সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫ | ৪ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

বরিশালসহ দক্ষিণাঞ্চলে তীব্র শীত অনুভূত

নতুন বছরের শুরুতে বরিশালসহ দক্ষিণাঞ্চলে তীব্র শীত অনুভূত হচ্ছে। হাড় কাঁপানো শীতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।

বরিশাল আবহাওয়া দপ্তর জানিয়েছে, রবিবার (২ জানুয়ারি) বরিশালে সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং সবোর্চ্চ ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মোহাম্মদ মাসুদ রানা রুবেল জানান, বাতাস প্রবাহ এবং আকাশ মেঘলা থাকায় শীতের তীব্রতা বেড়েছে। এছাড়া গত সোমবার (২০ ডিসেম্বর) বরিশালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল চলতি মৌসুমে সর্বনিম্ন ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস, যা মৃদু শৈত্যপ্রবাহ হিসেবে দেখছেন তারা।

তিনি আরও বলেন, আগামী এক-দুই দিনে পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে ধারণা আবহাওয়া দপ্তরের।

ডিসেম্বর মাসের দীর্ঘ মেয়াদি পূর্বাভাসে বলা হয়েছিল, জানুয়ারি মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ মাসে দেশে ২ থেকে ৩টি মৃদু অর্থাৎ ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস অথবা মাঝারি অর্থাৎ ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। যার মধ্যে ২টি তীব্র অর্থাৎ ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার শৈত্যপ্রবাহে রূপ নিতে পারে। এছাড়া এ মাসে দেশের নদ-নদী অববাহিকায় মাঝারি বা ঘন কুয়াশা এবং অন্য এলাকায় হালকা বা মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

শনিবার (১ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। যা গত সপ্তাহে ছিল গড়ে ১১ ডিগ্রি সেলসিয়াস।

এসও/এএন

Header Ad
Header Ad

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৫ গাড়ির সংঘর্ষ, আহত অন্তত ২০  

ছবিঃ সংগৃহীত

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশায় পরপর পাঁচটি যানবাহনের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে এক্সপ্রেসওয়ের কামাড়াখোলা এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে বলে হাসাড়া হাইওয়ের পুলিশের ওসি আব্দুল কাদের জিলানী জানান।

এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

হাইওয়ে পুলিশ বলছে, কামাড়খোলা এলাকায় ঘন কুয়াশায় দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানকে প্রথমে একটি কর্ভাড ভ্যান পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় এর পেছনে ধাক্কা দেয় ইমাত পরিবনের একটি যাত্রীবাহী বাস। কিছুটা দূরে পূর্বাভা পরিবহনের আরেকটি বাসকে একটি ট্রাক ধাক্কা দেয়।

মুহূর্তের মধ্যে পাঁচটি গাড়ির দুর্ঘটনায় ঢাকামুখী লেনে যান চলাচল বিঘ্নিত এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে আহতের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সফিকুল ইসলাম বলেন, “ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে দফায় দফায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।”

দুর্ঘটনার পর ট্রাকসহ চালক পালিয়ে গেছে জানিয়ে হাসাড়া হাইওয়ের পুলিশের ওসি আব্দুল কাদের জিলানী বলেন, বাকি চারটি যান উদ্ধারে কাজ করছেন তারা।

Header Ad
Header Ad

ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি  

ছবিঃ সংগৃহীত

ভারতের রাজধানী নয়াদিল্লিতে ৪.০ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভারতের ভূমিকম্প পর্যবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত সরকারি সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি এক আপডেটে জানিয়েছে যে, উত্তর ভারতের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হলেও, দিল্লিই ছিল এই ভূমিকম্পের কেন্দ্রস্থল। তবে এর গভীরতা ছিল মাত্র ৫ কিলোমিটার। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) ভোর ৫টা ৩৬ মিনিটে মিনিটে দিল্লি ও তার আশেপাশের এলাকায় প্রবল ভূকম্পন অনুভূত হয়েছে। 

এক সরকারি কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল দিল্লির ধৌলাকুয়ানের দুর্গাবাই দেশমুখ কলেজ অফ স্পেশাল এডুকেশনের নিকটবর্তী এলাকা।

ওই অঞ্চলে একটি হ্রদ রয়েছে এবং প্রতি দুই থেকে তিন বছর অন্তর ছোটখাটো ভূমিকম্প হয়ে থাকে। ২০১৫ সালে সেখানে ৩.৩ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছিল বলে তিনি জানান।

তিনি আরও বলেন, ভূমিকম্প আঘাত হানার সময় তীব্র শব্দও শোনা গিয়েছিল।

স্থানীয়দের দাবি, গত ২৫ বছরে দিল্লিতে এ ধরনের কম্পন অনুভূত হয়নি। ভূমিকম্পের ফলে বাড়িঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন দিল্লির বাসিন্দারা। তবে এখন পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। দিল্লি ছাড়াও ভূমিকম্প অনুভূত হয়েছে ভারতের আগ্রা, হরিয়ানাসহ বিভিন্ন জায়গায়।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লি ও আশেপাশের এলাকার বাসিন্দাদের ‘শান্ত থাকার’ এবং নিরাপত্তা সতর্কতা মেনে চলার আহ্বান জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লিখেন, 'দিল্লি ও আশেপাশের এলাকায় ভূ-কম্পন অনুভূত হয়েছে। সবাইকে শান্ত থাকার এবং সতর্কতা অবলম্বনের অনুরোধ করছি। সম্ভাব্য আফটারশকের জন্য সতর্ক থাকুন। প্রশাসন পরিস্থিতির উপর নজর রাখছে।'

দিল্লির ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রী আতিশি এক্সে লিখেছেন, ‘দিল্লিতে শক্তিশালী ভূ-কম্পন অনুভূত হয়েছে। সবাই সুস্থ-সালামত থাকুক, এই প্রার্থনা করি।’

দিল্লি উচ্চ ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থিত, যা ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের মানচিত্র অনুযায়ী অত্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত। গত ২৩ জানুয়ারি, চীনের জিনজিয়াং-এ ৭.২ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর দিল্লিতে শক্তিশালী কম্পন অনুভূত হয়েছিল। এর দুই সপ্তাহ আগে, ১১ জানুয়ারি, আফগানিস্তানে ৬.১ মাত্রার ভূমিকম্প হওয়ার পরও দিল্লি ও আশেপাশের এলাকায় মৃদু কম্পন অনুভূত হয়েছিল।

Header Ad
Header Ad

সিলেটে হালকা বৃষ্টির সম্ভাবনা, অন্যত্র বাড়বে তাপমাত্রা  

ছবিঃ সংগৃহীত

সিলেট বিভাগের দু-এক জায়গার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকবে।

সারাদেশের আবহাওয়ার খবরে এমনই জানিয়েছে দেশের আবহাওয়া অধিদপ্তর। অধিদপ্তরের ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, মঙ্গলবার সারাদেশে ভোরের দিকে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকতে পারে। সোমবারের আকাশেও হালকা কুয়াশা রয়েছে। এছাড়া সারাদেশের তাপমাত্রা ১০২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।

ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সোমবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানায় অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সে. বাড়তে পারে। এছাড়া আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা ও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সোমবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২০.০ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ছিল ৯০ শতাংশ।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৫ টা ৫৫ মিনিটে। আগামীকালের সূর্যোদয় হবে ভোর ৬ টা ৩০ মিনিটে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৫ গাড়ির সংঘর্ষ, আহত অন্তত ২০  
ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি  
সিলেটে হালকা বৃষ্টির সম্ভাবনা, অন্যত্র বাড়বে তাপমাত্রা  
তরুণ অভিনেতা শাহবাজ সানী মারা গেছেন    
আর্জেন্টিনার স্বপ্ন ভেঙে ব্রাজিল চ্যাম্পিয়ন    
আজ থেকে তিস্তা চুক্তি বাস্তবায়নের দাবিতে ৪৮ ঘণ্টার কর্মসূচি
ইউক্রেন নিয়ে জরুরি সম্মেলন আহ্বান ম্যাক্রোঁর    
বিএনপির কাউন্সিলে ভোটারের চেয়ে বেশি ভোট পড়ায় ফল স্থগিত  
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেত্রী দোলনা আক্তার গ্রেপ্তার
গঙ্গা পানি চুক্তি নবায়নসহ বিভিন্ন বিষয়ে জয়শঙ্করের সঙ্গে বৈঠক পররাষ্ট্র উপদেষ্টার
মিঠাপুকুরে এক যুগেও চালু হয়নি ইকোপার্ক, শত কোটি টাকার প্রকল্প প্রশ্নবিদ্ধ
মসজিদে নববীর প্রধান ইমাম হলেন শেখ আব্দুল রহমান আল হুদাইফি
মালিতে পরিত্যক্ত সোনার খনি ধসে পড়ে অন্তত ৪৮ জন নিহত
কেমন হলো টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সি
‘হজযাত্রী প্রতি অতিরিক্ত ৩০ হাজার টাকা বেশি নিয়ে আমরা ভাগ করে নেব’
হঠাৎ তিস্তার পানি বৃদ্ধি: অবস্থান কর্মসূচির ঘোষণার পর খুলল ৬ জলকপাট
বইমেলায় স্যানিটারি ন্যাপকিন বিক্রির অভিযোগে দুটি স্টল বন্ধ
ভ্যালেন্টাইনের সঙ্গে পরিচয় করানোর নামে লাইভে এসে কাপড় বেচলেন পরীমণি
উত্তরপূর্ব ভারতের ৫৫ শতাংশ মানুষ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর পক্ষে
দেশকে কারা নেতৃত্ব দেবে তা বাছাই করার সময় এসেছে: তারেক রহমান