
খেলা
শ্রীলঙ্কা সিরিজে ভালো কিছু করতে মুখিয়ে আছেন শান্তরা

শ্রীলংকার বিপক্ষে তিন সংস্করণের পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। আজ একটি দল দুপুরে রওনা দিয়েছে, বাকিরা যাবেন কাল। ১৭ জুন থেকে শুরু ২ টেস্টের সিরিজ। টেস্ট চ্যাম্পিয়নশিপে সিরিজটিতে ভালো কিছু করতে মুখিয়ে আছেন শান্তরা।
আজ মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে টাইগার কাপ্তান বলেছেন চক্র নিয়ে লক্ষ্যের কথাও, ‘গত বছর সাতে শেষ করেছি। অবশ্যই লক্ষ্য থাকবে, যাতে এ বছর ৪, ৫ বা ৬ এর মধ্যে আসতে পারি। তাহলে খুবই ভালো হয়। গত বছর উইনিং পারসেন্টেজ ৪৫ (আসলে ৩১.২৫) বা এরকম ছিল। এখান থেকে যদি একটু বাড়াতে পারি—৫০, ৫৫, ৬০ হলে ক্যাপ্টেন হিসেবে আমার ভালো অ্যাচিভমেন্ট হবে।’

তবে শান্ত শুনিয়েছেন শঙ্কা এবং সেটি কাটিয়ে ওঠার কথাও, ‘২০২৫-২৭ চক্রে ভালো করতে হবে। এটা অনেক গুরুত্বপূর্ণ, একটা বিশ্বকাপের মতো। এখানে ভালো করতে পারলে ক্যাপ্টেন হিসেবে ভালো লাগবে। যদি দেখেন যে এ বছর আমাদের যে ১২টা টেস্ট ম্যাচ আছে, তার প্রতিটা দলই কিন্তু শক্তিশালী। সহজ হবে না, অনেক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হবে। তো সবাই একসঙ্গে চেষ্টা করলে ভালো রেজাল্ট করা সম্ভব।’
লংকায় পূর্ণাঙ্গ সিরিজ ঘিরে ঈদের আগে ও পরে কয়েকদিন অনুশীলন করেছেন শান্তরা। প্রস্তুতি ভালো হয়েছে বলে জানিয়েছেন অধিনায়ক, এখন অপেক্ষা মাঠের লড়াইয়ের, ‘প্রস্তুতি মোটামুটি ভালো হয়েছে। আরেকটু ভালো হতে পারতো।’