
এশিয়া কাপের ভাগ্য নির্ধারণের দিনক্ষণ চূড়ান্ত
২৫ মে ২০২৩, ০৫:১০ পিএম | আপডেট: ০১ জুন ২০২৩, ০১:৪৯ এএম

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) হাইব্রিড মডেল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) টেবিলে। দেশটির সংবাদমাধ্যমের প্রতিবেদন মতে, পিসিবির পরিকল্পনা বাস্তবায়ন হওয়ার পথে। এরই মধ্যে জয় শাহ জানালেন, এশিয়া কাপের ভাগ্য নির্ধারণ হবে ২৮ মে।
ওইদিন আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গড়াবে আইপিএলের ফাইনাল। শিরোপা লড়াইয়ে অতিথি হিসেবে আমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) প্রধান। আমন্ত্রণ জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড অব কন্ট্রোল (বিসিসিআই)।
ফাইনাল উপভোগের পর তিন বোর্ড প্রধানের সঙ্গে আলোচনা বসবে ভারতীয় বোর্ডের হর্তাকর্তারা। ওই আলোচনার পরই আসবে সিদ্ধান্ত- এমনটাই জানিয়েছে বিসিসিআই সেক্রেটারি জয় শাহ। তিনি এসিসির সভাপতিও।
জয় শাহ বলেছেন, ‘বাংলাদেশ, আফগানিস্তান এবং শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সভাপতিরা নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ২৮ মে আইপিএলের ফাইনালে উপস্থিত থাকবেন। আমরা ২০২৩ এশিয়া কাপের ভবিষ্যৎ নিয়ে তাদের সঙ্গে আলোচনা করব।’
এসজি