আশাশুনি উপজেলায় নির্বাচনী সহিংসতার আশঙ্কা

সাতক্ষীরায় ৫ম দফা নির্বাচনে আগে আশাশুনি উপজেলার বিভিন্ন স্থানে সহিংসতা বেড়েছে। এ উপজেলার বিভিন্ন ইউনিয়ন প্রতিদিনই ঘটছে নানা ঘটনা।
সাতক্ষীরায় ৪ দফায় ৬১টি ইউনিয়ন পরিষদের নির্বাচন শেষ হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে এ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে কঠোর ভূমিকা পালন করে ইতোমধ্যে প্রসংশা কুড়িয়েছে। অনেকে বলেছে দেশ স্বাধীনের পর তারা এত ভালো নির্বাচন দেখেনি।
এমন কি তত্ত্বাবধায়ক সরকারের আমলের চেয়েও নির্বাচন অনেক ক্ষেত্রে ভালো হচ্ছে এমন কথাও বলেছেন অনেকে। কিন্তু ৫দফা নির্বাচনে আশাশুনি উপজেলার বিভিন্ন স্থানে বেড়েছে নির্বাচনী সহিংসতা।
নির্বাচনে আশাশুনির আনুলিয়া ইউনিয়নে প্রতিদিনই ঘটছে সহিংসতার ঘটনা নির্বাচনের মধ্যেই শ্রীউলা ইউনিয়নে ঘটেছে হত্যার ঘটনা। প্রতাপনগরেও ছোটখাটো হামলার খবর পাওয়া যাচ্ছে। নির্বাচনের দিন যতই নিকটে আসছে ততই বাড়ছে সহিংসতা। সহিংসতার বন্ধে প্রশাসনের পক্ষ থেকে কার্যকরি কোন ব্যবস্থা গ্রহণ করা না হলে আরও ভয়াবহ আকার নিতে পারে বলে আশংকা করছেন সাধারণ জনগণ।
প্রশাসনের পক্ষ থেকে নির্বাচনী সহিংসতা বন্ধ করা না হলে যে কোন সময়ে বড় ধরণের সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন স্থানীয়রা। এমনকি বিভিন্ন প্রার্থীর সমর্থকরা প্রচার প্রচারণার নামে দেশীয় অস্ত্র নিয়ে প্রকাশ্যে মহড়া দিয়ে সাধারণ জনগণের মনে ভীতি সৃষ্টি করছে।
এদিকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে সাধারণ মানুষ ভোটকেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং ভোটের দিন সকালে ভোটকেন্দ্রে ব্যালট পেপার সরবরাহের দাবি জানান এগারো ইউনিয়নের ভোটাররা।
