
সারাদেশ
লালমনিরহাটে ফের ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি ও গ্রামবাসীর বাধায় ব্যর্থ বিএসএফ

লালমনিরহাট সীমান্তে আবারও ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও স্থানীয়দের প্রতিরোধে এ চেষ্টায় ব্যর্থ হয় তারা।
বৃহস্পতিবার (১২ জুন) ভোরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া বড় মসজিদ সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ৫ জনকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। ঘটনাস্থলে দ্রুত উপস্থিত হয়ে বিজিবি ও স্থানীয়রা তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দিলে পুশইনকৃতদের পুনরায় ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানো হয়।
অন্যদিকে, পাটগ্রামের শ্রীরামপুর ইউনিয়নের ঝালাঙ্গী সীমান্ত দিয়ে আরও ৭ জন ভারতীয় নাগরিককে পুশইন করে ভারত। তাদের আটক করে হেফাজতে নিয়েছে বিজিবি। এ বিষয়ে ভারতের সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে তিস্তা ব্যাটালিয়নের ৬১ বিজিবি।
এর আগে গত ২৮ মে লালমনিরহাট জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে ৬০ জন নারী-পুরুষকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। তবে বাধার মুখে তাদের ফিরিয়ে নেয় ভারতীয় কর্তৃপক্ষ।
বিজিবি জানিয়েছে, বারবার পুশইন চেষ্টার বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানানো হয়েছে বিএসএফকে। সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং স্থানীয় এলাকাবাসী সতর্ক অবস্থানে রয়েছে।
বাংলাদেশ সীমান্তে এ ধরনের পুশইন কার্যক্রম আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের শামিল এবং দুই দেশের কূটনৈতিক সম্পর্কে উত্তেজনা সৃষ্টির ঝুঁকি তৈরি করছে। বিজিবি পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও বারবার পুশইনের ঘটনা উদ্বেগজনক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।