বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১
Dhaka Prokash

লিটন ভাবনার রাজ্যে শুধুই ‘জয়’

রঙিন ক্রিকেটের দুনিয়া বাংলাদেশ-ভারত দ্বৈরথ ইদানিং মাঠ থেকে মাঠের বাইরেও উত্তেজনা ছড়ায়। এইতো মাত্র কিছু দিন আগে অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচও এর থেকে বাদ যায়নি। ভেজা মাঠে বাংলাদেশকে খেলতে বাধ্য করা নিয়ে বিশ্বকাপে বেশ কিছু দিন আলোচনার কেন্দ্র বিন্দুতে ছিল।

দুই দেশের এ রকম উত্তেজনার রসদ শুরু হয় ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপ থেকে। সেবার অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ একইভাবে বিদর্কিত আম্পায়ারিংয়ের শিকার হয়েং হেরেছিল। আগামীকাল রবিবার শুরু হচ্ছে দুই দেশের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। বিশ্বকাপের ডামঢোলে সেই উত্তেজনায় দাঁড়ি পড়লেও তামিম ইকবালের ইনজুরিতে অধিনায়কের দায়িত্ব পাওয়া লিটন দাস রোমাঞ্চিত।

তিনি বলেন, ‘আমরা এটা নিয়ে অনেক রোমাঞ্চিত। ভারত ভালো দল। তাদের খ্যাতি এবং ফর্ম সবই আছে। আমরা ইদানীং তাদের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলি। তারা আর আমাদের আন্ডারডগ ভাববে না। এটাই বড় ব্যাপার ।’

দুই দল এখন পর্যন্ত ৩৬বার মুখোমুখি হয়েছে। যেখানে ভারতের জয়ের পাল্লা বেশ ভারী। তারা জিতেছে ৩০ বার। বাংলাদেশের জয় ৫ বার। অপর ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। সর্বশেষে ৫ বারের মোকাবেলাতে বাংলাদেশের নেই কোনো জয়। যদিও ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ বেশ শক্তিশালী। কিন্তু সর্বশেষ জিম্বাবুয়ে সফরে তাদের সেই শক্তিতে আঘাত হেনেছে জিম্বাবুয়ে। আবার ভারত যেখানে এসেছে পূর্ণ শক্তির দল নিয়ে, সেখানে বাংলাদেশ দলে নেই নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল ও দুরন্ত ফর্মে থাকা তাসকিন আহমেদ। এই দুই জনকে হারিয়ে বাংলাদেশের শক্তি হারিয়েছে অনেক। লিটন দাস তাদেরকে মিস করলেও ঘরের মাঠে সুবিধা আর দর্শকদের সমর্থন নিয়ে ভারতকে মোকাবেলা করার জন্য প্রস্তুত।

তিনি বলেন, ‘ভারত সবসময় ভালো দল। এটাও মানতে হবে, ঘরের মাঠে আমরাও অনেক ভালো দল। এই ফরম্যাট এমন। ঘরে খেললে অনেক ভালো খেলি। অবশ্যই দুই মূল খেলোয়াড়কে মিস করব। তবে যারা আছে ওরাও ভালো করার সামর্থ্য রাখে। দর্শক সবসময় আমাদের পক্ষে থাকে।’ মিরপুরের উইকেট সম্বন্ধে ভারতের ধারণা না থাকাটাকে তিনি দেখছেন নিজেদের জন্য প্লাস পয়েন্ট হিসেবে।

তিনি বলেন, ‘জানি না মিরপুরের উইকেট কেমন আচরণ করবে। তবে তারা এই উইকেট সম্পর্কে খুব একটা জানে না। এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট।’

২০১৫ সালে ভারতকে প্রথমবারের মতো সিরিজ হারানোর মূল নায়ক ছিলেন মোস্তফিজ। তিনি একাই গুড়িয়ে দিয়েছিলেন ভারতের বিশ্ব সেরা ব্যাটিং লাইনকে। অভিষেকেই নিয়েছিলেন ৫ উইকেট। পরের ম্যাচে ৬ উইকেট। শেষ ম্যাচে ২ উইকেট। সেই মোস্তাফিজের ধার এখন আর আগের মতো নেই। এ নিয়ে লিটন বলেন, ‘ওটা ছিল ২০১৫, এটা ২০২২। অনেকদূর পার হয়ে গেছে। প্রত্যেকেরই কিছু না কিছু লক্ষ্য থাকে। শুধু মুস্তাফিজ না, দলের সব বোলারই এখন ওয়েল সেটেল্ড।’

বিরাট কোহলি ফিরেছেন ফর্মে। যা বাংলাদেশের বোলারদের জন্য ভাবনার কারণ। কিন্তু লিটন দাস মনে করেন শুধু কোহলিই নন, ভারতের পুরো ব্যাটিং লাইনই শক্তিশালী।

তিনি বলেন, ‘তাদের ব্যাটিং লাইনআপ খুবই ভালো। শুধু কোহলি না, রোহিত, ধাওয়ান, রাহুল। আমাদের বোলারদের নিয়ে আমরা আত্মবিশ্বাসী।’

ভারতকে হারানোর মিশনে লিটন দাস তিন পেসার নিয়ে নামবেন কি না তা এখনো চুড়ান্ত করেননি। তিনি বলেন, ‘এখনো এ বিষয়ে কোনো কথা বলিনি। নিজেও জানি না। দলের সাথে বসে সিদ্ধান্ত নিব।’

সবার সঙ্গে আলাপ করে হয়তো তিন পেসার দেখা যেতে পারে, আবার নাও দেখা যেতে পারে। কিন্তু তামিম ইকবালের বিকল্পে তাকে বেশ ভাবাবে। কারণ টি-টোয়েন্টিতে তামিম ইকবালের সরে যাওয়াতে বাংলাদেশ এখন পর্যন্ত উদ্বোধনী জুটি দাঁড় করাতে পারেনি। এবার ওয়ানডেতে কী হবে। লিটনের সঙ্গে কে আসবেন হাল ধরতে।

অধিনায়ক জানান, এই বিষয়ে এখন কোনো আলোচনা হয়নি। তবে লিটন না জানালেও এনামুল হক বিজয় ও নাজমুল হোসের শান্তর যে কাউকে দেখা যাওয়ার সম্ভাবনাই বেশি।

২০২৩ সালে ভারতে বসবে ওয়ানডে বিশ্বকাপ। ইতিমধ্যে বাংলাদেশ খেলার ‘ভিসা’ পেয়ে গেছে। এখন নিজেদের প্রস্তুত করে তুলা। প্রতিটি ওয়ানডে সিরিজও তাই বাংলাদেশের জন্য তার প্রস্তুতি। আজ মিরপুরে সংবাদ সম্মেলনে লিটনের কাছে ছুটে গিয়েছিল এই প্রশ্ন। কিন্তু তিনি সে পথে না হেঁটে সিরিজ জেতার ভাবনায় বিভোর।

তিনি বলেন, ‘হোমে মূল লক্ষ্য সিরিজ জেতা। এটাই মূল লক্ষ্য থাকবে। তার চেয়েও বড় জিনিস হল ডে বাই ডে কীভাবে ভালো ক্রিকেট খেলতে পারি। উন্নতির জায়গা বাংলাদেশের ক্রিকেটে তো সবসময়ই থাকে। এই সিরিজ নিয়ে প্রত্যেক খেলোয়াড় অনেক আশাবাদী। বড় দলের বিপক্ষে খেলতে পারলে সুযোগ সৃষ্টি হয়। ভালো পারফর্ম করলে চিন্তাধারা বদলে যায়। টপ লেভেলে যাওয়ার চিন্তাভাবনা আসে।’

এমপি/এমএমএ/

নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনে বাস, পুলিশের তৎপরতায় প্রাণে বাঁচল ট্রেনের যাত্রীরা

রেললাইনে উঠে পড়া দুর্ঘটনা কবলিত আরপি এক্সপ্রেস বাস এবং বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক টিটু চৌধুরী। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের কালিহাতীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিয়ন্ত্রণ হারিয়ে রেল লাইনে উঠে পড়ে বাস। এ ঘটনায় বাস ও ট্রাকের চালকসহ ৪ থেকে ৫ জন আহত হয়েছেন।

এদিকে এমন ঘটনায় ডিউটিরত পুলিশ সদস্যের তাৎক্ষণিক তৎপরতায় প্রাণে রক্ষা পেয়েছেন ঢাকা ছেড়ে আসা পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের হাজারো যাত্রী।

বুধবার (২৪ এপ্রিল) সকালে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) টিটু চৌধুরী এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত মঙ্গলবার রাত ২ টা ১০ মিনিটের দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার হাতিয়া নামক এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় কিছু সময়ের জন্য ঢাকা ও উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ ছিল।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, মঙ্গলবার রাত ২ টার দিকে মহাসড়কের হাতিয়া এলাকায় ঢাকাগামী আরপি এক্সপ্রেস নামে একটি বাস ও বঙ্গবন্ধু সেতু পূর্বগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের উপরে উঠে যায়।

রেললাইনে উঠে পড়া দুর্ঘটনা কবলিত আরপি এক্সপ্রেস বাস ও ট্রাক। ছবি: সংগৃহীত

এ সময় মধ্যরাতে মহাসড়কে ঘটনাস্থলে ডিউটিরত ছিলেন বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) টিটু চৌধুরীসহ আরও বেশ কয়েকজন পুলিশ সদস্য। তারা জানতে পারেন টাঙ্গাইল থেকে পঞ্চগড় এক্সপ্রেস নামে একটি ট্রেন বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনের দিকে ছেড়েছে।

একপর্যায়ে দ্রুত সংশ্লিষ্ট জায়গায় ফোন করে ট্রেনটি থামানোর জন্য অনুরোধ জানান এসআই টিটু। পরে ট্রেনটি ঘটনাস্থলে এসে দাঁড়ালে বড় ধরণের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় ট্রেনের হাজারো যাত্রী। এরপর দ্রুত বাসটি সরানো হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ট্রেনে থাকা যাত্রী সবুজ আহমেদ ও হৃদয় ইসলামসহ অনেকেই জানান, হঠাৎ করে ট্রেনটি হাতিয়া নামক এলাকায় থেমে যায়। পরে জানতে পারি এখাকে দুর্ঘটনার কবলে পড়ে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনে উঠে পড়ে। ঘটনাস্থলে দ্রুত ট্রেনটি দাঁড় না করালে যেকোন বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারতো। আগেই অবগত হওয়ায় প্রাণে রক্ষা পায় ট্রেনের হাজারো যাত্রী।

এ ঘটনায় বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) টিটু চৌধুরী জানান, গত মঙ্গলবার রাত ২ টা ১০ মিনিটের দিকে মহাসড়কের হাতিয়া এলাকায় বাস-ট্রাক সংঘর্ষ বাসটি রেললাইন উঠে যায়। পরে দ্রুত পুলিশ কন্টোলরুম বা রেলওয়ের সাথে যোগাযোগ করে টাঙ্গাইল স্টেশন থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী পঞ্চমগড় এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থলে দাঁড় করানো হয়। এতে করে ট্রেনের হাজারো যাত্রী রক্ষা পায়।

এসআই টিটু চৌধুরী আরও জানান, এ ঘটনায় বাসের ৪ জন যাত্রী ও ট্রাকের চালকসহ ৫ জন গুরুতর আহত হন। পরে তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাকটি সেতু পূর্ব থানায় রাখা হয়েছে।

ইনশাল্লাহ স্পিন বিভাগে পার্থক্য গড়ব : বাংলাদেশের নতুন কোচ

ছবি: সংগৃহীত

বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী সাবেক ক্রিকেটার মুশতাক আহমেদ। দায়িত্ব পাওয়ার পর গত সপ্তাহে ঢাকায় এসেছেন তিনি। এবং গতকাল মঙ্গলবার প্রথমবারের মত বিসিবিতে প্রবেশ করেন এই টাইগার কোচ। প্রথমদিনেই জানিয়েছেন নিজের পরিকল্পনা এবং লক্ষ্যের কথা।

মুশতাক বলেন, ‘প্রথমত, আমি বিশ্বাস করি যে, কোচ হিসেবে আমাকে বিশ্বাস রাখতে হবে। আমি এখানে এসেছি পার্থক্য গড়তে। ইনশাল্লাহ পার্থক্য গড়ব স্পিন বিভাগে। আমার যে অভিজ্ঞতা আছে এত বছরের, তা ভাগাভাগি করতে পারব তরুণ ও সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে। আশা করি, আমরা পার্থক্য গড়তে পারব।’

‘আমি বিশ্বাস করি, যাদেরকে কোচিং করানো সম্ভব, তাদেরকেই কেবল কোচিং করানো যায়। এখানকার তরুণরা দারুণ প্রতিভাবান। আমাদের অভিজ্ঞতা আমরা তাদের সঙ্গে ভাগাভাগি করতে পারি। আমি বিশ্বাস করি, দলটা দারুণ প্রতিভাবান ও সব দলকে চ্যালেঞ্জ জানাতে পারে।’-যোগ করেন তিনি।

মুশতাক চান লেগ স্পিনার খুঁজে বের করতে, ‘এশিয়ায় ক্লাব ক্রিকেটে, নেট অনুশীলনে সবসময়ই লেগ স্পিনার, রহস্য স্পিনার, চায়নাম্যান বোলার দেখতে পাওয়া যায়। আশা করি, আমার অভিজ্ঞতা সেখানে কাজে লাগবে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মাধ্যমে যোগাযোগ করতে পারব অনেক।’

মুশতাক আরও বলেন ‘ক্লাব ক্রিকেট ও প্রথম শ্রেণির কোচদের সঙ্গে দেখা করতে পারি এবং চেষ্টা করতে পারি ভালো লেগ স্পিনার বা চায়নাম্যান বোলার বের করে আনতে। কারণ এখন সাদা বলের ক্রিকেটে মাঝের ওভারগুলোয় উইকেট শিকারি স্পিনার লাগেই। রহস্য স্পিনারদের বের করে আনা গুরুত্বপূর্ণ এবং আশা করি, আমরা পারব।’

ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ফাইল ছবি

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিনের আমন্ত্রণে ছয় দিনের সরকারি সফরে ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার (২৪ এপ্রিল) সকাল ১০টার পর বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি রওনা হন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গুলশাহানা ঊর্মি ও স্পিচরাইটার মো. নজরুল ইসলাম।

মো. নজরুল ইসলাম জানান, প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট সকাল ১০টা ১৩ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে। স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে ব্যাংককের ডন মুয়াং আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি অবতরণের কথা।

প্রসঙ্গত, গত জানুয়ারিতে বর্তমান সরকার গঠনের পর এটিই প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম দ্বিপাক্ষিক সফর। ব্যাংককে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাবেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিন। বিমানবন্দরে বাংলাদেশের সরকার প্রধানকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হবে। ওইদিন থাইল্যান্ডের গভর্নমেন্ট হাউসে দ্বিপক্ষীয় বৈঠক হবে দুই প্রধানমন্ত্রীর।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছয়দিনের এ সফর উপলক্ষে গত সোমবার সংবাদ সম্মেলন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। সেখানে তিনি বলেন, এই সফর উভয় পক্ষের জন্যই তাৎপর্যপূর্ণ। কারণ, এতে দুই বন্ধুপ্রতিম দেশের (বাংলাদেশ ও থাইল্যান্ড) মধ্যে সহযোগিতার নতুন জানালা উন্মোচিত হবে।

সফরকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী থাইল্যান্ডের প্রধানমন্ত্রী থাভিসিনের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা করবেন এবং জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (ইউএনএসক্যাপ) ৮০তম অধিবেশনে যোগ দেবেন।

সর্বশেষ সংবাদ

নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনে বাস, পুলিশের তৎপরতায় প্রাণে বাঁচল ট্রেনের যাত্রীরা
ইনশাল্লাহ স্পিন বিভাগে পার্থক্য গড়ব : বাংলাদেশের নতুন কোচ
ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী
এফডিসিতে সাংবাদিক-শিল্পীদের মারামারি, কী ঘটেছিল?
তীব্র গরমের মধ্যে ১০০০ মেগাওয়াট ছাড়াল লোডশেডিং
নির্বাচনে অংশগ্রহণ করায় বিএনপির আরও এক নেতা বহিষ্কার
যেসব এলাকায় গ্যাস থাকবে না আজ
ছয় দিনের সফরে আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী
কাতার ও বাংলাদেশের মধ্যে সামুদ্রিক পরিবহন সংক্রান্ত চুক্তি স্বাক্ষর
পুলিশ সদস্যদের পদমর্যাদাভিত্তিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
গোবিন্দগঞ্জে ১৪ জনের মনোনয়ন বৈধ ঘোষণা
রাজধানীতে ছাদ থেকে লাফিয়ে ট্রান্সজেন্ডার নারীর আত্মহত্যা
ভাড়া বাড়াইনি, শুধু ভর্তুকি প্রত্যাহার করেছি: রেলমন্ত্রী
নবাবগঞ্জে জাল দলিলে জমি দখলের চেষ্টা, সাবেক ও বতর্মান চেয়ারম্যান জেলহাজতে
ঢাকা ছাড়লেন কাতারের আমির, গেলেন নেপাল
নওগাঁর মান্দায় বিদ্যুতের আগুনে পুড়ল ৮ বসতবাড়ি
ইন্টারনেটের ধীরগতি নিয়ে দুঃসংবাদ, এক মাস চলতে পারে ভোগান্তি
উপজেলা নির্বাচন: প্রথম ধাপে বিনা ভোটে ২৬ প্রার্থী নির্বাচিত
'রূপান্তর' বিতর্ক: জোভান-মাহিসহ ৬ জনের বিরুদ্ধে মামলা
সড়ক দুর্ঘটনায় নিহত দুই চুয়েট শিক্ষার্থীর পরিবার পাবে ১০ লাখ টাকা