
মোমেন ফাউন্ডেশনের নামে সিলেটে গ্রাস হচ্ছে টিলা ভূমি
১০ জানুয়ারি ২০২৩, ১০:৩৬ এএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৩, ১১:০১ পিএম

সিলেট এয়ারপোর্ট রোডের বড়শালা মৌজার আহমদ হাউজিং এলাকা টিলা কেটে দেদারছে তৈরি হচ্ছে স্থাপনা। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের নামে প্রতিষ্ঠিত মোমেন ফাউন্ডেশনের নাম ভাঙিয়ে এ সব স্থাপনা নির্মাণ করার অভিযোগ উঠেছে। আর এই কাজ করছেন হেলেন আহমদ। যিনি সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা মহিলা সংস্থার চেয়ারম্যানেরও দায়িত্ব পালন করছেন। আর তাকে এই কাজে সহযোগিতা করছেন সিলেটের জোনাল সেটেলমেন্ট কর্মকর্তা।
অবশ্য যার বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ সেই হেলেন আহমদ ঢাকাপ্রকাশ-কে বলছেন, এ সব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তিনি দাবি করেন, তার বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্র করছে। কিন্তু কেন ষড়যন্ত্র করছে জানতে চাইলে তিনি ফোনের লাইন কেটে দেন।
যেভাবে টিলা রূপান্তর হচ্ছে সমতলে
সরেজমিন ওই এলাকায় গিয়ে দেখা যায়, বড়শালা এলাকায় টিলার উপর মনোরম পরিবেশে একটি আবাসিক স্থাপনা। জানা গেল স্থাপনাটি এয়ারপোর্ট পুলিশের স্পেশাল ব্যাঞ্চের স্টাফ কোয়ার্টার। তারই ডানপাশে চোখ পড়তেই দেখা গেল নিচু অংশে একটি স্থাপনার নির্মাণ কাজ করছে একদল শ্রমিক। স্থাপনার চতুর্পাশে রাখা রয়েছে মাটির স্তুপ। টিলা শ্রেণির ভূমি কেটে প্রায় ৫ ফুট গভীর থেকে মাটি কেটে সমতলে তৈরি হচ্ছে এই স্থাপনার কাজ। কিসের স্থাপনা নির্মাণ হচ্ছে জানতে চাইলে ঠিকাদার মুজিবুর রহমান (মুজিব ঠিকাদার) জানান, এখানে মোমেন ফাউন্ডেশনের নির্মাণের কাজ চলছে। একমাসের মধ্যে কাজ সম্পন্ন করা হবে।
এর আশ-পাশ অংশেও টিলা কেটে তৈরি হচ্ছে আবাসিক প্লট। কেউ সেখানে বাসা তৈরি করে গড়েছেন বসতি, কোনো কোনো প্লটে চলছে বাসা-বাড়ি নির্মাণ কাজ। আবার টিলা স্থানের কোনো অংশ কেটে করা হচ্ছে সমতল। ফলে টিলাভূমি হারিয়েছে তার নৈসর্গিক সৌন্দর্য। একই সঙ্গে টিলাভূমিকে বাড়ি ও ভিটা শ্রেণি রূপান্তরের মধ্য দিয়ে পরিবেশকে ঝুঁকিপূর্ণ করে তোলা হচ্ছে। এরমধ্য দিয়ে ভূমি খেকো চক্র হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা।
সরেজমিন খোঁজ নিয়ে জানা যায়, টিলা ভূমিকে ভিটা শ্রেণিতে রূপান্তরের এই অনিয়মকে বৈধ করে দিয়েছেন খোদ জোনাল স্যাটেলমেন্ট অফিসার। সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান হেলেন আহমদের সঙ্গে একাত্ব হয়ে এই অনিয়ম করেছেন। টিলা ভূমির শ্রেণি পরিবর্তনের মাধ্যমে প্রাপ্ত বাড়ি ও ভিটে শ্রেণির ৮৬ শতক ভূমির ২০ শতক দানপত্র দলিলে রেকর্ড করা হয় মোমেন ফাউন্ডেশনের নামে। যার দলিল নং ৫৮০১/২০২১।
এই দলিলেই সিলেট সদর সাব-রেজিস্ট্রার মাহবুবুর রহমান টিলা শ্রেণির ভূমিকে ভিটে ও বাড়ি শ্রেণি হিসেবে রেজিস্ট্রি সম্পন্ন করেন। একইসঙ্গে আরও ৩ একর ৬০ শতক ভুয়া নামজারির মাধ্যমে রেকর্ড করে নেন হেলেন আহমদ। যার ভুয়া নামজারি খতিয়ান নং ৭০৯। জোনাল স্যাটেলমেন্ট অফিসারের এই অনৈতিক কাজের সুযোগ নেন হেলেন আহমদের ব্যবসায়িক পার্টনার মিসবাউল ইসলাম। তিনি বিনা আবেদনেই টিলা শ্রেণির ভূমিকে বাড়ি ও ভিটে শ্রেণিতে ৪টি দাগে রূপান্তরের মাধ্যমে ১ একর ৮০ শতক ভূমি নিজ নামে রেকর্ড করতে সক্ষম হন।
অনুসন্ধানে জানা গেছে, গত বছরের ২ সেপ্টেম্বর শ্রেণি পরিবর্তন করতে হেলেন আহমদের আবেদনের প্রেক্ষিতে আলমপুরে জোনাল স্যাটেলমেন্ট অফিসে শুনানিতে হেলেন আহমদসহ মোমেন ফাউন্ডেশনের পক্ষে পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত সহকারী শফিউল আলম জুয়েল অংশগ্রহণ করেন। শুনানি শেষে মাত্র তিন দিনের মধ্যে সরেজমিন তদন্ত ছাড়াই সদর সহকারী স্যাটেলমেন্ট অফিসার হুমায়ুন কবির ৫ সেপ্টেম্বর তাদের অনুকূলে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। তদন্ত প্রতিবেদন প্রাপ্তি পরবর্তী জোনাল স্যাটেলমেন্ট অফিসার ওবায়দুর রহমান ১০১০/২০২১ নং ভুয়া বিবিধ মামলার বলে দরখাস্তকারীর অনুকূলে টিলা শ্রেণিকে বাড়ি ও ভিটা শ্রেণিতে রেকর্ড করার আদেশ প্রদান করেন।
সিলেটের বিমানবন্দর সড়কের বড়শালায় ইতিমধ্যে কাজ শুরু হয়েছে মোমেন ফাউন্ডেশনের। হেলেন আহমদের এই বেআইনি কার্যক্রমকে স্বীকৃত দিতে গিয়ে বিভিন্ন মালিকানায় থাকা এসএ ১১ নং খতিয়ানের ৩০৫০ নং দাগের ৬০ একর ৫ শতক টিলা ভূমির আংশিক কাগজপত্র হয়ে গেছে বাড়ি ও ভিটা শ্রেণিভুক্ত। টিলা শ্রেণি পরিবর্তনের ভুয়া বিবিধ মামলার আদেশ বলে ডি.পি ১৪৯৯ ও ১৫৭৮ নং খতিয়ান হতে হাল ৫৮০৯,৫৮১০,৫৮১১ ও ৬৪০১ নং দাগের ভূমি কর্তন করে ডি.পি ১৪৭৫ নং খতিয়ানে হেলেন আহমদের ব্যবসায়িক পার্টনার ও আইনজীবী মিছবাহুল ইসলামও টিলা শ্রেণির ভূমি আবেদন ও মামলাবিহীন নিজ নামে রেকর্ড করার সুযোগ লাভ করেন।
প্রাপ্ত কাগজপত্র অনুযায়ী বড়শালা মৌজার এসএ ১১ নং খতিয়ানের ৩০৫০ নং দাগের মোট জমির পরিমাণ ৬০ একর পাঁচ শতক। যাহা টিলা শ্রেণি হিসেবে বিগত ১৯৫৬ সনের এসএ জরিপে জতরপুর নিবাসী যোগেন্দ্র মোহন দাসের নামে রেকর্ড রয়েছে। বর্তমান মাঠ জরিপেও একই দাগের সাকুল্য ভূমি টিলা শ্রেণি হিসেবে বিভিন্ন ব্যক্তিদের নামে রেকর্ড হয়। আর সাবেক ৩০৫০ হাল দাগ নং ৬৪০৬ নং দাগের ৮৬ শতক ভূমি থেকে হেলেন আহমদ ২০ শতক ভূমি দানপত্রের মাধ্যমে মোমেন ফাউন্ডেশনের চেয়ারম্যান সেলিনা মোমেনের নামে সম্পাদন করে দেন।
সদর উপজেলার ৪৪ নং জে,এল ভুক্ত বড়শালা মৌজার সকল স্তরের রেকর্ড প্রণয়ন কার্যক্রম ২০১৭ সালে সমাপ্ত হয়েছে । অথচ মুদ্রণ সমাপ্ত রেকর্ডে ২০২১ সালের ২৫ আগস্ট হেলেন আহমদ সিলেট সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অফিসের ১৯৮৮-৮৯ সনের ৩৮১ নং ভুয়া নামজারি বলে ৭০৯ নং খতিয়ান দাখিল করে বর্তমান রেকর্ড সংশোধনের জন্য একটি আবেদন জোনাল স্যাটেলমেন্ট অফিসার মুহাম্মদ ওবায়দুর রহমান বরাবর দাখিল করেন।
ওই আবেদনের প্রেক্ষিতে সদর সহকারী সেটেলমেন্ট অফিসার হুমায়ূন কবির-২ সরজমিনে তদন্ত না করে জোনাল অফিসে বসেই ২০২১ সালের ৫ সেপ্টেম্বর দশ দিনের ব্যবধানে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। সাকুল্য ভূমি টিলা শ্রেণি হিসেবে বিভিন্ন ব্যক্তিদের নামে রেকর্ড থাকলেও হুমায়ূন কবিরের একতরফা তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে মাত্র আট দিনের ব্যবধানে মুহাম্মদ ওবায়দুর রহমান সরকারি বিধিমালা উপেক্ষা করে নিজের মনগড়া, কাল্পনিক, ভুয়া ও ধারাবিহীন ১০১০/২০২১ নং বিবিধ মামলা সৃষ্টি করেন।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, সরকারি নীতিমালায় এ ধরনের কোনো আইন নেই। অথচ ভুয়া মামলায় স্যাটেলমেন্ট অফিসার আদেশ দিয়ে টিলা শ্রেণি পরিবর্তন করে ভিটা ও বাড়ি শ্রেণিতে রূপান্তর করেন। ওই মৌজার মুদ্রণ খতিয়ানের ভুল-ত্রুটি যাচাই-বাছাই করার জন্য একজন সার্ভেয়ারসহ সহকারি সেটেলমেন্ট অফিসার ভুল-ত্রুটি পরীক্ষা করতে গেলে কেঁচো খুঁড়তে সাপ বের হয়ে আসে। বেআইনি কার্যক্রমের বিষয়টি নিয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারী কথাও বলেন বড়কর্তার সঙ্গে। কিন্তু হিতে বিপরীত হয়। এতে দমে থাকেননি জোনাল স্যাটেলমেন্ট অফিসার মুহাম্মদ ওবায়দুর রহমান। তিনি অবৈধ পন্থায় রেকর্ডকৃত ১৪৭৫ নং ডি.পি খতিয়ানটি সংশোধন না করেই তড়িঘড়ি করে মুদ্রণ খতিয়ান বিক্রির ব্যবস্থা করে মৌজাটি জেলা প্রশাসকের কার্যালয়ে হস্তান্তরের জন্য ভূমি মন্ত্রণালয়ে গেজেট প্রকাশের জন্য প্রস্তাব প্রেরণও করেন ।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা এ বিষয়ে বলেন, একটি অনিয়ম ঢাকা দিতে গিয়ে জোনাল স্যাটেলমেন্ট অফিসার ওবায়দুর রহমান বর্তমান মাঠ জরিপে প্রস্তুতকৃত ডি.পি ৪৪,১৩৫৪.১৪৯৯, ১৫৭৮, ১৭৪২, ২৭৫৫, ২৭৬০, ২৭৭৫, ২৭৮৮, ২৭৮৯, ২৭৯৪, ২৮০৫ ও ২৮৪৬ নং খতিয়ানের মালিকদের অজান্তেই তাদের খতিয়ানের টিলা শ্রেণির পরিবর্তে ভিটা ও বাড়ি শ্রেণিতে টেম্পারিং করে পরিবর্তন করেন।
আইনে যা আছে
২০১০ সালের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে বলা হয়েছে, চা-বাগান, পাহাড় বা টিলার ক্ষতি হতে পারে এমন স্থানে মাটি কাটা নিষিদ্ধ। ১৯৯৫ সালের সংশোধিত পরিবেশ আইনের ১ নং ধারার ৬ খ তে বলা হয়েছে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক সরকারি বা আধা-সরকারি বা স্বায়ত্বশাষিত প্রতিষ্ঠানের মালিকানাধীন পাহাড় বা টিলা কর্তন/মোচন করা যাইবে না। তবে শর্ত থাকে যে, অপরিহার্য জাতীয় স্বার্থের প্রয়োজনে অধিদপ্তরের ছাড়পত্র গ্রহণক্রমে কোনো পাহাড় টিলা কর্তন/মোচন করা যেতে পারে।
উল্লেখিত স্থানে প্রথম এবং দ্বিতীয়টিও লঙ্ঘিত হয়েছে। একইসঙ্গে টিলা শ্রেণির ভূমি শ্রেণি পরিবর্তনের কোনো সুযোগ না থাকলে আইনের প্রতি তোয়াক্কা না করে সেটিও করা হয়েছে নির্বিঘ্নে।
প্রজাস্বত্ব বিধিমালা ১৯৫৫ এর ৪২ এর ক বিধিতে বলা হয়েছে চূড়ান্ত স্তর সমাপ্ত রেকর্ডে কোনো প্রকার প্রতারণা পরিলক্ষিত না হলে উক্ত রেকর্ড পরিবর্তন ও পরিমার্জন কিংবা সংশোধনের ন্যূনতম সুযোগ আইন ও বিধি অনুযায়ী ভূমি জরিপ বিভাগের নেই। এ ক্ষেত্রে এ পর্যায়ে এসে ভূমির শ্রেণি পরিবর্তন চরম অপরাধমূলক কাজ। এস এ রেকর্ড ও বর্তমান রেকর্ডে এবং সরজমিন তদন্তে টিলা শ্রেণির ভূমি দেখানো হলে সেই ভূমি মিথ্যে ও বানোয়াট বাড়ি ও ভিটা রকম কাল্পনিক শ্রেণি লিপিবদ্ধ করা সম্পূর্ণ অন্যায়, বিধি বহির্ভূত ও বাস্তবতা বিবর্জিত। এমনটি হয়ে থাকলে সেটি হবে অনিয়মতান্ত্রিক কার্যকলাপ যা ভূমি জরিপ বিভাগে বিরল দৃষ্টান্ত ।
পরিবেশবাদীরা যা বলছেন
পরিবেশ আইনবিদ সমিতি বেলা’র অ্যাডভোকেট শাহ শাহেদা বলেন, পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুযায়ী টিলা কাটা নিষেধ। এ ছাড়াও টিলা কাটার বিরুদ্ধে বেলার দায়ের করা একটি রিটের রায়ে মহামান্য উচ্চ আদালত টিলা কাটা নিষিদ্ধ করে সংরক্ষণ করতে নির্দেশনা দিয়েছেন। সুতরাং টিলা কাটা বা এর শ্রেণি পরিবর্তন করা বা দেখানোর সুযোগ নেই। আদালতের রায় উপেক্ষা করে যারা শ্রেণি পরিবর্তন করবেন বা এ কাজে সহযোগিতা করবেন কিংবা দেখভালের দায়িত্বে যারা আছেন তারাসহ সংশ্লষ্ট সকলেই আদালত অবমাননার অপরাধ করেছেন।
এই বিষয়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিমের মতামত জানতে চাইলে তিনি বলেন, টিলা শ্রেণির ভূমি পরিবর্তনের সাথে সিলেট ১ আসনের সাংসদের পরিবারের কারও যদি কোনো সম্পৃক্ততা থেকে থাকে তবে তা হবে অত্যন্ত দুঃখজনক। কারণ, তিনি বাংলাদেশে পরিবেশ আন্দোলন (বাপা)-এর প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কনিষ্ঠ ভাই। এই পরিবারের সদস্যদের প্রতিষ্ঠিত জনকল্যাণমুখী একটি ফাউন্ডেশন দেশের পরিবেশ আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলী প্রদর্শন করলে আইনের শাসন বলে কিছুই আর অবশিষ্ট থাকে না।
পরিবেশ অধিদপ্তর সিলেটের পরিচালক এমরান হোসেন বলেন, টিলা কাটা নিঃসন্দেহে অপরাধ হিসেবে গণ্য হবে। এ রকম কোনো ঘটনা ঘটে থাকলে অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা যাবে। তবে মোমেন ফাউন্ডেশনের নামে টিলা কর্তন করে স্থাপনা নির্মাণ করা হলে ওই নামে কোনো ছাড়পত্র গ্রহণের বিষয়টি তিনি অস্বীকার করেন।
টিলা শ্রেণির ভূমি রেজিস্ট্রির বিষয়ে জানতে চাইলে সিলেট সদর উপজেলা সাব-রেজিস্ট্রার মাহবুবুর রহমান বলেন, ক্ষেত্র বিশেষ সেটি হতেও পারে। তবে রেজিস্ট্রার অফিস দখলীয় ভূমির খাজনাপত্রের কাগজপত্র যাচাই করে রেজিস্ট্রার কার্যক্রম সম্পন্ন করেন। যদি এ ক্ষেত্রে আইনের লঙ্ঘন হয়, সেটি আদালতের অবগতি কিংবা নির্দেশনা থাকতে হবে। অন্যথায় কারও বিষয়ে মন্তব্য করা সম্ভব নয়।
শ্রেণি পরিবর্তনের বিষয়টি স্বীকার করে জোনাল স্যাটেলমেন্ট অফিসার ওবায়দুর রহমান বলেন, যেহেতু জনকল্যাণের জন্য নির্মিতব্য মোমেন ফাউন্ডেশন, সেক্ষেত্রে মাঠ পর্যায়ে তদন্ত রিপোর্ট শেষে ১০১০/২০২১ নং বিবিধ মামলার বলে দরখাস্তকারীর অনুকূলে টিলা শ্রেণিকে বাড়ি ও ভিটা শ্রেণিতে রেকর্ড করার আদেশ প্রদান করা হয়। তিনি বিষয়টিকে অনিয়ম নয় বরং নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় সম্পন্ন করা হয়েছে বলে দাবি করেন।
এনএইচবি/আরএ/

তদন্তের প্রয়োজনে ড. ইউনুসকে ডাকা হয়েছে, আসা না আসা তার ব্যাপার :দুদক চেয়ারম্যান
০৩ অক্টোবর ২০২৩, ০৭:৩৫ পিএম | আপডেট: ০৪ অক্টোবর ২০২৩, ০২:৩৯ এএম

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ বলেছেন, তদন্ত কর্মকর্তা প্রয়োজন মনে করেছেন তাই ডেকেছেন। ড. মুহাম্মদ ইউনুস দুদকে আসবেন কি না, এটা তার ব্যাপার।
মঙ্গলবার (৩ অক্টোবর) দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন দুদক চেয়ারম্যান।
অর্থপাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য নোবেলজয়ী ড. ইউনূসসহ ১৩ জনকে দুদকে তলব করা হয়েছে। আগামী ৪ ও ৫ অক্টোবর দুদকের জিজ্ঞাসাবাদ চলবে।
এদিন বিকেলে দুদক চেয়ারম্যান বলেন, কাউকে জিজ্ঞাসাবাদের বিষয়টি কমিশনের কাজ নয়। মামলা হবে কি, হবে না এ ব্যাপারে সিদ্ধান্ত নেয় দুদক। এ ব্যাপারে মামলা হয়েছে, এখন তদন্ত কর্মকর্তা ঠিক করবেন কাকে ডাকবেন তিনি। যাকে প্রয়োজন মনে করবেন তাকে ডাকবেন। তার নিজস্ব বিষয় এটা।
তিনি আরও বলেন, তলবের বিষয়টি সংবাদমাধ্যমে প্রকাশের পর জানতে পেরেছি আমি। তদন্ত কর্মকর্তা প্রয়োজন মনে করেছেন, তাই ডেকেছেন। তিনি আসলে ভালো, আর না আসলে সেটা তার ব্যাপার।
এছাড়া ড. ইউনূসকে হয়রানি করা হচ্ছে কি না, এ প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, কেন হয়রানি করা হবে তাকে। শ্রমিকদের লভ্যাংশ আত্মসাতের অভিযোগের ভিত্তিতে কারখানা পরিদপ্তর থেকে তদন্ত প্রতিবেদনের সূত্র ধরে তদন্ত করেছে দুদক এবং মামলা হয়েছে। আপনারা এটাকে কেন হয়রানি বলছেন?
এর আগে ২০২২ সালের ২৩ জুলাই নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রমিকদের টাকা আত্মসাতের অভিযোগ তদন্তে দুদকে আনুষ্ঠানিক চিঠি দেয় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। অভিযোগে বলা হয়, ১৯৯৬ সাল থেকে গ্রামীণ টেলিকমের বেশিরভাগ লেনদেনই সন্দেহজনক। শুধু তাই নয়, আইএলওতে দেয়া শ্রমিকদের অর্থপাচারের অভিযোগেরও তদন্ত চায় সংস্থাটি।

আমেরিকার সঙ্গে আওয়ামী লীগের আপস হয়ে গেছে :ওবায়দুল কাদের
০৩ অক্টোবর ২০২৩, ০৬:৪৯ পিএম | আপডেট: ০৪ অক্টোবর ২০২৩, ০২:৪৯ এএম

আমেরিকার সঙ্গে আওয়ামী লীগের আপস হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, দিল্লি কিংবা আমেরিকারসহ সবার সঙ্গে আওয়ামী লীগের বন্ধুত্ব রয়েছে, কারও সঙ্গে শত্রুতা নেই।
মঙ্গলবার বিকেলে ঢাকা জেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ নিষেধাজ্ঞা কিংবা ভিসা নীতির পরোয়া করে না, বিএনপি যতই ষড়যন্ত্র করুক বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন হবেই হবে। নির্বাচন নিয়ে কোনও চিন্তা নেই, এটা সঠিক সময় অনুষ্ঠিত হবে। বিএনপি কোনো কারণে ফাউল করলে লাল কার্ড। তারা আন্দোলনের হেরে গেছে, নির্বাচনেও হেরে যাবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, খালেদা জিয়া ছাড়া ইলেকশনে না যাওয়ার হুমকি বিএনপি আর কত দেবে? বিএনপি খালেদা জিয়া ছাড়া নির্বাচন করবে না, এ কথা একেবারেই মিথ্যা। তাদের নেতাকর্মীরা খালেদা জিয়ার জন্য একটি আন্দোলনও করতে পারলেন না।
সেতুমন্ত্রী বলেন, বিএনপি আবারও ক্ষমতায় গেলে দেশের সম্পদ চুরি, লুটপাট, ষড়যন্ত্র সন্ত্রাস করবে। গণতন্ত্রকেও গিলে খাবে। আবারও এই দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানাবে। তাদের নেতা কাপুরুষের মতো লন্ডনে পালিয়ে বেড়াচ্ছে কেন, সাহস থাকলে ঢাকায় আসুক।
দেশের জনগণকে শেখ হাসিনার উপর আস্থা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, শেখ হাসিনা ছাড়া জনপ্রিয়, বিশ্বস্ত এবং সাহসী নেতা আর নেই। জনগণের ভাগ্য উন্নয়নের জন্য শেখ হাসিনার রাতের ঘুম হারাম।

অবৈধ সরকারকে বিদায় করেই ঘরে ফিরব: বিএনপির আমির খসরু
০৩ অক্টোবর ২০২৩, ০৪:৪৬ পিএম | আপডেট: ০৪ অক্টোবর ২০২৩, ০২:৪৮ এএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অবৈধ সরকারকে বিদায় করেই তার পর আমরা ঘরে ফিরব।
মঙ্গলবার সকালে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকায় ২ ঘণ্টাব্যাপী রোডমার্চ অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আমির খসরু মাহমুদ চৌদুরী।
তিনি বলেন, মানবতার মা বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ। তাকে চিকিৎসা করা খুবই জরুরি কিন্তু সরকার নানান রকম দোহাই দিয়ে কালক্ষেপণ করছে।
তিনি বলেন, একটি অবৈধ সরকার ক্ষমতা টেকানোর জন্যে একের পর এক অবৈধ কাজ করে যাচ্ছে। তাদের ভয়, বেগম খালেদা জিয়া যদি দেশের বাইরে যান, তবে তাদের ক্ষমতাচ্যুত হতে হবে, তবে তারেক রহমান দেশে চলে আসবেন।
বিএনপি জাতীয় নির্বাহী কমিটি ও চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমির খসরু মাহমুদ চৌধুরী।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধান বক্তা বেগম সেলিমা রহমান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও জাতীয় নির্বাহী কমিটি ও ফরিদপুর বিভাগের সহসাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক, জাতীয় নির্বাহী কমিটি ও ফরিদপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটি ও চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক শাহাজাদা মিয়া,বিএনপির জাতীয় নির্বাহী কমিটি ও ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।
অবৈধ সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত, নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং একদফা আদায়ের লক্ষ্যে ফরিদপুর বিভাগীয় রোডমার্চের উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।