বুধবার, ১৯ মার্চ ২০২৫ | ৫ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

বিপিএলের ১০ বছর: লাভের রাজ্যে অদৃশ্য ১০৬ কোটি টাকা!

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাস খুব বেশি পুরোনো নয়, তবে দর্শকদের বিনোদন দিতে এবং ক্রিকেটকে আরও আকর্ষণীয় করে তুলতে এই ফরম্যাটের উত্থান ঘটে। বিশেষ করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর জনপ্রিয়তা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার পর ক্রিকেট খেলুড়ে দেশগুলো টুর্নামেন্ট আয়োজনের দিকে ঝুঁকে পড়ে। বাংলাদেশের ক্রিকেট বোর্ডও (বিসিবি) এই ধারাবাহিকতায় বিপিএল আয়োজনের পরিকল্পনা করে।

২০১২ সালে প্রথমবারের মতো মাঠে গড়ায় বিপিএল, যেখানে ৬টি দল অংশ নেয়। আজ ১০টি বছর পেরিয়ে আগামী ডিসেম্বরে বিপিএলের ১১তম আসর শুরু হতে যাচ্ছে। এখন আসা যাক বিপিএলের আয়-ব্যয়ের হিসাবের দিকে।

বিপিএলের প্রথম আসরে আয় হয়েছিল ৩৩ কোটি ৫১ লাখ ৩০ হাজার টাকা, যেখানে ব্যয় হয়েছিল মাত্র ২১ লাখ ৪২ হাজার ২০৩ টাকা। ফলে প্রথম আসর থেকেই বিসিবির লাভ ছিল ৩২ কোটি ৮৩ লাখ ৭০ হাজার ৭৯৭ টাকা। মূলত গেম অন স্পোর্টসের সঙ্গে বিসিবির ৬ বছরের চুক্তি বিপিএলের আয়ের মূল উৎস হিসেবে চিহ্নিত করা হচ্ছে।

দ্বিতীয় আসরে আয় ছিল ৩৮ কোটি ৭৬ লাখ ৪০ হাজার টাকা এবং ব্যয় ছিল ৫ কোটি ৯ লাখ ৮২ হাজার ৮৫১ টাকা। এতে বিসিবির লাভ ছিল ৩৩ কোটি ৬৬ লাখ ৫৭ হাজার ১৪৯ টাকা। প্রথম দুই আসরের আয়-ব্যয়ের হিসাব মিলিয়ে গেম অন স্পোর্টস ম্যানেজমেন্ট বিসিবিকে ৬৬ কোটি ৫০ লাখ ২৭ হাজার ৯৪৬ টাকা লাভ দেয়।

তবে ২০১৩-১৪ সালে বিপিএল অনুষ্ঠিত না হওয়ায় বিসিবির আয় শূন্য ছিল, কিন্তু ব্যয় ছিল ৩ কোটি ৫৭ লাখ ৭৯ হাজার ৩৯৯ টাকা। কারণ হিসেবে জানা যায়, আগের আসরে স্পট ফিক্সিংয়ের কারণে আইসিসির তদন্ত রিপোর্টে বিসিবির বিপুল পরিমাণ টাকা খরচ করতে হয়েছিল।

২০১৫-১৬ সালে ফের মাঠে গড়ায় বিপিএল, যেখানে আয় হয়েছিল ৪১ কোটি ৫৯ লাখ ৩২ হাজার টাকা এবং খরচ হয়েছিল ১৫ লাখ ৪৭ হাজার ৭০৯ টাকা। এরপর বিপিএলের চতুর্থ আসরে আয় ছিল ৪৪ কোটি ৩৪ লাখ ৮১ হাজার টাকা এবং ব্যয় ১৩ কোটি ৩৮ লাখ ৩০ হাজার ৯০১ টাকা।

বিপিএলের তৃতীয় আসর থেকে ব্যয়ের পরিমাণ বাড়তে শুরু করে। বিসিবি গেম অন স্পোর্টস ম্যানেজমেন্টের সঙ্গে চুক্তি বিচ্ছিন্ন করে নিজস্ব ব্যবস্থাপনায় বিপিএল পরিচালনা শুরু করে, যার ফলে ব্যয় বেড়ে যায়।

বিপিএলের ষষ্ঠ আসরে আয় হয়েছিল ৯৭ কোটি ১৯ লাখ ৬০ হাজার ৩১৬ টাকা, যেখানে ব্যয় হয়েছিল ৮৩ কোটি ৩৬ লাখ ৭৯ হাজার ৬১২ টাকা। এটি বিপিএল ইতিহাসের সর্বোচ্চ ব্যয়। উদ্বোধনী অনুষ্ঠানে খরচ হয়েছিল ১৬ কোটি টাকা, যেখানে সালমান খান ও ক্যাটরিনা কাইফ পারফর্ম করেন।

২০২০-২১ সালে করোনার কারণে বিপিএল অনুষ্ঠিত হয়নি, তবে বিশেষ কারণে আয় হয়েছিল ২ কোটি ৫৬ লাখ ১৮ হাজার ৯৩৬ টাকা। ২০২১-২২ সালে ফের বিপিএল অনুষ্ঠিত হলে আয় ছিল ৩৮ কোটি ৫৮ লাখ ৭১ হাজার ৪৭৬ টাকা, আর ব্যয় ছিল ১৯ কোটি ১২ লাখ ৭২ হাজার ২৫১ টাকা।

বিপিএলের ৮ম আসরে আয় হয়েছিল ৫৩ কোটি ৬০ লাখ ৬১ হাজার ৩৪ টাকা এবং ব্যয় ছিল ৩৫ কোটি ৭০ লাখ ৮৮ হাজার ৯২৮ টাকা। ৯ম আসরে আয় ৫৬ কোটি ৪৮ লাখ টাকা এবং ব্যয় ৫১ কোটি ৫৬ লাখ টাকা।

অবশেষে বিপিএলের ১০টি আসরের মোট আয় ৪৯৭ কোটি ৩৮ লাখ ৫৫ হাজার ৫৫২ টাকা, আর ব্যয় ২৭৮ কোটি ৯ লাখ ৯১ হাজার ২৮ টাকা। এতে বিসিবির মোট লাভ ২১৯ কোটি ২৮ লাখ ৯০ হাজার ৫২৪ টাকা। তবে, বিসিবি তাদের ব্যালেন্সে ১০৬ কোটি টাকার অদৃশ্যতার কথা উল্লেখ করেছে। এফডিআরের মধ্যে ৮৭ কোটি টাকা রয়েছে, কিন্তু ক্লোজিং ব্যালেন্সে ১১৩ কোটি টাকার হিসেব মিলাতে পারছে না বিসিবি। অর্থাৎ, আয়-ব্যয় মিলিয়ে ১০৬ কোটি টাকার হদিস মিলছে না।

Header Ad
Header Ad

বগুড়ার সঙ্গে সারা দেশের যান চলাচল বন্ধ

ছবিঃ সংগৃহীত

শ্রমিক নেতাদের মারধরের ঘটনায় বগুড়া থেকে সারা দেশের সঙ্গে বাস চলাচল বন্ধ রয়েছে। মটরস ইউনিক ইউনিয়নের দুই নেতাকে ছুরিকাঘাতের ঘটনাকে কেন্দ্র করে দূরপাল্লার যান চলাচল করে দেয় সংগঠনটি।

বুধবার (১৯ মার্চ) সকাল থেকে বগুড়ার জিরো পয়েন্ট, সাতমাথা, চারমাথা কেন্দ্রীয় বাসস্ট্যান্ড ও ঠনঠনিয়া অবস্থিত ঢাকা বাসস্ট্যান্ড থেকে কোনো বাস ছেড়ে যায়নি।

এর আগে মঙ্গলবার বিকেল ৫টার দিকে শহরের স্টেশন রোডে মিতালী পাম্পের সামনে দুই মোটর শ্রমিক নেতাকে মারধর করে আহত করা হয়। তারা হলেন- বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা এবং নির্বাহী সদস্য হযরত আলী। তারা বর্তমানে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

জানা গেছে, মিতালী পাম্পের সামনে নারিকেল ব্যবসায়ীদের দোকান রয়েছে। এসব দোকানের সামনে সিএনজি চালিত অটোরিকশার চালকরা তাদের অটোরিকশা স্ট্যান্ড করে যাত্রী ওঠানো-নামানো করেন। এ নিয়ে বিকেলে চালকদের সঙ্গে মোটর শ্রমিক ইউনিয়নের নেতাদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে মারধরের ঘটনা ঘটে।

Header Ad
Header Ad

‘কেবল শুরু’ বলে ভয়ংকর হত্যাযজ্ঞের সতর্কবার্তা দিলেন নেতানিয়াহু  

ছবিঃ ঢাকাপ্রকাশ

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে ইসরাইল ‘পূর্ণশক্তিতে আবার যুদ্ধ শুরু করেছে।’

মঙ্গলবার (১৮ মার্চ) রাতভর চালানো ইসরাইলের দফায় দফায় বিমান হামলায় এ পর্যন্ত ৪০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত অসংখ্য।

এক ভিডিও বার্তায় নেতানিয়াহু সতর্ক করে বলেছেন, শুধুমাত্র আক্রমণের মুখেই আলোচনা চলবে এবং ‘এটি কেবল শুরু’।

হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, মঙ্গলবার রাতভর ইসরাইলের তীব্র বিমান হামলায় ৪০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন এবং শত শত আহত হয়েছেন।

এদিকে ইসরাইল জানায়, যুদ্ধবিরতি বাড়ানোর আলোচনা নিয়ে সমঝোতা না হওয়ায় ইসরাইলি সেনাবাহিনী ‘বিস্তৃত’ হামলা শুরু করেছে।

১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি শুরু হওয়ার পর এটিই ইসরাইলের সবচেয়ে বড় হামলা।

মঙ্গলবার বেইত লাহিয়া, রাফাহ, নুসাইরাত এবং আল-মাওয়াসিতে ইসরাইল বিমান হামলা চালায়। যেখানে শত শত মানুষ নিহত হন। যাদের মধ্যে অনেক নারী ও শিশুও রয়েছে।

এছাড়া মঙ্গলবারের বিমান হামলায় হামাসের গুরুত্বপূর্ণ কয়েকজন নেতা নিহত হন। যাদের মধ্যে গাজার উপ-স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল মাহমুদ আবু ওয়াতফা এবং হামাসের সর্বোচ্চ পদস্থ নিরাপত্তা কর্মকর্তাও রয়েছেন।

এদিকে নেতানিয়াহু তার ভাষণে বলেন, গাজায় এখনও আটক থাকা ইসরাইলি জিম্মিদের মুক্তি দেয়ার জন্য ইসরাইল হামাসের সাথে আলোচনার চেষ্টা করেছে। তিনি হামাসকে প্রতিবারই প্রস্তাব প্রত্যাখ্যান করার অভিযোগ করেন।

মার্চের গোড়ার দিকে প্রথম ধাপের যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর থেকে এই চুক্তি কীভাবে এগিয়ে নেয়া যায় তা নিয়ে ইসরাইল এবং হামাসের মধ্যে মতবিরোধ রয়েছে বলেও জানানো হয় প্রতিবেদনে।

মঙ্গলবার সন্ধ্যায় নেতানিয়াহু বলেন, ‘ইসরাইল তার সমস্ত যুদ্ধ লক্ষ্য অর্জনের জন্য লড়াই চালিয়ে যাবে - ‘জিম্মিদের ফিরিয়ে আনা, হামাসকে নিষ্ক্রিয় করা এবং নিশ্চিত করা যে হামাস ইসরাইলের জন্য হুমকি নয়।’

এদিকে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে পরামর্শ করেই ইসরাইল হামলা চালিয়েছে বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউজ।a

Header Ad
Header Ad

২২ ছক্কার সঙ্গে ৫০ চারে একাই ৪০৪ রান করলেন মুস্তাকিম  

ছবিঃ সংগৃহীত

স্কুল ক্রিকেটে মুস্তাকিম হাওলাদার রেকর্ড ৪০৪ রানের হার না মানা এক ইনিংস খেলছেন। বাংলাদেশের স্বীকৃত কোন ক্রিকেটে এটাই প্রথম ব্যক্তিগত ৪০০ রানের কীর্তি।

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রাউন্ডে ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের হয়ে সেন্ট গ্রেগরি স্কুল এন্ড কলেজের বিপক্ষে এই ইনিংস খেলেন তিনি। সেটাও আবার ৫০ ওভারের ক্রিকেটে।

মুস্তাকিম ওপেনিংয়ে নেমে ১৭০ বলে তার ৪০৪ রানের ওই ইনিংস সাজান। তার ব্যাট থেকে ৫০টি চার ও ২২টি ছক্কা আসে। শুধু মুস্তাকিম নয় দুর্দান্ত এক ইনিংস খেলেছেন চারে নামা ক্যামব্রিয়ান স্কুলের সাদ পারভেজ। তিনি ১২৪ বলে ২৫৬ রান করেন। ৩২টি চারের সঙ্গে ১৩টি ছক্কা মারেন।

তাদের দুর্দান্ত ওই ব্যাটিংয়ে ৫০ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে ৭৭০ রান তোলে ক্যামব্রিয়ান স্কুল। জবাবে মাত্র ৩২ রানে অলআউট হয়ে যায় গ্রেগরি। ক্যামব্রিয়ান স্কুল ৭৩৮ রানের জয় পায়।

বাংলাদেশের যেকোন পর্যায়ের স্বীকৃত ক্রিকেটে এর আগে সর্বোচ্চ ইনিংস ছিল তামিম ইকবালের। তিনি ২০২০ সালে ইস্ট জোনের হয়ে ৪২৬ বলে ৩৩৪ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন। তার আগে দেশের ক্রিকেটে প্রথম ট্রিপল সেঞ্চুরির দেখা পেয়েছিলেন রাকিবুল হাসান। তিনি ২০০৬-০৭ মৌসুমে সিলেটের হয়ে বরিশালের বিপক্ষে ৩১৩ রানের হার না মানা ইনিংস খেলেছিলেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

বগুড়ার সঙ্গে সারা দেশের যান চলাচল বন্ধ
‘কেবল শুরু’ বলে ভয়ংকর হত্যাযজ্ঞের সতর্কবার্তা দিলেন নেতানিয়াহু  
২২ ছক্কার সঙ্গে ৫০ চারে একাই ৪০৪ রান করলেন মুস্তাকিম  
পঞ্চগড়ে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক কারাগারে  
ইসরায়েলি হামলায় গাজার প্রধানমন্ত্রী নিহত    
তল্লাশি চালানোর সময় পুলিশ সদস্যকে অপহরণ করলো ডাকাতদল  
খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে তরুণকে গণপিটুনি, পুলিশের ওপর হামলা
সোনার দাম ফের বাড়ল
চুয়াডাঙ্গায় শিশু খাদ্য, কাপড় ও কসমেটিক্সের দোকান মালিককে ৪৪ হাজার টাকা জরিমানা
আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির ৬ সদস্য নারায়ণগঞ্জে গ্রেপ্তার
আমরা চাই না আওয়ামী লীগ নির্বাচনে আসুক: ডিপ্লোম্যাটকে নাহিদ ইসলাম
গাজীপুরে ঘোড়া জবাই ও মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা জারি
ক্রিকেটার সেজে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টায় আটক ১৫ বাংলাদেশি
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বলিউড ইনফ্লুয়েন্সার ওরি আটক
জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ শুরু বৃহস্পতিবার, আলোচনায় থাকছে রাষ্ট্র সংস্কারের প্রস্তাব
গ্রামের মানুষকে নিজ হাতে ঈদ উপহার দিলেন হামজা
ছাত্রদের নতুন দলের সঙ্গে জামায়াতের কোনো সম্পর্ক নেই: মাসুদ সাঈদী
সাদ্দাম-ইনানসহ ঢাবির বহিষ্কৃত ১২৮ ছাত্রলীগ নেতার নাম-পরিচয় প্রকাশ
গাজায় ইসরায়েলি হামলায় এক রাতে নিহত ৪০০ ছাড়াল, আহতের সংখ্যা ৬৬০
১৫ দিনের মধ্যে দুই উপদেষ্টার পদত্যাগ দাবি গণঅধিকার পরিষদের