
সিলেট থেকে ঢাকায় এসেই তামিমের সেঞ্চুরি
২৪ মার্চ ২০২৩, ০৪:১৫ পিএম | আপডেট: ০৮ জুন ২০২৩, ০৮:১৯ এএম

বৃহস্পতিবার (২৩ মার্চ) আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচ খেলেই পরের দিন ঢাকায় প্রাইম ব্যাংকের হয়ে প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে নেমেই সেঞ্চুরি হাঁকিয়েছেন তামিম ইকবাল। খেলেছেন ১০৯ রানের অপরাজিত ইনিংস। তার ইনিংসে ভর করে লিগে প্রাইম ব্যাংক ক্লাব ৭ উইকেটে হারিয়েছে মোহামেডানকে।
বৃহস্পতিবার সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচ বাংলাদেশের পেসারদের ত্রাসের কারণে দিবা-রাত্রি আর থাকেনি। নেমে এসেছিল টি-টোয়েন্টিতে। ১০০ ওভারের খেলা শেষ হয়েছে ৪১.২ ওভারে। আয়ারল্যান্ডকে ১০১ রানে অলআউট করে বাংলাদেশ ম্যাচ জিতেছিল ১০ উইকেটে। অধিনায়ক তামিম ইকবালের ব্যাট থেকে যখন জয়সূচক ১ রান আসে, তখন ঢাকায় মাগরিবের আজান হচ্ছিল।
এদিকে আগে-ভাগেই খেলা শেষ হয়ে যাওয়ায় তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও ইয়াসির আলী তিনজনই রাতেই রওনা দেন ঢাকার উদ্দেশে। এই তিনজনই আবার টি-টোয়েন্টি দলে নেই। যারা টি-টোয়েন্টি দলে নেই তারা আজ থেকেই প্রিমিয়ার লিগে খেলতে পারছেন। তাই তিনজনই খেলছেন আবার একই দলে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবে। সকালে খেলতে নেমেই তামিম খেলেন ১৫৬ বলে ১২ চারে ১০৯ রানের অপরাজিত ঝকঝকে ইনিংস। তার সঙ্গে মুশফিকও কম যাননি। তিনি অপরাজিত থাকেন ৩৯ রানে। ইয়াসির আলী অবশ্য রান করতে পারেননি। ১ রান করে তিনি আউট হয়ে যান।
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে যখন দলের ব্যাটসম্যানরা রানের ফুলঝরি ছিটাচ্ছেন, তামিম ইকবাল সেখানে ছিলেন ম্রিয়মাণ। তিনি রানের জন্য লড়াই করছিলেন। শেষ ম্যাচে তিনি রানের দেখা পান। অপরাজিত থাকেন ৪১ রানে। সেই ইনিংসই যেন তামিম টেনে আনেন ঢাকায়। খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে তা প্রয়োগ করেন মোহামেডানের বিপক্ষে। তার এই প্রয়োগে সহজ পায় প্রাইম ব্যাংক।
এবারের মৌসুমে প্রথমবারের মতো খেলতে নেমেই তামিম ইকবাল সেঞ্চুরি হাঁকালেন। তিনি হাফ সেঞ্চুরি করেন ৭৬ বলে খালেদ আহমেদের বলে ডিপ এক্সটা কাভারে ১ রান নিয়ে। বাউন্ডারি ছিল পাঁচটি। সেঞ্চুরি করতে বল খেলেন ১৪৫টি। এনামুল হক জুনিয়রের বলে ডিপ এক্সটা কাভার দিয়ে বাউন্ডারি মেরে তিনি তিন অঙ্কের ম্যাজিক ফিগারের দেখা পান। সেঞ্চুরি করার পথে এটি ছিল তার দশম বাউন্ডারি। শেষ পর্যন্ত তিনি ১০৯ রানে অপরাজিত থাকেন।
এমপি/এসজি