রবিবার, ২৩ মার্চ ২০২৫ | ৯ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

গফরগাঁওয়ে রিট করে প্রার্থীতা ফিরে পেলেন হাদিউল

 

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার নিগুয়ারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীতা বাতিল হলেও পরে হাইকোর্টে রিট করে ফিরে পেলেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হাদিউল ইসলাম।

বুধবার (২২ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খন্দকার দিলুরুজ্জামান সমম্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন।

গত ১২ ডিসেম্বর যাচাই-বাছাইয়ের পর হাদিউল ইসলামের প্রার্থীতা বাতিল করেছিলেন রির্টানিং কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. আনোয়ার হোসেন। এরপর নৌকা প্রতীকের প্রার্থী তাজুল ইসলাম মৃধাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়েছিল।

প্রার্থীতা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে হাদিউল ইসলাম জেলা নির্বাচন কর্মকর্তা বরাবর আপিল করেন। গত ১৫ ডিসেম্বর জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে আপিল শুনানিতে হাদিউল ইসলামের প্রার্থীতা বাতিলের সিদ্ধান্ত বহাল থাকে। ২০ ডিসেম্বর নিগুয়ারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী তাজুল ইসলাম মৃধাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে নির্বাচিত ঘোষণা করে উপজেলা নির্বাচন অফিস।

এ সিদ্ধান্তের বিরুদ্ধে হাদিউল ইসলাম হাইকোর্ট ডিভিশনে রিট আবেদন করেন হাদিউল। হাইকোর্ট ডিভিশনের বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খন্দকার দিলুরুজ্জামানের বেঞ্চ তাজুল ইসলাম মৃধাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণার আদেশ ছয় মাসের জন্য স্থগিত ঘোষণা করেন। হাদিউল ইসলামের প্রার্থীতা ফিরে পাওয়ার সিদ্ধান্ত দিয়ে তার নামে প্রতীক বরাদ্দসহ নির্বাচনের সব কার্যক্রমে তাকে অংশগ্রহণের সুযোগ দিতে আদেশ দেন হাইকোর্ট।

হাদিউল ইসলামের আইনজীবী রুহুল আমিন বলেন, ‘হাদিউল ইসলামকে প্রার্থী রেখে নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠানের জন্য হাইকোর্টের পক্ষ থেকে আদেশ দেওয়া হয়েছে।’ 

এ ব্যাপারে হাদিউল ইসলাম বলেন, ‘হাইকোর্টের আদেশ অনুযায়ী নিগুয়ারি ইউনিয়নে চেয়ারম্যান পদে ভোট হবে। আমি ভোটের জন্য প্রস্ততি নিচ্ছি।’

এ নির্বাচনের রির্টানিং কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, ‘হাইকোর্টের আদেশ সম্পর্কে জানতে পেরেছি। এ ব্যাপারে আমরা নির্বাচন কমিশন ও সংশ্লিষ্টদের অফিসিয়াল সিদ্ধান্তের অপেক্ষায় আছি।’

এসএন  

 

Header Ad
Header Ad

রাজধানীতে ঈদের দিন আনন্দ মিছিল ও দিনব্যাপী মেলার আয়োজন

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। ছবি: সংগৃহীত

রাজধানীবাসীর ঈদকে আরো উৎসবমুখর করতে নানা কর্মসূচি গ্রহণ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। এরই অংশ হিসেবে ঈদের দিন অনুষ্ঠিত হবে ‘ঈদ আনন্দ মিছিল’। ঈদগাহ মাঠের পাশে থাকবে মেলার আয়োজন।

রবিবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ।

তিনি বলেন, ‘আমাদের ঈদে উৎসবের আমেজ নেই। টিভি প্রোগ্রাম দেখে কিংবা ঘুমিয়ে ঘুমিয়ে কেটে যায় ঈদ। ঈদের জামাত ছাড়া কালেকটিভ কোনো কর্মসূচি নেই। এবারের ঈদকে নগরবাসীর জন্য আরো সুন্দর করতে আমরা কিছু উদ্যোগ নিয়েছি।

ঢাকার ঐতিহ্যবাহী ঈদ মিছিলের বিষয়ে আমরা কমবেশি সবাই অবগত আছি। সুলতানি আমলে, পরবর্তীতে ব্রিটিশ আমলেও ঈদ মিছিলের আয়োজন করা হতো। এই সংস্কৃতিকেই এবার থেকে রিভাইভ করার উদ্যোগ নিচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।’
তিনি আরো বলেন, ‘এই উদ্যোগের অংশ হিসেবে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশের মাঠে (বাণিজ্য মেলার পুরাতন মাঠ) ঈদের জামাত হবে।

ঠিক গ্রামের ঈদগাহের পাশে যেমন ছোট মেলা বসে, তেমনি মেলা থাকবে দিনব্যাপী। নামাজের পরে হবে ঈদ আনন্দ মিছিল। আনন্দ পূর্ণ ও বর্ণাঢ্য একটি মিছিল আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আয়োজনের কোনো অংশেই ধর্মীয় মূল্যবোধে আঘাত করে এমন কিছু থাকবে না। মিছিলটি জামাতের স্থান থেকে শুরু হয়ে সংসদ ভবনের সামনে এসে শেষ হবে।

উপদেষ্টা বলেন, ‘আসুন, নতুন বাংলাদেশে নতুনভাবে আমাদের ঈদ আনন্দ ভাগাভাগি করে নেই। এবারের ঈদটা একসঙ্গে উদযাপন করি। নগরবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই এই আয়োজনকে সাফল্যমণ্ডিত করবে। অগ্রিম ঈদ মোবারক।’

 

Header Ad
Header Ad

দেশের নাম পরিবর্তন করা উচিত বলে আমরা মনে করি না: সালাহউদ্দিন

জাতীয় ঐকমত্য সংস্কার কমিশন কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের নেতৃত্বে প্রতিনিধি দল। ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন যে, দলটি সংবিধান সংস্কারের ক্ষেত্রে দেশের নাম পরিবর্তনকে সমর্থন করে না। পাশাপাশি, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সমতুল্য বিবেচনা করার বিষয়েও বিএনপি দ্বিমত পোষণ করে।

রবিবার (২৩ মার্চ) দুপুরে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে বিএনপির প্রস্তাবনা জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, বিএনপি মনে করে যে, সংবিধান সংশোধনের কিছু প্রস্তাব নির্বাচিত প্রতিনিধি ক্ষমতা খর্ব করার উদ্দেশ্যে করা হয়েছে, যা তারা মেনে নিতে পারে না। নির্বাচন আগে সংসদীয় পদ্ধতিতে হওয়া উচিত, গণভোট নয়।

তিনি আরও জানান, দুর্নীতি দমন কমিশন (দুদক) সংস্কারের ক্ষেত্রে ২০টি প্রস্তাবের মধ্যে বিএনপি একমত। বিচার বিভাগের সব প্রস্তাবের সঙ্গে তারা একমত এবং প্রশাসন সংস্কারের ২৬টি প্রস্তাবের মধ্যে অর্ধেকের সঙ্গে একমত। বিএনপি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের আদলে লোয়ার জুডিশিয়ারির সংস্কারের প্রস্তাবও দিয়েছে।

সংবিধান সংশোধনের প্রস্তাবে দেশের নাম পরিবর্তনের বিরোধিতা করে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘২৪ ও ’৭১-কে একই কাতারে রাখা সমীচীন নয়। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানকে আলাদা করে উল্লেখ রাখা উচিত।’

উল্লেখ্য, বিভিন্ন সংস্কার কমিশনের ১৬৬টি সুপারিশের বিষয়ে মতামত চেয়ে গত ৬ মার্চ ৩৭টি রাজনৈতিক দলকে চিঠি ও ‘স্প্রেডশিট’ পাঠিয়েছিল ঐকমত্য কমিশন।

Header Ad
Header Ad

জিএম কাদের ও স্ত্রীর ব্যাংক হিসাব ফ্রিজ

জিএম কাদের ও তার স্ত্রী শরীফা কাদের। ছবি: সংগৃহীত

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও তার স্ত্রী শরীফা কাদেরের ব্যাংক হিসাব ফ্রিজ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এনবিআরে সেট্রাল ইন্টেলিজেন্স থেকে পাঠানো চিঠির সূত্রে এসব তথ্য জানা গেছে। ওই চিঠি দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান বরাবর দেওয়া হয়েছে।

গত ২০ মার্চ থেকে চাঁদাবাজি, মনোনয়ন বাণিজ্য ও দলীয় ফান্ডের টাকা আত্মসাতের অভিযোগে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক।

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের) ১৯৯৬ সাল থেকে বিভিন্ন আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং সংসদে বিরোধী দলীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৯-২০১৪ সালে তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

রাজধানীতে ঈদের দিন আনন্দ মিছিল ও দিনব্যাপী মেলার আয়োজন
দেশের নাম পরিবর্তন করা উচিত বলে আমরা মনে করি না: সালাহউদ্দিন
জিএম কাদের ও স্ত্রীর ব্যাংক হিসাব ফ্রিজ
হাসিনার মতোই একাত্তরে নেতাকর্মীদের ছেড়ে পালিয়েছিলেন শেখ মুজিব : তাজউদ্দিনকন্যা শারমিন
২৫ মার্চ সারাদেশে এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন
১০ শতাংশ দাম কমছে ইন্টারনেটের
দীর্ঘ ৮ দিনের ছুটির কবলে বেনাপোল স্থলবন্দর
প্রধান উপদেষ্টার চীন সফর হবে মাইলফলক : চীনা রাষ্ট্রদূত
পাওনা আদায়ে এস আলম গ্রুপের সম্পত্তি নিলামে তুলছে ইসলামী ব্যাংক
সাগরে নিখোঁজের ৩০ ঘণ্টা পর বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার
সেনাপ্রধানের সঙ্গে বৈঠক নিয়ে হাসনাতের সঙ্গে সারজিসের দ্বিমত
টয়লেটে বেশিক্ষণ থাকায় যাত্রীকে মারলেন পাইলট
পেঁয়াজ রপ্তানির ওপর ২০ শতাংশ শুল্ক তুলে নিলো ভারত
গাজীপুরে স্ত্রী-সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা
হাসিনাবিরোধী আন্দোলনের বিষয়ে ভারত অবগত ছিল: জয়শঙ্কর
নামাজরত বাবাকে ছুরিকাঘাতে হত্যা করল ছেলে
নিয়ন্ত্রণে সুন্দরবনের আগুন, তদন্ত কমিটি    
গাজার পর লেবাননেও ইসরায়েলী হামলা  
দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস  
টঙ্গীতে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, দুর্ভোগে যাত্রীরা