সবার শেষে দলে ঢুকে সবার আগে দুবাইয়ে নাঈম

এশিয়া কাপ টি-টোয়েন্টি আসরে বাংলাদেশ দলে সবার শেষে সুযোগ পেয়েছেন ওপেনার মোহাম্মদ নাঈম শেখ। কিন্তু তিনিই আবার সবার আগে দুবাই গিয়ে পৌঁছেছেন। যেখানে বাংলাদেশ দল যাবে আজ মঙ্গলবার বিকাল ৫টায়।
মোহাম্মদ নাঈম শেখের এভাবে সবার আগে দুবাই যাওয়ার কারণ তিনি দেশে ছিলেন না। বাংলাদেশ 'এ' দলের হয়ে তিনি উইন্ডিজ সফরে ছিলেন। সেখানে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে তিনি সেঞ্চুরি হাঁকিয়ে ১৬তম ক্রিকেটার হিসেবে দলে জায়গা করে নেন।
উইন্ডিজ সফর শেষে মোহাম্মদ নাঈম শেখের দলের সঙ্গে দুবাই হয়ে দেশে ফেরার কথা ছিল ২৫ আগস্ট। কিন্তু শেষ মুহূর্তে দলে সুযোগ পাওয়ায় বিসিবি উদ্যোগ নিয়ে তাকে আলাদাভাবে সেন্ট লুসিয়া থেকে লন্ডন হয়ে দুবাই নিয়ে আসে। সাকিবরা বিকালে রওনা দিয়ে দুবাই পৌঁছার পর নাঈম দলের সঙ্গে যোগ দিবেন।
এদিকে 'এ' দলের সঙ্গে থাকা সাব্বির রহমান আগেই দলে সুযোগ পাওয়ায় বিসিবি তাকেও একা দেশে ফিরিয়ে আনে। আজ সকালে তিনি দেশে ফিরেছেন। বিকালে আবার দলের সঙ্গে বিমানে চড়াবেন।
উল্লেখ্য, এশিয়া কাপ শুরু হবে আগামী ২৭ আগস্ট পাকিস্তান-ভারত ম্যাচ দিয়ে। বাংলাদেশের প্রথম ম্যাচ ৩০ আগস্ট আফগানিস্তানের বিপক্ষে।
এমপি/এসজি
