ওসমানী হাসপাতালে অজ্ঞাতনামা নারীর মৃতদেহ

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে এক অজ্ঞাতনামা নারীর মৃতদেহ পড়ে আছে। তার বয়স আনুমানিক ৪৫ বছর। তার পরিচয় খুঁজছে পুলিশ।
এসএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (মিডিয়া) আশরাফ উল্যাহ তাহের জানান, গত ২ জানুয়ারি জনৈক জাহাঙ্গীর নামে এক ব্যক্তি অজ্ঞাতনামা এক নারীকে আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন। পরবর্তীতে চিকিৎসাধীন থাকা অবস্থায় ৪ জানুয়ারি সকালে ওই নারীর মৃত্যু হয়।
কোতোয়ালী মডেল থানা পুলিশ অজ্ঞাতনামা নারীর লাশের পরিচয় জানার চেষ্টা করেন। কিন্তু কেউ পরিচয় দিতে পারেন নি। বর্তমানে তার মৃতদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে রয়েছে।
ডিডি/এএন
