
খাদ্যদ্রব্যে ভেজাল রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
৩০ মার্চ ২০২৩, ০৮:৪৪ পিএম | আপডেট: ০৭ জুন ২০২৩, ০২:০২ পিএম

রংপুর মহানগরীতে ও দিনাজপুরে সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করেছে বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত। এসময় মাছ ও ফল-মূলে ফরমালিনের থাকায় ৪২ হাজার টাকা জরিমানা আদায় করেছে। ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন রংপুরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেওয়ান আসিফ পেলে।
রংপুরের বিএসটিআইয়ের এক বার্তাায় জানানো হয়, পবিত্র রমজান উপলক্ষে খাদ্যদ্রব্যে ভেজাল রোধে এবং ওজন ও পরিমাপে সঠিকতা নিশ্চিত করতে বৃহস্পতিবার তিনটি অভিযান পরিচালনা করে বিএসটিআই বিভাগীয় কার্যালয়। রংপুর নগরীতে ১টি সার্ভিল্যান্স অভিযান ও ১টি ভ্রাম্যমাণ আদালত এবং দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলায় ১টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
রংপুর কেন্দ্রীয় বাসটার্মিনাল পাইকারী মাছ ও ফলের দোকানের মোঃ আজাদুল ইসলাম আজাদ, রুই মাছ, মোঃ বকুল সরকার, ইলিশ মাছ, মোঃ আমিনুল ইসলাম, স্বরপুটি মাছ, মোঃ শামীম, বোয়াল মাছ, মোঃ নবাব ফল ভান্ডার, মেসার্স জাহিদুল ফল ভান্ডার, মেসার্স আল আমিন ফল ভান্ডার, মেসার্স মুহিন ফল ভান্ডার, মেসার্স ওলিউল ফল ভান্ডার, মেসার্স বাবার দোয়া ফল ভান্ডার দোকান সমূহের কমলা, মাল্টা, আঙ্গুর, আপেল, আনারস এর নমুনা (১৮টি ফল ও ০৫টি মাছের) সংগ্রহ করে ফরমালিনের উপস্থিতি পরীক্ষা করে কোন ফরমালিনের উপস্থিতি পাওয়া যায়নি।
এছাড়াও মাছ ও ফলের দোকান সমূহে ব্যবহৃত ওজন যন্ত্র যাচাই করা হয়। বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর অফিস প্রধান মফিজ উদ্দিন আহমাদ, উপপরিচালক (মেট্রোলজি) এর নেতৃত্বে অভিযানে সঙ্গে ছিলেন মোঃ রাশেদুল ইসলাম, উর্ধ্বতন পরীক্ষক (ফুড এন্ড ব্যাক্ট.), প্রকৌশলী মোঃ জাহিদুর রহমান, সহকারী পরিচালক (সিএম), প্রকৌশলী মোঃ আহসান হাবীব, পরিদর্শক (মেট্রোলজি) ও জনাব খন্দকার মোঃ জামিনুর রহমান, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই বিভাগীয় কার্যালয়।
রংপুর মহানগরীতে ভ্রাম্যমাণ আদালতে, মোঃ ওসমান, মাছের দোকান, ধাপ সিটি বাজার, মহানগর, রংপুর এর ৫ কেজিতে ১০ গ্রাম কম ওজন দেওয়ায় ২০০০/- টাকা জরিমানা করা হয়। ধাপ সিটি বাজারের আরও ১২টি মাছের দোকান, ৬টি কাঁচা সবজির দোকান, ১১টি মুদি দোকান পরিদর্শন করা হয় এবং বিএসটিআই হতে ওজন যন্ত্র ভেরিফিকেশন করে নেওয়ার জন্য পরামর্শ প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেওয়ান আসিফ পেলে।
দিনাজপুর জেলার ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতে- মেসার্স নিউ জনতা বেকারী, উপজেলা গেট, ফুলবাড়ি এর কারখানায় লাচ্ছা সেমাই পন্যটি অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে তৈরী করায় ভোক্তা অধিকার সংরক্ষন আইন, ২০০৯ এর ৪৩ ধারায় ত্রিশ হাজার টাকা (৩০০০০) জরিমানা করা হয় এবং আনুমানিক ৫০ কেজি লাচ্ছার খামির নষ্ট করা হয়। মেসার্স শিখা বেকারী মধ্য গৌরিপাড়া,ফুলবাড়ি এর কারখানায় লাচ্ছা সেমাই পন্যটি অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে তৈরী করায় ভোক্তা অধিকার সংরক্ষন আইন, ২০০৯ এর ৪৩ ধারায় পাঁচ হাজার টাকা (৫০০০) জরিমানা করা হয়।
মেসার্স সেতু বেকারী, মধ্য গৌরিপাড়া ফুলবাড়ি কারখানায় লাচ্ছা সেমাই পন্যটি অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে তৈরী করায় ভোক্তা অধিকার সংরক্ষন আইন, ২০০৯ এর ৪৩ ধারায় ৫০০০/- জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ ওয়াসিকুল ইসলাম, ফুলবাড়ি।
প্রসিকিউটিং অফিসার হিসেবে ছিলেন, প্রকৌঃ মোঃ মেসবাহ-উল-হাসান, ফিল্ড অফিসার (সিএম), জনাব ইশতিয়াক আহমেদ ফিল্ড অফিসার (সিএম) ও প্রকৌঃ মোঃ হাসিবুর রহমান, পরিদর্শক (মেট্রোলজি), বিএসটিআই বিভাগীয় অফিস, রংপুর।
এএজেড