শুক্রবার, ২৮ মার্চ ২০২৫ | ১৪ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

রাজনীতিতে কূটনীতিকদের হস্তক্ষেপে বিরক্ত সরকার

সম্প্রতি দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বিদেশি রাষ্ট্রদূতদের হস্তক্ষেপ প্রকাশ্যে আসে। রাজধানী ঢাকায় বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশের স্থান নিয়ে সরকার ও বিএনপির নেতাদের মধ্যে তুমুল বাকযুদ্ধ এবং নয়াপল্টনে সংঘর্ষে হতাহতের পর মার্কিন রাষ্ট্রদূতসহ বিদেশি কূটনীতিকরা বিবৃতি দিয়ে সরকারের সমালোচনা করেছেন।

বিদেশি দূতদের এমন আচরণে সরকার ক্ষুব্ধ। সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শুক্রবার ধানমন্ডির দলীয় কার্যালয়ে এক সভায় বিদেশি কূটনীতিকদের উদ্দেশে বলেছেন, ‘বন্ধুত্বটা নষ্ট করবেন না। আপনাদের সঙ্গে বন্ধুত্ব ছিল। আমাদের অতীতের অনেক বেদনা আছে। তারপরও বন্ধুত্ব চাই। কারণ সবারই লেনদেন আছে।’

দেশের রাজনীতি নিয়ে বিদেশি কূটনীতিকদের বিবৃতি আর সরকারি দল আওয়ামী লগের নেতাদের বক্তব্য থেকে স্পষ্ট হয়ে উঠেছে সরকারের সঙ্গে বিদেশি কূটনীতিকদের বিরোধের বিষয়টি।

সাবেক কূটনীতিকরা বলছেন, অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে নিরসন করলে বিদেশি কূটনীতিকরা হস্তক্ষেপ করার সুযোগ পেতেন না। রাজনৈতিক নেতারা বিদেশিদের কাছে ধরনা দেন বলেই কূটনীতিকরা দেশের রাজনীতিতে নাক গলান। এটা খুবই দুঃখজনক।

সম্প্রতি ঢাকায় নিযুক্ত জাপানের সদ্য বিদায়ী রাষ্ট্রদূত ইতো নাওকি ২০১৮ সালের নির্বাচন নিয়ে সমালোচনা করেন। তিনি বলেন, ভোটের আগের রাতে পুলিশ ব্যালট বাক্স ভরে রেখেছিল বলে তিনি ‘শুনেছেন’।

তার এমন বক্তব্য সরকার বিব্রত হয়। পরে পররাষ্ট্র সচিব জাপানি রাষ্ট্রদূতের সঙ্গে এ বিষয়ে কথা বলেন। যদিও কূটনীতির নিয়ম অনুযায়ী তাকে তলব করা হয়নি।

তার বক্তব্যের কয়েকদিন পর পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেন, বাংলাদেশ উপনিবেশ নয়। ‘প্রয়োজনে বিদেশি দূতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার’ হুঁশিয়ারি দেন তিনি।

গত ৬ ডিসেম্বর ঢাকায় নিযুক্ত ১৫টি দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশন এক বিবৃতিতে ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনীয় ব্যবস্থার গুরুত্ব’ সম্পর্কে সরকারকে বুঝানোর চেষ্টা করেন। বিবৃতিতে স্পষ্ট করেই রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা বুঝিয়েছেন, বর্তমান নির্বাচনী প্রক্রিয়া স্বচ্ছ নয় এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করতে যে সিস্টেম দরকার সেই সিস্টেমের প্রবর্তন চান তারা।

১০ ডিসেম্বর মানবাধিকার দিবস পালিত হয় সারাবিশ্বে। অথচ ৬ ডিসেম্বরেই ১৫ দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা মানবাধিকার দিবসের সঙ্গে বাংলাদেশের নির্বাচনকে সংযুক্ত করে এই বিবৃতি দেন।

বিএনপির সমাবেশ ও সমাবেশের স্থান ঘিরে উদ্ভুত পরিস্থিতিতে ৮ ডিসেম্বর ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে সরকারের প্রতি ‘সভা-সমাবেশের অধিকার রক্ষার আহ্বান’ জানান । বিরোধীদের ‘ভয়ভীতি দেখানোর খবরে উদ্বেগ’ প্রকাশ করেন মার্কিন রাষ্ট্রদূত।

শুক্রবার (৯ডিসেম্বর) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘এত বড় বড় কথা বলেন দূতাবাসের রাষ্ট্রদূত! বন্ধুত্বটা নষ্ট করবেন না। আমরা বন্ধুত্ব চাই। অতীতে ‘৭৫, ‘৭১-এর মতো অনেক বেদনা আছে। তারপরও আমরা বন্ধুত্ব চাই। এভাবে করলে বন্ধুত্বে ফাটল ধরবে। সেটায় কারও লাভ নেই।

দেশের রাজনীতিতে বিদেশি কূটনীতিকদের হস্তক্ষেপ ও সরকারের প্রতিক্রিয়া সম্পর্কে জানতে চাইলে সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির ঢাকাপ্রকাশ-কে বলেন, আমরা নিজেরা ঝগড়াঝাঁটি না করলেই তো আর সমস্যা হয় না। আমাদের নিজেদের মধ্যে মিল নেই বলেই কূটনীতিকরা আমাদের নিয়ে কথা বলেন। সেক্ষেত্রে সবচেয়ে ভালো উপায় হলো নিজেরা কথা বলে সমস্যা মিটিয়ে ফেলা।

সাবেক রাষ্ট্রদূত এ কে এম আতিকুর রহমান ঢাকাপ্রকাশ-কে বলেন, আমাদের রাজনীতিবিদরা তাদের কাছে যান বলেই তারা আমাদের ব্যাপারে কথা বলার সুযোগ পান। এটা খুবই লজ্জার। আমাদের রাজনীতিবিদরা যদি ঐক্যবদ্ধ থেকে ভোটারদের ভোটে নির্বাচিত হওয়ার ব্যাপারে আস্থা রাখতেন তাহলে এমনটা হতো না।

রাষ্ট্রবিজ্ঞানী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শান্তনু মজুমদার বলছেন, নানাভাবে আমরা তাদের উপর নির্ভরশীল থাকি। আমাদের ব্যাপারে নাক গলানোর এটা একটা কারণ। এ ছাড়া ভূ-রাজনীতির কিছু বিষয় থাকে।

এক প্রশ্নের জবাবে শান্তনু মজুমদার বলেন, আমাদের রাজনীতিবিদরা তাদের কাছে যান। সালিশ মানেন। তাই তারাও আমাদের ব্যাপারে নাক গলান।

এনএইচবি/আরএ/

Header Ad
Header Ad

মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্প, ধসে পড়ল ভবন ও সেতু

ছবি: সংগৃহীত

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে শুক্রবার (২৮ মার্চ) শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৭, এর পরপরই আরও একটি কম্পন অনুভূত হয় যার মাত্রা ছিল ৬.৪। এই ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, এবং এর ফলে মিয়ানমারের বিভিন্ন অঞ্চলে ভবন ও সেতু ধসে পড়েছে।

ইরাবতী নদীর ওপর নির্মিত ঔপনিবেশিক আমলের আভা সেতু ধসে পড়েছে। ৯১ বছর পুরনো এই সেতুটি ব্রিটিশরা নির্মাণ করেছিল এবং এটি মান্দালয় ও সাগাইং অঞ্চলের মধ্যে ইরাবতী নদী পার করত। ভূমিকম্পের তীব্রতায় এই সেতু বিধ্বস্ত হয়ে গেছে। এছাড়া, মিয়ানমারের রাজধানী নেপিদো ও মান্দালয় শহরে বেশ কয়েকটি ভবন ভেঙে পড়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, স্থানীয় সময় দুপুর ১২:৫০ মিনিটে সাগাইং শহরের ১৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের পর কিছু এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং ভবনগুলোর ছাদ ভেঙে পড়েছে।

এদিকে, থাইল্যান্ডসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যান্য স্থানেও শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে। যদিও মিয়ানমারে গৃহযুদ্ধ চলছে, তাই ভূমিকম্পের ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

মিয়ানমারে ভূমিকম্প একটি সাধারণ ঘটনা হলেও, দেশটির চিকিৎসা ব্যবস্থা দুর্বল হওয়ায় বিপদগ্রস্ত জনগণের সহায়তার জন্য এটি বড় একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলে।

এছাড়া, ইতিহাস থেকে জানা যায়, মিয়ানমারে ১৯৩০ থেকে ১৯৫৬ সালের মধ্যে সাগাইং ফল্টের কাছে বেশ কয়েকটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল। ২০১৬ সালে মধ্য মিয়ানমারের প্রাচীন শহর বাগানে ৬.৮ মাত্রার ভূমিকম্পে বেশ কয়েকটি মন্দির ভেঙে পড়েছিল এবং তিনজন নিহত হয়েছিলেন।

Header Ad
Header Ad

ঢাকা-বেইজিংয়ের মধ্যে ৯ চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতার বিষয়ে একটি চুক্তি এবং আটটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। প্রধান উপদেষ্টার চারদিনের চীন সফরের আজ (২৮ মার্চ) তৃতীয় দিনে দুদেশের মধ্যে এই দ্বিপাক্ষিক চুক্তি ও স্মারকগুলো স্বাক্ষরিত হয়।

সমঝোতা স্মারকগুলোর মধ্যে রয়েছে- দুদেশের কালজয়ী সাহিত্য ও শিল্পকর্মের অনুবাদ ও সৃজন, সাংস্কৃতিক ঐতিহ্য ও খবর আদান-প্রদান, গণমাধ্যম, ক্রীড়া এবং স্বাস্থ্য খাতে বিনিময় সহযোগিতা।

এর পাশাপাশি, প্রধান উপদেষ্টার দ্বিপাক্ষিক চীন সফরে দুদেশের মধ্যে পাঁচ বিষয়ে সহযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা হয়েছে।

এগুলো হলো- বিনিয়োগ আলোচনা শুরু করা, চীনের বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল চালু, মোংলা বন্দরের আধুনিকীকরণ ও সম্প্রসারণ, একটি রোবট ফিজিওথেরাপি ও পুনর্বাসন কেন্দ্র নির্মাণ এবং একটি কার্ডিয়াক সার্জারি গাড়ি অনুদান।

Header Ad
Header Ad

সমালোচনার মুখে প্রসিকিউটর আফরোজ পারভীন সিলভিয়ার নিয়োগ বাতিল

আফরোজ পারভীন সিলভিয়া। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে নিয়োগের কয়েক ঘণ্টার মধ্যেই বিতর্কের মুখে আফরোজ পারভীন সিলভিয়ার নিয়োগ বাতিল করা হয়েছে।

শুক্রবার (২৮ মার্চ) ট্রাইব্যুনালের প্রসিকিউটর (অ্যাডমিন) গাজী এম এইচ তামিম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার সিলভিয়াসহ ৪ জনকে প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। এরপরপরই তার নিয়োগ নিয়ে প্রশ্ন ওঠে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকা সত্ত্বেও আইনজীবী সিলভিয়া কিভাবে নিয়োগ পেলেন তা নিয়ে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়।

আওয়ামী লীগের আইনজীবীদের সঙ্গে নতুন নিয়োগ পাওয়া প্রসিকিউটর সিলভিয়ার রাজনৈতিক কর্মকাণ্ডের ছবি সামনে আসতে থাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। পরে তড়িঘড়ি করে তার নিয়োগ বাতিল করা হয় বলে জানায় প্রসিকিউশন বিভাগ।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্প, ধসে পড়ল ভবন ও সেতু
ঢাকা-বেইজিংয়ের মধ্যে ৯ চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর
সমালোচনার মুখে প্রসিকিউটর আফরোজ পারভীন সিলভিয়ার নিয়োগ বাতিল
ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে জুলাই অভ্যুত্থান অধিদপ্তর গঠন
‘ইদ’ থেকে ‘ঈদ’ বানানে ফিরছে বাংলা একাডেমি: আসিফ মাহমুদ
গাজীপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, নিহত ২
কাশ্মিরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ৪ ভারতীয় পুলিশ সদস্য নিহত
সফল বৈঠক, ড. ইউনূসকে দৃঢ় সমর্থন চীনা প্রেসিডেন্টের
আজ পবিত্র জুমাতুল বিদা: রমজানের শেষ জুমার তাৎপর্য
যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ৩৫ হাজার যানবাহন পারাপার, কমছে টোল আদায়ের হার
গাজায় ইসরায়েলি হামলায় ঝরল আরও ৪০ প্রাণ, নিহতের সংখ্যা ছাড়াল ৫০ হাজার
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেছেন চীনা প্রেসিডেন্ট
জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়
সন্‌জীদা খাতুনের শেষ ইচ্ছা: চিকিৎসা গবেষণার জন্য দেহ দান
গোবিন্দগঞ্জের কামদিয়া ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক জাকিরুল গ্রেফতার
কু-প্রস্তাবে রাজি না হওয়ায় চাকরি হারানোর অভিযোগ এক নারী পোশাককর্মীর
লাইলাতুল কদরের সন্ধানে ইবাদতে মশগুল ধর্মপ্রাণ মুসল্লিরা
৫ সংস্কার কমিশনের মেয়াদ বাড়লো
চুয়াডাঙ্গায় যুবকের কোমরে মিলল ৩ কোটি ৭৮ লাখ টাকার স্বর্ণ