সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫ | ২৯ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

টেস্ট ম্যাচের ‘ধৈর্য’ দেখেছেন মিঠুন

সেঞ্চুরিয়ান সাইফ হাসান ১৪৬ রান করেছেন ৩৪৮ বল খেলে। উইকেটে ছিলেন ৪৯৪ মিনিট। দ্বিতীয় সর্বোচ্চ রান জাকের আলীর ৩৩। তিনি বল খেলেছেন ৮৬টি। উইকেটে সময় কাটিয়েছিলে ১৩৫ মিনিট। সাদমাস ইসলাম ২৫ রান করতে ১১৮বল খেলে ১৫৮ মিনিট পান করে দেন। এমন কী ওপেনার মাহমুদুল হাসান জয়ও ১৭ রান করতে ৪১ বল খেলে সময় নেন ৫৫ মিনিট। বল হাতে পেসার মৃত্যুঞ্জয় আর স্পিনার নাঈম হাসান প্রতিপক্ষের ব্যাটসম্যানদের বেশ ভুগিয়েছেন। নাঈম ৪২.১ ওভারে মাত্র ৬৯ রান দিয়ে উইকেচ নিয়েছেন তিনটি।

মৃত্যুঞ্জয় ১৪ ওভারে ৩৮ রান দিয়ে নেন দুই উইকেট। আরেক স্পিনার তানভীর ইসলামও নজর কেড়েছেন। ২৯ ওভারে রান দেন মাত্র ৫২। ইকোনমি ছিল ১.৭৯। শুধু পেসার সৈয়দ খালেদ আহমেদ উইকেটও পাননি, রানও চেক দিতে পারেননি। কিন্তু প্রথম চার দিনের ম্যাচে আবার তিনি ৭২ রান দিয়ে উইকেট নিয়েছিলেন দুইটি। সেই ম্যাচে দলের ক্রান্তিকালে দাঁড়িয়ে অধিনায়ক মোহাম্মদ মিঠুন করেছিলেন ৫০ রান।

এই ছিল সংক্ষিপ্তকারে উইন্ডিজ সফরে বাংলাদেশ ‘এ’ দলের দুইটি চার দিনের ম্যাচে খেলোয়াড়দের উল্লেখযোগ্য পারফরম্যান্স। দুইটি ম্যাচই বৃষ্টির কারণে প্রচণ্ডভাবে বাধাগ্রস্ত হয়েছে। যে কারণে ফলাফল হয়নি। কিন্তু শিক্ষনীয় এই সফরে দুইটি ম্যাচ থেকে অধিনায়ক মোহাম্মদ মিঠুন খেলোয়াড়দের মাঝে টেস্ট খেলার ‘ধৈর্য্য ’ দেখেছেন। আজ দ্বিতীয় চারদিনের ম্যাচ শেষে বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘টেস্ট ম্যাচে যে ধৈর্য দরকার, আমি ওদের মধ্যে সে ধৈর্য্যটা দখেছি। সঙ্গে সঙ্গে মৃত্যুঞ্জয় খুব ইম্প্রেসিভ। ওর বোলিং খুব ভালো লেগেছে। যতক্ষণ বোলিং করেছে, খুবই এফোর্ড দিয়ে বল করেছে। খালেদ চেষ্টা করেছে। ও হয়তোবা আরেকটু ভালো করতে পারত। কিন্তু সব মিলিয়ে ফিল্ডিং ও বোলিংয়ে আমি খুশি।’

এই সফরে বাংলদেশ গিয়েছিল সিরিজ জিততে। লক্ষ্য পূরণ না হওয়া নিয়ে মিঠুন বলেন, ‘এটা আমাদের কাছে একদম নতুন এক কন্ডিশন। এখানে সবকিছুই আমাদের বিপক্ষে ছিল। বাংলাদেশ থেকে আমরা যে লক্ষ্য নিয়ে এসেছিলাম, অবশ্যই আমাদের জেতার ইচ্ছে ছিল। কিন্তু পরিবেশটা ওরকম ছিল না। তারপরও সব মিলিয়ে আমি বলব আমরা যে লক্ষ্য নিয়েছি, পুরোপুরি পূরণ না হলে আমি খুব খুশি।’

রেজাল্ট না হওয়ার অন্যতম কারণ ছিল বৃষ্টি। প্রথম ম্যাচে দুইদিনতো খেলাই হতে পারেনি। দ্বিতীয় ম্যাচে কিছুটা বেশি খেলা হয়েছে। কিন্তু খেলা হলে কি রেজাল্ট হওয়া সম্ভব ছিল। অন্তত উইকেট কি সে রকম ছিল। দ্বিতীয় ম্যাচ নিয়ে মিঠুন বলেন, ‘সত্যি কথা বলতে উইকেটের উপর অনেক কিছু নির্ভর করে রেজাল্টা হওয়া, না হওয়া। বৃষ্টিতে যদিও ফুল খেলা হয়নি। খেলা হলে ড্রয়ের দিকেই যেত। যদি চারদিন পুরো খেলা হতো’ তাহলে উইকটে একটু ডিফারেন্ট হতে পারত। যেহেতু উইকেটের উপর খুব প্রেসার পড়েনি। উইকেটও ফ্রেশ ছিল। আমরা এক ইনিংস ব্যাটিং করেছি। ওরা এক ইনিংস ব্যাটিং করেছে। সে জন্য উইকেট থেকে খুব সহযোগিতা পাওয়া যায়নি।

আজ বাংলাদেশ দল শুধু বোলিংই করেছে। শেষ দিনের খেলা নিয়ে অধিনায়ক বলেন, ‘আমার মনে হয় সবমিলিয়ে আজকের দিনটা যেহেতু বোলিং ও ফিল্ডিং করেছি। ফিল্ডিং খুব ভালো হয়েছে। আমি ফিল্ডিংয়ে খুশি। সঙ্গে সঙ্গে বিশেষত স্পিনাররা। আমাদের দেশে তো স্পিনাররা সবসময় ভালো করে। আজকেও তারা খুবই দারুণ বল করেছে। উইকেটে স্পিনারদের জন্য খুব একটা সাহায্য ছিল না। তারপরও তারা যে ধৈর্য ধরে নির্দিষ্ট এক জায়গায় বল করেছে, সেটা তাদের ইকোনোমি দেখলেই বোঝা যায়। হয়তোবা স্কোরবোর্ড ওটা দেখা যাবে না তারা কত ভালো বল করেছে। কিন্তু ব্যক্তিগতভাবে আমি তাদের বোলিংয়ে খুশি।’

এমপি/এমএমএ/

Header Ad
Header Ad

বদলগাছীতে সংঘর্ষ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত

নওগাঁর বদলগাছী উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুটি পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলা সদরের বদলগাছী পাইলট হাইস্কুল মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এদিকে সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষই থানায় পাল্টাপাল্টি অভিযোগ করেছে।

এতে উভয়পক্ষের অন্তত তিনজন আহত হয়েছেন। আহতরা হলেন, বদলগাছী সরকারি কলেজের শিক্ষার্থী আতিকুর রহমান (২৫), মারুফ রব্বানী মতিন (২৫) ও আব্দুল আল মোসাব্বির আতিক (২৫)। এ ঘটনায় গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে নওগাঁ শহরের একটি রেস্টুরেন্ট মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি পক্ষ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংঘর্ষের ঘটনায় আহত শিক্ষার্থী আতিকুর রহমান। লিখিত বক্তব্যে বলেন, ৫ আগস্ট পতিত আওয়ামী লীগ সরকারের পতনের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা পরিচয় দিয়ে মারুফ রব্বানী মতিন ও আব্দুল্লাহ আল মোসাব্বির বিভিন্ন অপকর্ম করে আসছে। এসব ঘটনার প্রতিবাদ করায় গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বদলগাছী পাইলট হাইস্কুল মাঠে তাঁকে একা পেয়ে অতর্কিতভাবে হামলা করে এবং বেধড়ক মারপিট করে। এ ঘটনায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বদলগাছীর ছাত্র প্রতিনিধি পরিচয়দানকারী আতিকুর রহমান আরও বলেন, তাঁর ওপর হামলাকারী মারুফ রব্বানী ও আব্দুল আল মোসাব্বির ৫ আগস্টের আগে আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিল। বর্তমানে তাঁরা দুজন বিএনপির রাজনীতির সাথে যুক্ত। তাঁরা নিজেদেরকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি পরিচয় দিয়ে চাঁদাবাজি, লুটপাটসহ নতুন করে ফ্যাসিবাদী কায়দা চালু করার প্রচেষ্টা চালাচ্ছে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নওগাঁর ছাত্র প্রতিনিধি তানজিম বিন বারী, আরমান হোসেন, ফজলে রাব্বী, মেহেদী হাসান, রাফী রেজওয়ান, সাদমান সাকিব ও রিয়াল উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে করা অভিযোগের বিষয়ে জানতে চাইলে মুঠোফোনে আব্দুল আল মোসাব্বির আতিক বলেন, ‘আতিকুর রহমান যে অভিযোগ করেছে সেটা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন করতে গিয়ে আমি কারাভোগ করেছি। অথচ আমাকে বলা হচ্ছে, আমি নাকি ভুয়া ছাত্র সমন্বয়ক। যাঁরা এই অভিযোগ করছেন তাঁরাই ভুয়া। আমাদের বিরুদ্ধে চাঁদাবাজির যে অভিযোগ করেছে তাঁরও কোনো ভিত্তি নেই। বরং আতিকুর রহমান, শুভ ও জামানের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের কাছ চাঁদা দাবিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। বিভিন্ন এসবের প্রতিবাদ করায় গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আতিকুর রহমান, শুভ ও জামান আমাদের ওপর হামলা চালায়। তাঁরা আমাদের হত্যার উদ্দেশ্যে বেধড়কভাবে মারপিট করে। মতিনকে গলায় চাকু দিয়ে আঘাত জখম করে। এ ঘটনায় বদলগাছী থানায় অভিযোগ করা হয়েছে।’

Header Ad
Header Ad

বাংলাদেশ আমাদের প্রতিবেশী, একসঙ্গেই থাকতে হবে: ভারতীয় সেনাপ্রধান

ভারতের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। ছবি: সংগৃহীত

ভারতের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন, বাংলাদেশ আমাদের প্রতিবেশী। দেশটির খুব ছোট্ট একটি অংশ ছাড়া পুরো সীমান্তজুড়েই রয়েছে ভারত। আমাদের সবসময় একসাথেই থাকতে হবে।

একে অপরকে বুঝতেও হবে। এমন কোনো কিছু করা উচিত না, যাতে আমাদের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়ে। সোমবার (১৩ জানুয়ারি) ভারতীয় সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ ভারতের কাছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলেও জানান উপেন্দ্র দ্বিবেদী।
তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে তার। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ত্যাগের সময় বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে কথা হয়েছিল। সবশেষ বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে গত বছরের ২৪ নভেম্বর ভিডিও কনফারেন্সে যোগাযোগ হয়েছে বলেও জানান তিনি।

দু’দেশের সম্পর্ক উন্নয়নের বিষয়ে তিনি বলেন, এমন প্রশ্ন কেবল নির্বাচিত সরকারের সময় আসতে পারে। বর্তমানে বাংলাদেশে যে সরকার রয়েছে, তাদের সময়ে নয়। তবে, দু’দেশের সেনাবাহিনীর সম্পর্ককে তিনি ‘ওয়েল অ্যান্ড পারফেক্ট’ বলে মন্তব্য করেন।

Header Ad
Header Ad

বিরামপুরে বিজ্ঞান ও তারুণ্য মেলার উদ্বোধন

ছবি : ঢাকাপ্রকাশ

“জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুরে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) সকালে বিরামপুর উপজেলা পরিষদের মুক্ত মঞ্চ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মেলার উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওনের সভাপতিত্বে এবং একাডেমিক সুপারভাইজার আব্দুস সালামের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরিন, প্রাণিসম্পদ কর্মকর্তা বিপুল কুমার চক্রবর্তী, যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধুরী, কৃষি কর্মকর্তা কমল কৃষ্ণ রায়, সমাজসেবা কর্মকর্তা আব্দুল আউয়াল, সরকারি কলেজের অধ্যক্ষ অদ্বৈত কুমার, বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান আলী, কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ময়নুল ইসলাম, বিরামপুর প্রেসক্লাবের আহ্বায়ক শাহ্ আলম মণ্ডল, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সুধীজনসহ আরও অনেকে।

বিজ্ঞান মেলায় উপজেলার মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ১৩টি প্রতিষ্ঠানসহ মোট ১৭টি স্টল তাদের উদ্ভাবনী বিষয়গুলো নিয়ে অংশগ্রহণ করেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিগণ অংশগ্রহণকারী প্রতিটি প্রতিষ্ঠানের উদ্ভাবনী বিষয়গুলো পরিদর্শন করেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

বদলগাছীতে সংঘর্ষ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ
বাংলাদেশ আমাদের প্রতিবেশী, একসঙ্গেই থাকতে হবে: ভারতীয় সেনাপ্রধান
বিরামপুরে বিজ্ঞান ও তারুণ্য মেলার উদ্বোধন
শেখ হাসিনার যোগসাজসে সীমান্তে কাঁটাতারের বেড়া দিয়েছে ভারত: রিজভী
ভারত নয়, পাকিস্তান থেকেই আসছে পেঁয়াজ
পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী
ভ্যাট বাড়ানোর কারণ জানালেন খাদ্য উপদেষ্টা
মাহফিলে ‘তুমি’ সম্বোধন করা নিয়ে যে ব্যাখ্যা দিলেন আজহারী
ঝগড়ায় ভালোবাসা বেড়ে যায় দ্বিগুণ, বলছে গবেষণা
শেখ হাসিনাসহ গণহত্যায় জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড প্রসিকিউশনের হাতে
রুপির দাম সর্বকালের সর্বনিম্ন, এক ডলারে ৮৬ রুপি
যুক্তরাষ্ট্রে আমন্ত্রণ নিয়ে বিভ্রান্তি, বিএনপির দুঃখ প্রকাশ
নগদে ২৩০০ কোটি টাকার অনিয়ম, অবৈধ ই-মানি ৬০০ কোটি: গভর্নর
রাজনৈতিক চাপের মুখে বিএমডিএ, নিয়োগ বাতিল হচ্ছে সাড়ে ৪ হাজার কর্মচারীর!
সীমান্তে ভারতীয় বিএসএফের বর্বরতা, ১ দশকে নিহত ২৮৯ বাংলাদেশি
১০ হাজার অবৈধ প্রবাসীকে ফেরত পাঠালো সৌদি আরব
রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
সায়ান এফ রহমান ব্রিটিশ রাজার দাতব্য সংস্থায় ‘আড়াই লাখ পাউন্ড’ দান করেন  
জবির গেটে তালা ঝুলিয়ে অনশন করছেন শিক্ষার্থীরা
বাবা হারালেন জনপ্রিয় নির্মাতা রায়হান রাফী