
সারাদেশ
বিরামপুর সীমান্ত দিয়ে ১৫ জনকে পুশইন করল বিএসএফ

দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ৯ শিশুসহ ১৫ জন বাংলাদেশিকে বাংলাদেশ ভূখণ্ডে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (১২ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার বিনাইল ইউনিয়নের অচিন্তপুর সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলার এলাকা দিয়ে তাদের বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া হয়।
ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এবি এম জাহিদুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিজিবির অচিন্তপুর সীমান্ত ফাঁড়ির সদস্যরা রাতে টহলকালে দেখতে পান, বিএসএফ সদস্যরা সীমান্তের তাদের নিয়ন্ত্রণাধীন এলাকায় বিদ্যুৎবাতি বন্ধ করে দেন। কিছুক্ষণ পরেই অন্ধকারে ভারতের দিক থেকে ১৫ জন ব্যক্তি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের দিকে আসেন। তখনই তাদের আটক করে বিজিবির হেফাজতে নেওয়া হয়।
পরদিন শুক্রবার (১৩ জুন) সকালে আটক ব্যক্তিদের বিরামপুর থানায় হস্তান্তর করা হয়।
আটককৃতদের নাম ও পরিচয় হলো- ১. মো. আকাশ মোল্লা (৬০), পিতা: মৃত উমর মোল্লা। ২. মোছা. হিরিনা বেগম (৫২), স্বামী: মো. আকাশ মোল্লা। ৩. মো. হাসু মোল্লা (৩৪), পিতা: মো. আকাশ মোল্লা। ৪. মো. বিল্লাল মোল্লা (১৬), পিতা: মো. হাসু মোল্লা। ৫. মোহাম্মদ মোল্লা (১২), পিতা: মো. হাসু মোল্লা। ৬. আহমেদ মোল্লা (৮), পিতা: মো. হাসু মোল্লা। ৭. মোছা. রাবেয়া মোল্লা (৪), পিতা: মো. হাসু মোল্লা। ৮. মো. মনির মোল্লা (৩০), পিতা: মো. আকাশ মোল্লা। ৯. মোছা. ঝরনা খাতুন (২৮), স্বামী: মো. মনির মোল্লা। ১০. মোছা. সুমাইয়া খাতুন (১১), পিতা: মো. মনির মোল্লা। ১১. মো. আলমিন মোল্লা (৮), পিতা: মো. মনির মোল্লা। ১২. মোছা. সুমাইয়া খাতুন (৬), পিতা: মো. মনির মোল্লা। ১৩. মোছা. খাদিজা খাতুন (৪), পিতা: মো. মনির মোল্লা। ১৪. মো. ইব্রাহিম মোল্লা (২), পিতা: মো. মনির মোল্লা
১৫. মোছা. তাজমা বেগম (৪০), স্বামী: মৃত হাফিজুল মোল্লা। সবার স্থায়ী ঠিকানা: গ্রাম– শীতল পাটি, পোস্ট– পেরলী, থানা– কালিয়া, জেলা– নড়াইল।
বিজিবি সূত্রে জানা গেছে, পুশ-ইন হওয়া এসব মানুষ কীভাবে ভারতে প্রবেশ করেছিলেন এবং কী কারণে ভারত থেকে ফেরত পাঠানো হলো, সে বিষয়ে তদন্ত চলছে। তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।