বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫ | ২৯ জ্যৈষ্ঠ ১৪৩২
Dhaka Prokash

আরব আমিরাতের কাছে সিরিজ হার ‘জীবনের অংশ’: লিটন

ছবি: সংগৃহীত

সিরিজটা ছিল দুই ম্যাচের। আলোচনা করে এক ম্যাচ বাড়িয়ে নেওয়ার উদ্দেশ্য ছিল, পাকিস্তান সফরের আগে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের আরও একটু ভালোভাবে প্রস্তুত করে নেওয়া, আত্মবিশ্বাস বাড়ানো।

সেটা তো হলোই না। উল্টো বড় ধাক্কা খেলো বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের কাছে নাকানি চুবানি খেয়ে সিরিজ হারের লজ্জায় ডুবলো টাইগাররা।

শারজায় শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৭ উইকেট আর ৫ বল হাতে রেখে অনায়াসেই হারিয়েছে আরব আমিরাত। সিরিজ জিতেছে ২-১ ব্যবধানে।

টেস্ট খেলুড়ে কোনো দলের বিপক্ষে এটিই আরব আমিরাতের প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়। অন্যদিকে পূর্ণকালীন অধিনায়ক হয়ে নিজের প্রথম সিরিজেই বিব্রতকর হার দেখলেন লিটন দাস।

লক্ষ্য ছিল ১৬৩ রানের। ইনিংসের দ্বিতীয় ওভারেই আঘাত হানেন শরিফুল ইসলাম। মারকুটে আরব আমিরাত অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম বাঁহাতি পেসারের সুইংয়ে ক্যাচ দেন প্রথম স্লিপে। তানজিদ তামিমের ক্যাচ হয়ে ফেরার আগে ৬ বলে ওয়াসিম করেন ৯।

তবে ১৪ রানে প্রথম উইকেট হারালেও পাওয়ার প্লেতে দারুণ ব্যাটিং করে আরব আমিরাত। ৬ ওভারে তোলে ১ উইকেটে ৫০ রান। অবশেষে অষ্টম ওভারে বল হাতে নিয়েই ব্রেক থ্রু দেন রিশাদ হোসেন। ২৩ বলে ২৯ করে বোল্ড হন মোহাম্মদ জুহাইব।

এরপর জুটি গড়ে তোলার চেষ্টা করেন আলিশান শারাফু আর রাহুল চোপড়া। তাদের ২০ বলে ২১ রানের জুটি ভাঙেন তানজিম সাকিব। স্লোয়ার বাউন্সারে রাহুলকে (১৩ বলে ১৩) শামীম পাটোয়ারীর ক্যাচ বানান তিনি।

তবে এরপর দলকে এগিয়ে নিয়ে যান আলিশান। রিশাদকে ছক্কা মেরে ৩৮ বলে ফিফটি পূরণ করেন তিনি। এরপর আসিফ খানকে সঙ্গে নিয়ে ম্যাচ বের করে নিয়ে আসেন আলিশান। চতুর্থ উইকেটে তারা ৫২ বলে ৯১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন। আলিশান ৪৭ বলে ৬৮ আর আসিফ ২৬ বলে ৪১ রানে অপরাজিত থাকেন।

এর আগে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় আরব আমিরাত। ব্যাটিংয়ে নেমেই বিপদে পড়ে টাইগাররা। ৭১ রানে ৭ উইকেট, ৮৪ রানে নেই ৮ উইকেট। শঙ্কা জেগেছিল একশর আগে অলআউট হওয়ার। সেখান থেকে নাটকীয় প্রত্যাবর্তন করে বাংলাদেশ।

হাসান মাহমুদকে সঙ্গে নিয়ে ৪৪ রানের দারুণ এক জুটি গড়ে তোলেন জাকের আলি অনিক। ৩৪ বলে ৪১ রানের মোটামুটি ঝড়ো ইনিংস খেলে আউট হন জাকের। শেষ ওভারে আরব আমিরাত অধিনায়ক মোহাম্মদ ওয়াসিমের বলে ঝড় তোলেন হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম। দু’জন মিলে ২৬ রান নেন এই ওভার থেকে।

যার ফলে বাংলাদেশের স্কোর শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে সম্মানজনক ১৬২ রানে গিয়ে শেষ হয়। হাসান মাহমুদ ১৫ বলে ২৬ এবং ৭ বলে ১৬ রানে অপরাজিত থাকেন শরিফুল ইসলাম।

শুরুটা করেছিলেন পারভেজ হোসেন ইমন। দ্বিতীয় ওভারের প্রথম বলটি ছিল তার নিজের মোকাবেলা করা প্রথম বল। ধ্রুব পারাশারের বলে আলিশান শরাফুর হাতে ক্যাচ দিয়ে ফিরে যান পারভেজ। গোল্ডেন ডাক মারেন তিনি।

এরপর তানজিদ তামিম এবং লিটন দাস মিলে চেষ্টা করেন শুরুর বিপর্যয় কাটাতে। কিন্তু ১০ বলে ১৪ রান করে লিটন দাস হায়দার আলির বলে এলবিডব্লিউ হয়ে ফিরে গেলে বিপর্যয়ের শুরু। তানজিদ হাসান তামিম একপাশে থেকে কিছুক্ষণ একা একা লড়াই করার চেষ্টা করলেন। ১৮ বলে সর্বোচ্চ ৪০ রান করেন তিনি।

তাওহিদ হৃদয় পুরো সিরিজেই ব্যর্থ। এই ম্যাচে তো কোনো রানই করতে পারলেন না। ২ বলে শূন্য রানে বিদায় নিলেন। ৯ বল খেলে শেখ মেহেদী হাসান আউট হন ২ রান করে। প্রথম ম্যাচে ব্যর্থ হওয়ার পর দ্বিতীয় ম্যাচে তাকে সুযোগ দেয়া হয়নি। এবার সুযোগ পেলেন এবং ৫ নম্বরে ব্যাট করতে নেমে আবারও ব্যর্থতার পরিচয় দিলেন।

শামীম হোসেন পাটোয়ারী নিজের নামের প্রতি মোটেও সুবিচার করতে পারেননি। ১২ বলে ৯ রান করে আউট হয়ে যান তিনি। রিশাদ হোসেন ব্যাট হাতে যতটা সম্ভাবনাময়ী ছিলেন, তার ছিটেফোঁটাও দেখাতে পারলেন না। ২ বল খেলে কোনো রান না করেই বিদায় নিলেন।

তানজিব সাকিব খেললেন ১২ বল। ৬ রান করে ছক্কা মারতে গিয়ে বাউন্ডারি লাইনে ধরা পড়েন তিনি। জাকের আলি অনিক শেষ দিকে এসে কিছুটা লড়াই চালিয়ে যাওয়ার চেষ্টা করেন। শেষ পর্যন্ত তিনি করেন ৩৪ বলে ৪১ রান। তারপর শরিফুল আর হাসান মাহমুদের দুর্দান্ত ব্যাটিং।

আরব আমিরাতের স্পিনার হায়দার আলি মাত্র ৭ রান দিয়ে ৩টি উইকেট নেন। সগির খান ও মাতিউল্লাহ খান পান ২টি করে উইকেট।

টেস্ট খেলুড়ে কোনো দলের বিপক্ষে এটিই আরব আমিরাতের প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়। অন্যদিকে পূর্ণকালীন অধিনায়ক হয়ে নিজের প্রথম সিরিজেই বিব্রতকর হার দেখলেন লিটন দাস।

এমন হার কি মেনে নেওয়ার মতো? লিটন অবশ্য একে স্বাভাবিকভাবেই দেখতে চান। ম্যাচের পর বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘যখন এখানে এসেছি, সব সময় ম্যাচ জেতার কথাই ভেবেছি। এটা (সিরিজ হেরে যাওয়া) জীবনের অংশ।’

লিটন এই হারে নিজেদের ব্যর্থতার চেয়ে যেন প্রতিপক্ষের কৃতিত্বই বেশি দেখছেন। তার কথা, ‘যখন আপনি ক্রিকেট খেলবেন, প্রতিপক্ষ ভালো খেলবে, তাদের কৃতিত্ব দিতে হবে।’

Header Ad
Header Ad

অচেতন অবস্থায় অভিনেতা সমু চৌধুরীকে ময়মনসিংহ থেকে উদ্ধার

নাট্য অভিনেতা সমু চৌধুরী। ছবি: সংগৃহীত

চলচ্চিত্র ও নাট্য অভিনেতা সমু চৌধুরীর বৃহস্পতিবার ময়মনসিং’র গফরগাঁওয়ে অবস্থিত মুখী শাহ্ মিসকিন মাজারের ঐতিহ্যবাহী গাব বৃক্ষের নিচে উদম গায়ে অচেতন হয়ে পড়ে আছেন। 

মামুন নামে স্থানীয় এক যু্বক প্রথমে সমু চৌধুরীর ছবি তুলে ফেসবুকে পোষ্ট করার পরে বিষয়টি সামাজিক যোগােযোগ মাধ্যমে ভাইরাল হয়।

বিষয়টি নিশ্চিত হতে ছোটপর্দার অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘ ও স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হওয়া যায়, ঘটনা সত্য—অসুস্থ অবস্থায় গফরগাঁও উপজেলার মশাখালী ইউনিয়নের একটি মাজার থেকে সমু চৌধুরীকে উদ্ধার করা হয়েছে।

এক ফেসবুক স্ট্যাটাসে অভিনয়শিল্পী সংঘের বর্তমান সাধারন সম্পাদক ও অভিনেতা রাশেদ মামুন অপু জানান, ‘‘সমু দাকে আমরা পাশ্ববর্তী সেইফ জায়গায় নিয়ে এসেছি। ওনার মানসিক ও শারিরীক কন্ডিশনের উপর ভিত্তি করে যতদ্রুত সম্ভব আমরা ঢাকায় নিয়ে আসবো। সমস্ত প্রক্রিয়াটি অভিনয় শিল্পী সংঘের স্পেশাল তত্বাবধানে হচ্ছে।’

কিন্তু সমু চৌধুরী কিভাবে ওই মাজারের সামনে পৌঁছলেন, কেন পৌঁছেলেন আর কেনই বা তার গায়ে কোন পোশাক নেই - এ নিয়ে কেউ কিছুই জানাননি।

সমু চৌধুরীকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন পাগলা থানার ওসি ফেরদৌস আলম। তিনি বলেন, ‘অভিনেতা সমু চৌধুরীকে আনতে আমাদের টিম সেখানে পৌঁছেছে। তিনি কিছুটা অসুস্থ। থানায় আনার পর বাকিটা বলতে পারব।’

নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন সমু চৌধুরী। ১৯৯৫ সালে আমজাদ হোসেন পরিচালিত ‘আদরের সন্তান’ ছবির মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক। এরপর ‘দোলন চাঁপা’, ‘শত জনমের প্রেম’, ‘মায়ের অধিকার’, ‘দেশ দরদী’, ‘মরণ নিয়ে খেলা’, ‘প্রেমের নাম বেদনা’, ‘যাবি কই’, ‘সুন্দরী বধূ’সহ বেশ কিছু ছবিতে অভিনয় করেন।

Header Ad
Header Ad

ফিফা র‍্যাংকিংয়ে বড় লাফ বাংলাদেশের

ছবি: সংগৃহীত

নারী ফুটবলের র‍্যাংকিং প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। যেখানে ৫ ধাপ এগিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। মার্চে প্রকাশিত র‍্যাংকিংয়ে ১৩৩ নম্বরে ছিল লাল-সবুজের প্রতিনিধিরা। বৃহস্পতিবার (১২) প্রকাশিত র‍্যাংকিংয়ে ১২৮ নম্বরে উঠে এসেছে পিটার বাটলারের শিষ্যরা।

 

ছবি: সংগৃহীত

বাংলাদেশের মেয়েরা মে মাসে নারী ফিফা উইন্ডোতে জর্ডানে ত্রিদেশীয় সিরিজ খেলেছে। স্বাগতিক জর্ডান ও ইন্দোনেশিয়ার বিপক্ষে ড্র করেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। যথাক্রমে ৩৯ ও ৫৯ ধাপ এগিয়ে থাকা ইন্দোনেশিয়া ও জর্ডানকে রুখে দেওয়ায় বাংলাদেশের র‌্যাঙ্কিং পয়েন্ট ১০৯২ থেকে বেড়ে ১০৯৯.৩৬ হয়েছে। এতেই ৫ ধাপ উন্নতি হয়েছে র‍্যাংকিংয়ে।

নারী র‍্যাংকিংয়ে শীর্ষস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। এবারের র‍্যাংকিংয়ে সর্বোচ্চ ৭ ধাপ উন্নতি হয়েছে মিশরের। সবচেয়ে বেশি ৫ ধাপ অবনমন সংযুক্ত আরব আমিরাতের। র‍্যাংকিংয়ের শীর্ষ পাঁচে আছে যথাক্রমে যুক্তরাষ্ট্র, স্পেন, জার্মানি, ব্রাজিল ও ইংল্যান্ড।

 

ছবি: সংগৃহীত

চার ধাপ উন্নতি করে ব্রাজিলের মেয়েরা চার নম্বরে এবং এক ধাপ পিছিয়ে পাঁচে নেমেছে ইংল্যান্ড। দুই ধাপ পিছিয়ে জাপান সাত, এক ধাপ পিছিয়ে কানাডা আট এবং এক ধাপ এগিয়ে ফ্রান্সের মেয়েরা ১০ নম্বরে উঠেছে।

 

Header Ad
Header Ad

ভারতে বিধ্বস্ত সেই বিমানে ছিলেন গুজরাতের সাবেক মুখ্যমন্ত্রী

গুজরাতের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রূপাণী । ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিম উপকূলীয় রাজ্য গুজরাটের আহমেদাবাদে যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। দেশটির বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার ওই বিমানে অন্তত ২৪২ যাত্রী ছিল। এই ঘটনায় বিমানের বহু যাত্রীর প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।

দুর্ঘটনাগ্রস্ত ওই বিমানে রাজ্য়ের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রূপাণীও যাত্রী ছিলেন বলে জানা যাচ্ছে। আহমেদাবাদে থেকে লন্ডন যাচ্ছিল বিমানটি। জানা যাচ্ছে, লন্ডনে মেয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন তিনি। বিমানে আরও বেশ কয়েক জন ভিভিআইপি যাত্রীও ছিলেন বলে জানা যাচ্ছে।

বিজয়ের বাড়ির বাইরে তার সমর্থকদের ভিড় দেখা যাচ্ছে। তাঁর স্ত্রী অঞ্জলিও লন্ডনে রয়েছেন বলে জানা যাচ্ছে। স্ত্রীকে আনতেও যাচ্ছিলেন বিজয়।

বৃহস্পতিবার দুপুর ১টা বেজে ৩৯ মিনিটে বিমানটি বিধ্বস্ত হয়। বিমানে ২৪২ জন যাত্রী যাত্রী ছিলেন বলে জানা যাচ্ছে। কারও বেঁচে থাকার সম্ভাবনা নেই বলে জানা যাচ্ছে। বসতি এলাকার বেশকিছু বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। আর সেই বিমানেই যাত্রী ছিলেন বিজয় রূপাণী। কয়েক জন শিশুও ছিল বিমানে। দুই পাইলট-সহ বিমানকর্মীর সংখ্যা ছিল ১২।

জানা যাচ্ছে, এদিন ২৩ নম্বর রানওয়ে থেকে উড়ানের কিছুক্ষণের মধ্যেই পাইলট বার্তা পাঠান। আর তার কয়েক সেকেন্ডের মধ্যেই তীব্র বিস্ফোরণের শব্দ শোনা যায়। আগুনের লেলিহান শিখা ও ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক মেঘানি নগরের মতো জনবহুল এলাকা। যে বহুতলের উপর ভেঙে পড়ে বিমানটি, সেটি ভস্মীভূত হয়ে গিয়েছে। বিমান দুর্ঘটনার পর পরিস্থিতি সম্পর্কে জানতে মুখ্যমন্ত্রীকে ফোন করেন অমিত শাহ।

এয়ার ইন্ডিয়ার বিমানযাত্রীদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ১ কানাডার এবং ৭ পর্তুগিজ ছিলেন। এই প্রথম কোনও বোয়িং ৭৮৭ বিমান দুর্ঘটনাগ্রস্ত হল।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

অচেতন অবস্থায় অভিনেতা সমু চৌধুরীকে ময়মনসিংহ থেকে উদ্ধার
ফিফা র‍্যাংকিংয়ে বড় লাফ বাংলাদেশের
ভারতে বিধ্বস্ত সেই বিমানে ছিলেন গুজরাতের সাবেক মুখ্যমন্ত্রী
মে মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৪, মোটরসাইকেল আরোহীই ২৫৬
ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের তুমুল সংঘর্ষ, আহত শতাধিক
ভারতে যেভাবে ২৪২ যাত্রীকে নিয়ে বিধ্বস্ত হলো বিমান (ভিডিও)
ঈদে দাওয়াতে না যাওয়ায় জামাইকে বেধড়ক মারধর, শ্বশুরবাড়ির হামলায় আহত মা ও ভগ্নিপতি
শ্রীলঙ্কা সিরিজে ভালো কিছু করতে মুখিয়ে আছেন শান্তরা
কানাডায় নয়, স্টারমার যুক্তরাজ্যেই আছেন: ভুল স্বীকার করলেন প্রেসসচিব
মৌলভীবাজার সীমান্তে এক মাসে ৩৩৭ জনকে পুশইন, রোহিঙ্গারাও রয়েছে তালিকায়
শিক্ষক নিবন্ধনে বাদ যাচ্ছে প্রিলি, থাকবে শুধু লিখিত-মৌখিক পরীক্ষা
টাঙ্গাইলে আপত্তিকর অবস্থায় পরকীয়া প্রেমিকসহ মহিলা লীগ নেত্রী আটক
৩১৭ জনকে চাকরি দিচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়
টাঙ্গাইলে উদ্ধারকৃত ১১টি মর্টার শেল যমুনা নদীতে নিষ্ক্রিয় করলো সেনাবাহিনী
আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনা, ২০০ জনের মৃত্যুর আশঙ্কা
বুবলীর কর্মকাণ্ড একদমই মাথায় নিও না: অপুকে শাকিব!
লন্ডনে আজ ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন ড. ইউনূস
ড. ইউনূস-তারেক রহমান বৈঠক উপলক্ষে লন্ডনে পৌঁছালেন আমীর খসরু
‘‘জাম খাবেন? জেনে নিন স্বাস্থ্য উপকারিতা’’
লালমনিরহাটে ফের ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি ও গ্রামবাসীর বাধায় ব্যর্থ বিএসএফ