
সুনামগঞ্জে বাসের ধাক্কায় যুবকের মৃত্যু
২৪ মে ২০২৩, ১০:০৪ এএম | আপডেট: ৩০ মে ২০২৩, ০৯:৪৭ এএম

সুনামগঞ্জের শান্তিগঞ্জে বাসের ধাক্কায় এলিম শাহ (৩০) নামের এক যুবক মারা গেছেন। মঙ্গলবার (২৩ মে ) রাতে শান্তিগঞ্জ উপজেলার নোয়াখালী বাজার এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত এলিম তাহিরপুর উপজেলার দুর্লভপুর গ্রামের গোলাম মোস্তাফার ছেলে।
পুলিশ স্থানীয়রা জানায়, মঙ্গলবার (২৩ মে) সন্ধ্যা সুনামগঞ্জ থেকে দিরাই যাওয়ার পথে শান্তিগঞ্জ উপজেলার নোয়াখালী বাজারে ঢাকাগামী ‘মামুন’ বাসের ধাক্কায় সিএনজিতে থাকা এলিম শাহ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতাবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। যাওয়ার সময় সড়ক পথে মারা যান তিনি।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খালেদ চৌধুরী এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক বাসকে পায়নি। আমাদের অভিযান চলমান আছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এসআইএইচ