বুধবার, ২২ জানুয়ারি ২০২৫ | ৭ মাঘ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

২৫০ রানকে ২০০ মনে হয়েছে তামিমের

সবগুলো খেলাই হারারেতে। প্রথম দুই ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল একই উইকেটে। শেষ ম্যাচ অন্য উইকেটে। তবে ধরন একই ‘ব্যাটিং বান্ধব’। এমন উইকেটে বাংলাদেশ প্রথম ম্যাচে ৯ উইকেটে ৩০৩ রান করেও লড়াই করতে পারেনি। হেরেছিল পাঁচ উইকেটে। দ্বিতীয় ম্যাচ ১৩ রান রান কম করেছিল উইকেট হারিয়েছিল ৯টি। এবারও লড়াই করতে পারেনি। হার সেই পাঁচ উইকেটেই। পরপর দুই হারে সিরিজ খোয়া যায়। শেষ ম্যাচ সান্ত্বনার। একই সঙ্গে বাংলাদেশের চারশতম ওয়াানডে ম্যাচ। একদিকে মান বাঁচাতে হোয়াইটওয়াশ এড়ানো, অন্য দিকে মাইলফলকের ম্যাচে জয়। এমন একটি ম্যাচে বাংলাদেশ যথারীতি টস হেরে ব্যাটিংয়ে আমন্ত্রিত হয়ে করে ৯ উইকেটে মাত্র ২৫৬। উইকেটের বিবেচনায় এটি মাত্রই। তামিম ইকবালের কাছে মনে হয়েছে আরও কম ২০০। ম্যাচ শেষে তিনি বলেন, ‘ আমরা ৩০০ রান করেও ম্যাচ হেরেছিলাম। তাই আজকে ২৫০ (হবে ২৫৬) রান করার পর মনে হয়েছে ২০০ রান করেছি আমরা। কিন্তু আমাদের ভাগ্য ভালো ছিল যে কারণে আমরা দ্রুত পাঁচ উইকেট তুলে নিতে পেরেছিলাম। এটি আমাদের ম্যাচ জিততে অনেকত উপকারে এসেছে।

বাংলাদেশ আজ ২৫৬ রান করলেও এক সময় মনে হয়েছিল এই রানও করা সম্ভব হবে না। দলের ২৫৬ রান এসেছে মাত্র তিন জন ব্যাটসম্যানের কাছ থেকে। আফিফের অপরাজিত ৮৫, এনামুল হক বিজয়ের ৭৬ ও মাহমুদউল্রাহর ৩৯ রান। দলীয় ৪২ ওভারে ২০৬ রানে মিরাজ ফিরে যাওয়ার পর মনে হয়েছিল বাংলাদেশ ২৫০ রানও করতে পারবে না। কারণ বাকিরা সব টেল এন্ডার। তাইজুল-তাসকিন-মোস্তাফিজ-এবাদত সবাই এক বলের ব্যাটসম্যান। সে কথার যর্থাথতা হলো তাইজুল ছাড়া বাকি তিনজনের নামের পাশই কোনো রান নেই। এবাদত যদিও অপরাজিত ছিলেন। সেখানে ২৫৬ পর্যন্ত যাওয়ার মূল কারিগর ম্যাচে রাজা আফিফ। পরে যোগ হওয়া ৫০ রানের মাঝে মাত্র ৩৯ রানই ছিল আফিফের। এ সময় তিনি তিনটি চার ও একটি ছক্কা মারেন। আফিফের এ রকম ব্যাটিংয়ের ভুয়সি প্রশংসা করেছেন তামিম ইকবাল। তিনি বলেন, ‘এক সময় আমরা রান করতে পারছিলাম না, ভুগছিলাম। কিন্তু আফিফের ব্যাটিং দেখে তা মনে হয়নি। সে দারুণ ব্যাটিং করেছে। টাইমিং ছিল চোখে পড়ার মতো। দেখতে চমৎকার লেগেছে।’

আফিফের ব্যাটিং যদি হয় জ্বালানি, তাহলে এবাদতের বোলিং ছিল পথ প্রদশর্ক। অভিষেকেই বাজিমাত করেছেন নিউ জিল্যান্ডের মাটিতে মাউন্ট মঙ্গানুই টেস্ট জয়ের নায়ক। ৮ ওভারে ৩৮ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। দুইটিই মহা মূলবান। একটি ওয়েসলি মাধেভেরের, অপরটি সিকান্দার রাজার। সিকান্দার রাজার উইকেটটিকে আলাদা করে রাখতেই হবে দুইটি কারনে।

এক. টি-টোয়েন্টির পর ওয়ানডেতেও তিনি বাংলাদেশের বিপক্ষে অবিসংবাদিত রাজা। ব্যাটে-বলে বিশেষ করে ব্যাট হাতে একাই হারিয়ে দিয়েছেন বাংলাদেশকে। টি-টোয়েন্টিতে পরপর দুই ম্যাচ ফিফটি করার পর ওয়ানডেতে পরপর দুই ম্যাচেই অপরাজিত সেঞ্চুরি। সেই সিকান্দার রাজাকে প্রথম বলেই আউট করেন এবাদত।

দুই. এবাদত যেভাবে সিকান্দার রাজাকে আউট করেন তা ছিল দেখার মতোন। তার দুইটি স্ট্যাম্পই চুর্নবিচুর্ন করে দেন। এভাবে স্টাম্প উপড়ে ফেলে সচরাচর দেখা যায় না। এবাদতের বোলিং নিয়ে তামিম ইকবাল বলেন, ‘অনেক দিন থেকেই আমরা এবাদতকে ওয়ানডে দলের সঙ্গে নিয়ে ঘুরছি। কিন্তু তাকে খেলানো হয়নি। এটা অবাক করার মতো ছিল। আজ আমরা তাকে সুযোগ দিয়েছি। সে খেলেছে। ভালো বোলিং করেছে। তার প্রতিদান দিয়েছে।’

এমপি/এএস

Header Ad
Header Ad

জার্মান চ্যান্সেলরের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক

জার্মান চ্যান্সেলরের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক। ছবি: সংগৃহীত

সুইজারল্যান্ডের ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের শীর্ষ সম্মেলনে জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকে পারস্পরিক সহযোগিতা এবং বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় উভয় দেশের ভূমিকা নিয়ে আলোচনা হয়।

এর আগে, ড. ইউনূস মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেল ৫টা ২০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সুইজারল্যান্ডের জুরিখে পৌঁছান। তাকে স্বাগত জানান জেনেভার রাষ্ট্রদূত মো. আরিফুর রহমান। ডাভোসে পৌঁছে তিনি ডব্লিউইএফের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।

চার দিনের এই সফরে ড. ইউনূস ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব, বেলজিয়ামের রাজা ফিলিপ এবং থাই প্রধানমন্ত্রী পায়েংটার্ন শিনাওয়াত্রার সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এছাড়াও তিনি সংযুক্ত আরব আমিরাতের শেখা লতিফা বিনতে মোহাম্মদ, মেটার গ্লোবাল অ্যাফেয়ার্সের প্রেসিডেন্ট স্যার নিক ক্লেগ, এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সেক্রেটারি জেনারেল অ্যাগনেস ক্যালামার্ডের সঙ্গে বৈঠকে মিলিত হবেন।

সফরের অংশ হিসেবে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বাংলাদেশের উন্নয়ন সম্ভাবনা নিয়ে একটি পৃথক সংলাপ অনুষ্ঠিত হবে। আগামী ২৫ জানুয়ারি ড. ইউনূসের দেশে ফেরার কথা রয়েছে।

Header Ad
Header Ad

ব্যর্থতা স্বীকার করে ইসরায়েলি সেনাপ্রধানের পদত্যাগ

ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল হার্জি হালেভি ব্যর্থতা স্বীকার করে পদত্যাগ করেছেন। ছবি: সংগৃহীত

ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল হার্জি হালেভি ব্যর্থতা স্বীকার করে পদত্যাগ করেছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার সময় সেনাবাহিনীর ব্যর্থতার দায় স্বীকার করে তিনি মঙ্গলবার পদত্যাগ করেন। ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

পদত্যাগপত্রে হালেভি উল্লেখ করেছেন, হামাসের সঙ্গে যুদ্ধের সময় সেনাবাহিনীর কিছু উল্লেখযোগ্য সাফল্য থাকলেও যুদ্ধের সব লক্ষ্য এখনও অর্জিত হয়নি। তিনি বলেন, হামাসের সামরিক সক্ষমতাকে আরও ধ্বংস করা এবং জিম্মিদের নিরাপদে ফেরানোর জন্য লড়াই অব্যাহত থাকবে।

এই পদত্যাগের পাশাপাশি ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় সামরিক কমান্ডের প্রধান মেজর জেনারেল ইয়ারন ফিঙ্কেলম্যানও পদত্যাগ করেছেন। কাতার, যুক্তরাষ্ট্র ও মিসরের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের কয়েক দিনের মধ্যেই এই পদত্যাগের ঘটনা ঘটল।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলের দক্ষিণাঞ্চলে অভূতপূর্ব হামলা চালায়, যেখানে এক হাজার ২১০ জন নিহত এবং ২৫১ জনকে জিম্মি করা হয়। এর জবাবে ইসরায়েল ১৫ মাস ধরে গাজায় বিমান ও স্থল হামলা চালায়। জাতিসংঘের প্রতিবেদন অনুসারে, এসব হামলায় গাজায় ৪৬ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু।

যুদ্ধবিরতি কার্যকরের পর বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা তাদের বাড়িঘরে ফিরতে শুরু করেছেন। তবে যুদ্ধের ধ্বংসযজ্ঞ এবং মানবিক সংকট এখনো গাজা উপত্যকায় বিরাজমান।

Header Ad
Header Ad

সুইজারল্যান্ডে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

সুইজারল্যান্ডে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলনে অংশ নিতে সুইজারল্যান্ডে পৌঁছেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বাংলাদেশ সময় বিকেল ৫টা ২০ মিনিটে তিনি জুরিখ শহরে পৌঁছান। স্থানীয় সময় সকাল ১০টায় জুরিখ আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান সুইজারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আরিফুর রহমান।

চার দিনের সফরের অংশ হিসেবে প্রধান উপদেষ্টা সোমবার ভোরে দেশ ছাড়েন। সফরকালে তিনি সুইজারল্যান্ডের দাভোসে ২০-২৪ জানুয়ারি অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নেবেন। সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি তিনি জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস, বেলজিয়ামের রাজা ফিলিপ এবং থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এছাড়াও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সেক্রেটারি জেনারেল অ্যাগনেস ক্যালামার্ডসহ বিভিন্ন সংস্থা ও কোম্পানির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।

ড. ইউনূস সম্মেলনের সাইডলাইনে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দেবেন। সফর শেষে আগামী ২৪ জানুয়ারি দাভোস থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন তিনি।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

জার্মান চ্যান্সেলরের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক
ব্যর্থতা স্বীকার করে ইসরায়েলি সেনাপ্রধানের পদত্যাগ
সুইজারল্যান্ডে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
তুরস্কে হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৬৬
ভোটের মাঠে ইসলামের পক্ষে একটিই বাক্স পাঠানোর প্রত্যয়
পুলিশের ঊর্ধ্বতন ২৩ কর্মকর্তাকে বদলি
এবার জার্সিতে ‘পাকিস্তান’ লেখা নিয়ে ভারতের আপত্তি, খেপেছে পিসিবি
ভারত থেকে শেখ হাসিনাকে ফেরত এবং গায়েবি ও রাজনৈতিক মামলা নিয়ে যা বললেন আইন উপদেষ্টা
কেন ভ্যাট বাড়িয়েছি, কিছুদিন পর জানবেন: অর্থ উপদেষ্টা
পুতিন রাশিয়াকে ধ্বংস করছেন : ডোনাল্ড ট্রাম্প
বাবা হারালেন সংগীতশিল্পী মনির খান
শেখ হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি
বিয়ে করতে আর ট্যাক্স দিতে হবে না: আইন উপদেষ্টা
বৈষম্যবিরোধীদের কেন্দ্রীয় কার্যালয়ে দুই গ্রুপের মারামারি,নারীসহ আহত ৭
দেশের এক টুকরো অংশও ভারতকে দখল করতে দেবো না: সীমান্তের বাসিন্দারা
নওগাঁয় বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার
বেনজীরের মালিকানাধীন সাভানা রিসোর্টে এনবিআরের অভিযান
বিরামপুর সীমান্তে ১২ টি স্বর্ণের বার সহ আটক ১
সমন্বয়ক রাফির ওপর হামলা, থানায় অভিযোগ
ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন চাই: মির্জা ফখরুল