রংপুরের পিকআপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত

নিহত সিহাব মিয়া। ছবি: ঢাকাপ্রকাশ
রংপুরের মিঠাপুকুরে একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সিহাব মিয়া (১৬) নামে এক মোটরসাইকেল আরোহী কিশোর নিহত হয়েছে। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। তারা সবাই পেশায় ইলেকট্রিক মিস্ত্রী বলে জানা গেছে।
বুধবার (১৪ মে) দুপুরে রংপুর-ঢাকা মহাসড়কের শঠিবাড়ি ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সিহাব মিয়া মিঠাপুকুর উপজেলার চেংমারী ইউনিয়নের জালাদিপুর গ্রামের বাসিন্দা মজনু মিয়ার ছেলে। আহতদের মধ্যে একজনের নাম মনিরুজ্জামান, তিনি একই ইউনিয়নের পাগলারহাট জালাদিপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে। অন্যজনের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরে ঢাকা থেকে রংপুরগামী একটি মাছ বোঝাই পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা তিন আরোহীর একজন, সিহাব, ঘটনাস্থলেই প্রাণ হারান। অপর দুইজনকে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠান। দুর্ঘটনার পরপরই পিকআপটি পালিয়ে যায়।
বড়দরগাহ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুজ্জামান বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি এবং যান চলাচল স্বাভাবিক করি।” তিনি আরও জানান, এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতক পিকআপটি শনাক্তে কাজ চলছে।
