৭ হাজার রানের মাইলফলকে সাকিব

১৮ মার্চ ২০২৩, ০৫:৩৯ পিএম | আপডেট: ২২ মার্চ ২০২৩, ০৯:১৫ এএম


৭ হাজার রানের মাইলফলকে সাকিব

বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে ক্রিকেটে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন সাকিব আল হাসান। এই তালিকায় প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হলেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

সিলেট বিভাগীয় স্টেডিয়ামে আায়ারল্যাডের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে সাকিব শনিবার (১৮ মার্চ) খেলতে নামেন ৬৯৭৬ রান নিয়ে। কার্টিস ক্যাম্পারের করা ইনিংসের ২০তম ওভারে এক রান নিয়ে সাকিব পৌছে যান এই মাইলফলকে।

এই জন্য তিনি খেলেছেন ২১৬ ইনিংস। তামিম ইকবালের লেগেছিল ২০৪ ইনিংস। সবচেয়ে কম ১৫০ ইনিংস খেলে ৭ হাজার রান করা ব্যাটসম্যান হলেন দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা।

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ সাকিব ৩০০তম উইকেট নিয়েছিলেন। এখন ওয়ানডে ক্রিকেটে ৭ হাজার রান ও ৩০০ উইকেট পাওয়া সাকিব হলেন তৃতীয় ক্রিকেটার। তার আগে এই ডাবল অর্জন করা অপর দুই ক্রিকেটার হলেন শহীদ আফ্রিদি ও সনাথ জয়াসুরিয়া।

সাকিব খেলেছেন ২২৮ ম্যাচ, সেখানে আফ্রিদি ৩৪২ ও জয়াসুরিয়া ৩৯৭ ম্যাচ খেলেছেন।

এমপি/এমএমএ/


বিভাগ : খেলা

বিষয় : ক্রিকেট