সুনামগঞ্জে দেশের ১৪তম সীমান্ত হাট চালু

২৪ মে ২০২৩, ০৫:৩৯ পিএম | আপডেট: ০৯ জুন ২০২৩, ০১:৩৩ এএম


সুনামগঞ্জে দেশের ১৪তম সীমান্ত হাট চালু

সুনামগ‌ঞ্জের তাহিরপুর উপ‌জেলার লাউড়ের গড় ও ভার‌তের প‌শ্চিম‌হিল সীমা‌ন্তে 'সায়দাবাদ বর্ডার হাট' না‌মে চালু হ‌য়ে‌ছে দেশের ১৪তম সীমান্ত হাট।

বুধবার (২৪ মে) দুপুরে সুনামগ‌ঞ্জে বাংলাদেশ-ভারতের যৌথ ব্যবস্থাপনায় তৃতীয় বর্ডার হাট হিসেবে এর আনুষ্ঠানিকভা‌বে কার্যক্রম শুরু হ‌য়ে‌ছে। এ উপল‌ক্ষে সায়দাবাদ বর্ডার হা‌টে আলোচনা সভার আয়োজন করা হয়। পরে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে হাট‌টির কার্যক্রমের উদ্বোধন ক‌রা হ‌য়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন বলেন, ভারত আমাদের বন্ধুরাষ্ট্র। এই বর্ডার হাটটি চালু হওয়ায় আমাদের দু'দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য আরও বেশি প্রসারিত হবে এবং বন্ধুত্ব আরও দৃঢ় হবে।

এসময় উপ‌স্থিত ছি‌লেন সংসদ সদস্য শামীমা আক্তার খানম, ভারতের পশ্চিম খাসি হিলের সংসদ সদস্য পিউ মারওয়েল, সুনামগঞ্জ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার এহসান শাহ, পশ্চিম খাসি হিলের ডেপুটি কমিশনার টি লংওয়াসহ বিজিবি, বিএসএফ ও প্রশাসনের কর্মকর্তরা।

সায়দাবাদ বর্ডার হা‌টে ২৪টি দোকান কোট করা হ‌য়ে‌ছে। সপ্তা‌হে প্রতি বুধবার দু'দে‌শের ব‌্যবসায়ীরা বি‌ভিন্ন পণ্য নি‌য়ে বস‌বেন। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সায়দাবাদ বর্ডার হা‌টে স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য বিক্রি হবে এবং হাটের ৫ কিলোমিটার এলাকার বাসিন্দারা পণ্য ক্রয়-বিক্রয়ের সুযোগ পাবেন।

এই বর্ডার হা‌টের মাধ‌্যমে দু‌'দে‌শের ব‌্যবসা আরেও প্রসা‌রিত ও সস্পর্ক আরেও গ‌ভীর হ‌বে ব‌লে ম‌নে করেন ভারতীয় সহকারী হাইক‌মিশনার নিরাজ কুমার জয়সওয়াল। তিনি বলেন, বর্ডার হাটটির কারণে বাংলাদেশ-ভারত দুই দেশের সম্পর্ক আরও মজবুত হলো। বর্ডার হাটে কৃষিপণ্যকে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়।

একইসঙ্গে এ হাটটি চালু হওয়ায় নতুন করে কর্মসংস্থানের সৃষ্টি হওয়ায় খুশি প্রত্যন্ত অঞ্চলের মানুষরা। একদিকে যেমন বাংলাদেশি ক্ষুদ্র ব্যবসায়ীরা লাভবান হবে অন্যদিকে ভারতের সীমান্ত এলাকার লোকজনও সুবিধাভোগ করতে পারবে বলে জানিয়েছে দু'দেশের ক্ষুদ্র ব্যবসায়ী ও ক্রেতারা।

এর আগে ২০১২ সালের ২৪ এপ্রিল সুনামগঞ্জ সদর উপজেলার সীমান্তবর্তী ডলুরায় সুনামগঞ্জে প্রথম ডলুরা বর্ডার হাট চালু হয়। পরে ২২ সালে জেলার দোয়ারাবাজারের বোগলা এলাকায় দ্বিতীয় বর্ডার হাটটি চালু হয়েছিল।

এসজি