সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫ | ২৯ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

৫০ বছরেও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি তারাকান্ত ভৌমিক

ইনসেটে শহীদ ডা. তারাকান্ত ভৌমিক

মহান স্বাধীনতার ৫০ বছর পার হলেও শহীদ মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি পাকবাহিনীর হাতে নিহত ডা. তারাকান্ত ভৌমিক। তিনি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাক বাহিনীর গুলিতে আহত ও অসুস্থ মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা দিয়েছেন।

১৯৭১-এ বাংলা ২০ শ্রাবণ মঙ্গলবার পাক সেনারা তাকে নিজ বাড়ি ভিতরবন্দ থেকে ধরে নিয়ে যায়। সে সময় পাকবাহিনী লুটপাট করে তার ঘর-বাড়ি। পরদিন ঈদগাহ মাঠের পাশে ডা. তারাকান্তসহ মোট ৩৬ জনকে পাক বাহিনীর ক্যাপ্টেন আতাউল্লাহ খানের নির্দেশে ব্রাশফায়ারে হত্যা করা হয়। পরে সেখানে তাদের মাটিচাপা দেওয়া হয়। আজও সে স্মৃতি ভুলতে পারেনি স্বজনরা।

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ এলাকার ডা. তারাকান্ত ভৌমিকের বাড়িতে গেলে তার ছেলে প্রভাত ভৌমিক জানান, তার বাবা তারাকান্ত ভৌমিক ১৯২৫ সালে বাড়ির পাশে টাঙ্গাইলের ঘাটাইল উচ্চ বিদ্যালয় থেকে প্রবেশিকা (এস.এস.সি) পাশ করে ময়মনসিংহ লিটন মেডিকেল স্কুলে কম্পাউন্ডারি পড়েন। তারপর ভিতরবন্দ পরগনার জমিদার জীতেন্দ্র নাথ রায় চৌধুরী ও ধীরেন্দ্র নাথ রায় চৌধুরী প্রতিষ্ঠিত উমেশ চন্দ্র ভট্টাচার্য দাতব্য চিকিৎসালয়ের কম্পাউন্ডার হিসেবে চাকুরি নিয়ে নাগেশ্বরীর ভিতরবন্দে স্থায়ী বসবাস শুরু করেন। এক সময় দাতব্য চিকিৎসালয় বন্ধ হয়ে গেলেও তিনি আর ফিরে যাননি জন্মস্থান ঘাটাইলে।

সময় গড়িয়ে ৭১ আসে। শুরু হয় মুক্তিযুদ্ধ। প্রাণভয়ে ঘর-বাড়ি ছেড়ে পালাতে থাকে মানুষ। এ সময় ডা. তারাকান্ত ভৌমিক তার স্ত্রী, ৩ মেয়ে ও ৪ ছেলেকে নিরাপদে ভারতে পাঠিয়ে দিয়ে দেশ, মাটির টানে থেকে যান বাড়িতে। এ সময় তিনি আহত, অসুস্থ মুক্তিযোদ্ধাদের দিয়েছেন চিকিৎসা সেবা। ভেবেছেন, তিনি তো সেবক। চারপাশে যারা বসবাস করেন, তারা সবাই তার আপন। কোন বিপদ এলে তারাই সামলাবেন। এই অপরিসীম বিশ্বাসই কাল হয়েছে তার জীবনে। এক সময় তার নাম কানে যায় রাজাকারদের।

চিরচেনা কিছু মানুষ, যারা রাজাকারে নাম লিখিয়ে নেতৃত্ব দিচ্ছিল তারাই তাকে ধরিয়ে দিয়েছে পাকবাহিনীর হাতে। মুক্তিযুদ্ধের সময় বাংলা ২০ শ্রাবণ পাক সেনারা তাকে ভিতরবন্দের নিজ বাড়ি থেকে ধরে নিয়ে যায়। সেদিন ভিতরবন্দ থেকে তার শ্যালক সুকেশ চন্দ্র ঘোষ ও অজ্ঞাত আরও ১ জনকে তারা ধরে নিয়ে যায়। সেদিন থানায় রেখে পরদিন তাকেসহ মোট ৩৬ জনকে কেন্দ্রী ঈদগাহ মাঠের পাশে গুলি করে হত্যা করে।

ঘটনার প্রত্যক্ষদর্শী সেদিনের ১২ বছরের যুবক পৌরসভার বদিজামাপুর কানিপাড়া গ্রামের শাহজাহান আলী এখন ষাটোর্ধ বৃদ্ধ। তিনি জানান, সেদিন পাকবাহিনীর সদস্যরা তাকেসহ আরও ৮-১০ জনকে দিয়ে সেখানে দুটি গর্ত করে নিহতের মরদেহ মাটিচাপা দেয়। সেদিনের কথা মনে হলে আজও তার গা শিউরে ওঠে। পরবর্তীতে সেখানে মুক্তিযুদ্ধের স্মৃতিফলক নির্মাণ করা হলেও আজও শহীদ মুক্তিযোদ্ধার স্বীকৃতি পায়নি তারাকান্ত ভৌমিক।

প্রভাত ভৌমিক বলেন, ‘দেশের প্রতি অগাধ ভালবাসা থাকায় আমার বাবা জীবনের মায়া ত্যাগ না করে দেশে থেকে অতি সঙ্গোপনে আহত ও অসুস্থ মুক্তিযোদ্ধাদের চিকিৎসা দিয়ে গেছেন। এ কারণে পাক বাহিনীর হাতে তাকে মৃত্যুবরণ করতে হয়েছে। তারপরেও স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে গেলেও তাকে দেওয়া হয়নি শহীদ মুক্তিযোদ্ধার মর্যাদা। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়সহ সংশ্লিস্ট দপ্তরে অনেকবার ঘুরেও কোনো সুফল পাইনি। আমার আর কোনো চাওয়া-পাওয়া নেই। মৃত্যুর পুর্বে শুধু এটুকু জেনে যেতে চাই আমি শহীদ মুক্তিযোদ্ধার সন্তান।

মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ উদ্যোগ শেকড় সহকারী অধ্যাপক সভাপতি মনোয়ার হোসেন সিদ্দিকী বলেন, ‘৭১ এ সেদিন নাগেশ্বরীতে পাক বাহিনীর হাতে নৃশংস হত্যাকাণ্ডে নিহত হয়েছিলেন তিনি। স্বীকৃতিস্বরূপ তার নাম শহীদের তালিকায় অন্তর্ভুক্ত হওয়া প্রয়োজন।’

এ প্রসঙ্গে নাগেশ্বরী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মো. মতিয়ার রহমান নান্টু জানান, পাকিস্তানি বাহিনী ডা. তারাকান্তকে তার বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করেছে। অথচ স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে গেলেও তিনি শহীদ মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি। এটি সত্যিই আমাদের জন্য দুঃখজনক।’

/এএন

Header Ad
Header Ad

বাংলাদেশ আমাদের প্রতিবেশী, একসঙ্গেই থাকতে হবে: ভারতীয় সেনাপ্রধান

ভারতের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। ছবি: সংগৃহীত

ভারতের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন, বাংলাদেশ আমাদের প্রতিবেশী। দেশটির খুব ছোট্ট একটি অংশ ছাড়া পুরো সীমান্তজুড়েই রয়েছে ভারত। আমাদের সবসময় একসাথেই থাকতে হবে।

একে অপরকে বুঝতেও হবে। এমন কোনো কিছু করা উচিত না, যাতে আমাদের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়ে। সোমবার (১৩ জানুয়ারি) ভারতীয় সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ ভারতের কাছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলেও জানান উপেন্দ্র দ্বিবেদী।
তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে তার। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ত্যাগের সময় বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে কথা হয়েছিল। সবশেষ বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে গত বছরের ২৪ নভেম্বর ভিডিও কনফারেন্সে যোগাযোগ হয়েছে বলেও জানান তিনি।

দু’দেশের সম্পর্ক উন্নয়নের বিষয়ে তিনি বলেন, এমন প্রশ্ন কেবল নির্বাচিত সরকারের সময় আসতে পারে। বর্তমানে বাংলাদেশে যে সরকার রয়েছে, তাদের সময়ে নয়। তবে, দু’দেশের সেনাবাহিনীর সম্পর্ককে তিনি ‘ওয়েল অ্যান্ড পারফেক্ট’ বলে মন্তব্য করেন।

Header Ad
Header Ad

বিরামপুরে বিজ্ঞান ও তারুণ্য মেলার উদ্বোধন

ছবি : ঢাকাপ্রকাশ

“জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুরে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) সকালে বিরামপুর উপজেলা পরিষদের মুক্ত মঞ্চ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মেলার উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওনের সভাপতিত্বে এবং একাডেমিক সুপারভাইজার আব্দুস সালামের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরিন, প্রাণিসম্পদ কর্মকর্তা বিপুল কুমার চক্রবর্তী, যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধুরী, কৃষি কর্মকর্তা কমল কৃষ্ণ রায়, সমাজসেবা কর্মকর্তা আব্দুল আউয়াল, সরকারি কলেজের অধ্যক্ষ অদ্বৈত কুমার, বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান আলী, কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ময়নুল ইসলাম, বিরামপুর প্রেসক্লাবের আহ্বায়ক শাহ্ আলম মণ্ডল, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সুধীজনসহ আরও অনেকে।

বিজ্ঞান মেলায় উপজেলার মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ১৩টি প্রতিষ্ঠানসহ মোট ১৭টি স্টল তাদের উদ্ভাবনী বিষয়গুলো নিয়ে অংশগ্রহণ করেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিগণ অংশগ্রহণকারী প্রতিটি প্রতিষ্ঠানের উদ্ভাবনী বিষয়গুলো পরিদর্শন করেন।

Header Ad
Header Ad

শেখ হাসিনার যোগসাজসে সীমান্তে কাঁটাতারের বেড়া দিয়েছে ভারত: রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

ফ্যাসিস্ট শেখ হাসিনার যোগসাজসে বাংলাদেশের সীমান্তের ১৬০টি জায়গায় ভারত কাঁটাতারের বেড়া দিয়েছে বলে অভিযোগ করেছেন রুহুল কবির রিজভী। সোমবার (১৩ জানুয়ারি) এক দোয়া মাহফিলে সীমান্তে ভারতীদের অপকর্মের কথা তুলে ধরতে গিয়ে এই অভিযোগ করেন তিনি।

নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী রিকসা ভ্যান-অটো রিকশাচালক শ্রমিক দলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আশু রোগমুক্তি কামনায় এই দোয়া মাহফিল হয়।

রিজভী বলেন, শেখ হাসিনা ২০১০ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত যেভাবে ভারতকে সুবিধা দিয়েছে, সেই সুবিধার কারণে অসম যে কাজগুলো যেটা দুইটি স্বাধীন দেশের মধ্যে আলাপ-আলোচনার ভিত্তিতে করা যায়, সেটা না করে জোর করে কাঁটাতারের বেড়া লাগিয়েছে। আপনাদেরকে আমরা বলে রাখি যে, ১৬০টি জায়গায় শেখ হাসিনার শুধুমাত্র সুবিধা দেওয়ার কারণে আমাদের সার্বভৌমত্বকে দুর্বল করে কাঁটাতারের বেড়া দিয়েছে ভারত।

তিনি বলেন, আমাদের যে সীমান্ত চার হাজার ৬০০ কিলোমিটার, তার মধ্যে তিন হাজারের বেশি কিলোমিটার জুড়ে কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে। ৮৫৬ থেকে ৮৫৭ কিলোমিটার কাঁটাতারের বেড়া বাকি আছে।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক যে নিয়ম-বিধি-বিধান এবং দুই দেশের মধ্যে চুক্তি হয়েছে, আলাপ-আলোচনা হয়েছে, সেটাও মানছে না ভারত। শূন্য রেখা থেকে ১৫০ গজ সীমানার মধ্যে কোনো উন্নয়ন পরিকল্পনা হবে না। হতে গেলেও দুই দেশের মধ্যে আলাপ-আলোচনা করতে হবে, সেটাও না মেনে তারা কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করেছে লারমনিরহাটসহ বিভিন্ন জায়গায়।

রিজভী বলেন, ‘এর জন্য যে জনগণ দাঁড়াতে পারে বাংলাদেশের সীমান্তরক্ষীর প্রতিরোধের সঙ্গে, এই দৃষ্টান্ত শেখ হাসিনার আমলে শেখ হাসিনা করতে দেয়নি। ফ্যাসিজম দিয়ে, তার নির্দয়তা দিয়ে, তার নির্মমতা দিয়ে তিনি (শেখ হাসিনা) ভারতের সেবাদাস হয়ে কাজ করেছেন। উনি একটা কথা বলতেন, নিজের দলের লোকদেরও বলেছেন, যে আমার দলের লোকদের মধ্যে অনেককে কেনা যায় কিন্তু শেখ হাসিনাকে কেনা যায় না। আরে আপনাকে তো সবার আগে কেনা যায়… ভারত আপনাকে সবার আগে কিনেছে… কেনার কারণে আপনার নিজের দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং গৌরবকে আপনি পদদলিত করে আপনি ভারতকে অসম কাজ করার সুযোগ-সুবিধা দিয়েছেন।

নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী রিকসা ভ্যান-অটো রিকশাচালক শ্রমিক দলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আশু রোগমুক্তি কামনায় এই দোয়া মাহফিল হয়।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ আমাদের প্রতিবেশী, একসঙ্গেই থাকতে হবে: ভারতীয় সেনাপ্রধান
বিরামপুরে বিজ্ঞান ও তারুণ্য মেলার উদ্বোধন
শেখ হাসিনার যোগসাজসে সীমান্তে কাঁটাতারের বেড়া দিয়েছে ভারত: রিজভী
ভারত নয়, পাকিস্তান থেকেই আসছে পেঁয়াজ
পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী
ভ্যাট বাড়ানোর কারণ জানালেন খাদ্য উপদেষ্টা
মাহফিলে ‘তুমি’ সম্বোধন করা নিয়ে যে ব্যাখ্যা দিলেন আজহারী
ঝগড়ায় ভালোবাসা বেড়ে যায় দ্বিগুণ, বলছে গবেষণা
শেখ হাসিনাসহ গণহত্যায় জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড প্রসিকিউশনের হাতে
রুপির দাম সর্বকালের সর্বনিম্ন, এক ডলারে ৮৬ রুপি
যুক্তরাষ্ট্রে আমন্ত্রণ নিয়ে বিভ্রান্তি, বিএনপির দুঃখ প্রকাশ
নগদে ২৩০০ কোটি টাকার অনিয়ম, অবৈধ ই-মানি ৬০০ কোটি: গভর্নর
রাজনৈতিক চাপের মুখে বিএমডিএ, নিয়োগ বাতিল হচ্ছে সাড়ে ৪ হাজার কর্মচারীর!
সীমান্তে ভারতীয় বিএসএফের বর্বরতা, ১ দশকে নিহত ২৮৯ বাংলাদেশি
১০ হাজার অবৈধ প্রবাসীকে ফেরত পাঠালো সৌদি আরব
রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
সায়ান এফ রহমান ব্রিটিশ রাজার দাতব্য সংস্থায় ‘আড়াই লাখ পাউন্ড’ দান করেন  
জবির গেটে তালা ঝুলিয়ে অনশন করছেন শিক্ষার্থীরা
বাবা হারালেন জনপ্রিয় নির্মাতা রায়হান রাফী
অতিবৃষ্টিতে সবুজ হচ্ছে সৌদির মরুভূমি, যা কেয়ামতের আলামত