঠে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকা সত্ত্বেও আইনজীবী সিলভিয়া কিভাবে নিয়োগ পেলেন তা নিয়ে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়।

আওয়ামী লীগের আইনজীবীদের সঙ্গে নতুন নিয়োগ পাওয়া প্রসিকিউটর সিলভিয়ার রাজনৈতিক কর্মকাণ্ডের ছবি সামনে আসতে থাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। পরে তড়িঘড়ি করে তার নিয়োগ বাতিল করা হয় বলে জানায় প্রসিকিউশন বিভাগ।

Header Ad
Header Ad

ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

ছবি: সংগৃহীত

ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) দুপুর সোয়া ১২টার দিকে একযোগে দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়।

তবে তাৎক্ষণিকভাবে ভূমিকম্পের কারণে কোনো ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর পাওয়া যায়নি।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুবাইয়াত কবীর গণমাধ্যমকে জানিয়েছেন, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭। এর উৎপত্তিস্থল ছিল বাংলাদেশের পাশের দেশ মিয়ানমারের মান্দালয়। ঢাকা থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ৫৯৭ কিলোমিটার।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৭। এর উৎপত্তিস্থল মিয়ানমারের সাগাইং থেকে ১৬ কিলোমিটার উত্তর–উত্তরপশ্চিমে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ঢাকা-বেইজিংয়ের মধ্যে ৯ চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর
সমালোচনার মুখে প্রসিকিউটর আফরোজ পারভীন সিলভিয়ার নিয়োগ বাতিল
ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে জুলাই অভ্যুত্থান অধিদপ্তর গঠন
‘ইদ’ থেকে ‘ঈদ’ বানানে ফিরছে বাংলা একাডেমি: আসিফ মাহমুদ
গাজীপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, নিহত ২
কাশ্মিরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ৪ ভারতীয় পুলিশ সদস্য নিহত
সফল বৈঠক, ড. ইউনূসকে দৃঢ় সমর্থন চীনা প্রেসিডেন্টের
আজ পবিত্র জুমাতুল বিদা: রমজানের শেষ জুমার তাৎপর্য
যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ৩৫ হাজার যানবাহন পারাপার, কমছে টোল আদায়ের হার
গাজায় ইসরায়েলি হামলায় ঝরল আরও ৪০ প্রাণ, নিহতের সংখ্যা ছাড়াল ৫০ হাজার
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেছেন চীনা প্রেসিডেন্ট
জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়
সন্‌জীদা খাতুনের শেষ ইচ্ছা: চিকিৎসা গবেষণার জন্য দেহ দান
গোবিন্দগঞ্জের কামদিয়া ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক জাকিরুল গ্রেফতার
কু-প্রস্তাবে রাজি না হওয়ায় চাকরি হারানোর অভিযোগ এক নারী পোশাককর্মীর
লাইলাতুল কদরের সন্ধানে ইবাদতে মশগুল ধর্মপ্রাণ মুসল্লিরা
৫ সংস্কার কমিশনের মেয়াদ বাড়লো
চুয়াডাঙ্গায় যুবকের কোমরে মিলল ৩ কোটি ৭৮ লাখ টাকার স্বর্ণ
জীবন-মৃত্যু আল্লাহর হাতে: বিষ্ণোইয়ের হুমকি প্রসঙ্গে সালমান খান