৫০ হাজার বেকারের কর্মসংস্থানের নির্বাচনী অঙ্গীকার লিটনের
আসন্ন রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে আবারও নৌকার হাল ধরতে দলীয় মনোনয়ন পেয়েছেন সভাপতি মন্ডলীর সদস্য ও বর্তমান সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। শনিবার (১৫ এপ্রিল) গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাসিক নির্বাচনে মেয়র পদে পুনরায় আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ায় দলের প্রধান শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন লিটন। শনিবার (১৫ এপ্রিল) বিকাল সাড়ে ৩টায় দলীয় কার্যালয়ে রাজশাহী মহানগর আওয়ামী লীগ আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই কৃতজ্ঞতা প্রকাশ করে ভোটারদের উদ্দেশ্য করে অঙ্গীকার জ্ঞাপন করেন।
এ সময় আসন্ন নির্বাচনে জয়ী হলে অন্তত ৫০ হাজার বেকার তরুণ-তরুণীর কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করবেন জানিয়ে সবাইকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নির্বাচনে তার পক্ষে কাজ করার আহ্বান জানান। মেয়র লিটন বলেন, দুই মেয়াদে আমি মেয়র থাকাকালীন গ্রিন সিটি, ক্লিন সিটির জন্য রাজশাহী সিটি করপোরেশন পরপর ৪ বার অ্যাওয়ার্ড অর্জন করেছে। পুনরায় মেয়র নির্বাচিত হলে এই ধারা অব্যাহত রাখার পাশাপাশি আরও আধুনিক সিটি গড়তে যা যা করা দরকার তা করব।
নগর পিতা বলেন, রাজশাহীতে বিসিক শিল্প নগরী-২ ইতিমধ্যে গড়ে উঠেছে। সেখানে নারী উদ্যোক্তাদের কর্মসংস্থানের জন্য ৫০ লাখ থেকে ২ কোটি টাকা পর্যন্ত বিনা জামানতে ঋণের ব্যবস্থা করা হবে। যাতে রাজশাহীতে কেউ বেকার কিংবা কর্মহীন না থাকে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বেগম আখতার জাহান, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশাদ আলী, অধ্যক্ষ শফিকুল রহমান বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু প্রমুখ ।
উল্লেখ্য, এএইচএম খায়রুজ্জামান লিটন ২০০৮ সালে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন এবং ২০১৩ সালের ৯ মে পর্যন্ত মেয়র ছিলেন। ২০১৮ সালের ৩০ আগস্ট পুনরায় মেয়র নির্বাচনে জয় লাভ করেন। এ ছাড়াও তিনি দীর্ঘদিন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। এরপর ২০২১ সালের ১৯ নভেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য হিসেবে নির্বাচিত হন তিনি।
এসআইএইচ