নাগেশ্বরীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১০টায় উপজেলার কচাকাটা থানার নারায়ণপুর ইউনিয়নের উত্তর ঝাউকুটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম আশরাফুল আলম (২২)। সে উত্তর ঝাউকুটি গ্রামের আব্দুস সবুরের ছেলে।
নারায়ণপুর ইউপির নির্বাচিত চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জানান, আশরাফুল সকালে বাড়ির উঠোনে কাজ করছিল। এ সময় গোয়াল ঘরের পাশে দণ্ডায়মান বৈদ্যুতিক খুঁটির সঙ্গে তার হাত লাগলে সে বিদ্যুতায়িত হয়। সম্ভবত কোনো কারিগরি ত্রুটির কারণে খুঁটিতে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছিল। এতেই সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়।
ভুরুঙ্গামারী পল্লী বিদ্যুতের ডিজিএম কাওসার আহমেদ জানান, বিষয়টি তদন্ত না করে কিছু বলা যাচ্ছে না। অনেক সময় প্রটেকশন তার ধরে টানাটানি করলে এমন হওয়ার আশঙ্কা থাকে।
কচাকাটা থানার ওসি জাহেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ামাত্র ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
/এএন
