খেলাধুলাই পারে যুবসমাজকে মাদকমুক্ত রাখতে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

বরিশালে অসচ্ছল ক্রীড়াবিদদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণকালে অনুষ্ঠানের প্রধান অতিথি পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবসর) জাহিদ ফারুক শামীম বলেছেন, ‘খেলাধুলায় যত বেশি যুবসমাজ অংশগ্রহণ করবে, দেশ থেকে মাদক তত তাড়াতাড়ি দূর হবে।’
শুক্রবার (৭ জানুয়ারি) বেলা ১১টায় নগরীর সার্কিট হাউস সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে ১১ জন অসচ্ছল ক্রীড়াবিদের হাতে এই অনুদানের চেক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।
জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দারের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিসিবির পরিচালক আলমগীর খান আলো। এ সময় উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুনসহ বরিশাল ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে ১১ জন অসচ্ছল ক্রীড়াবিদের হাতে প্রত্যেকে ২৪ হাজার টাকা করে মোট ২ লক্ষ ৬৪ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এমপি আরও বলেন, ‘খেলাধুলার প্রতি যুবসমাজকে উৎসাহ দিলে তাদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে, ফলে মাদক থেকে যুবসমাজ দূরে থাকবে এবং আমরা যুবসমাজকে রক্ষা করতে পারব। যারা খেলাধুলায় নতুন যুক্ত হচ্ছে তাদের উদ্বুদ্ধ করতে হবে, উৎসাহ দিতে হবে। যাতে করে আমাদের দেশে ভালো খেলোয়াড় তৈরি হয়।'
টিটি/
