
সারাদেশ
হাসপাতাল থেকে হাতকড়াসহ পালানো আসামি গ্রেপ্তার

শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া আসামি মাসুদ খানকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর আমতলার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন এস আই মাহমুদুল মুনিম।
বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালী মডেল থানার ইন্সপেপ্টর তদন্ত লোকমান হোসেন। তিনি আরেও জানান, গোপন সংবাদ এবং ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে আসামিকে গ্রেপ্তার করা হয়।
নগরীর একটি চুরির ঘটনায় গণধোলাইয়ের শিকার আহত মাসুদ খানকে ৩০ ডিসেম্বর সন্ধ্যায় শেবাচিম হাসপাতালে ভর্তি করে কোতোয়ালী মডেল থানা পুলিশ। চিকিৎসাধীন অবস্থায় মো. মাসুদ খান হাতকড়াসহ পালিয়ে যায়। এ ঘটনায় এস আই নিজাম মাহমুদ ফকির বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মো. আজিমুল করিম জানান, গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
/এএন