
চেলসিতে সুখের গান গাইছেন এনজো ফার্নান্দেজ
০২ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:২৬ পিএম | আপডেট: ২৫ মার্চ ২০২৩, ০৬:৫৪ এএম

ইউরোপিয়ান ট্রান্সফার মার্কেটে জানুয়ারির উপন্যাস শেষ। শেষের পাতায় লেখা হয়েছে এনজো ফার্নান্দেজের ইতিহাস। তিনি বেনফিকা ছেড়েছেন, ধরেছেন চেলসিকে। স্টামফোর্ড ব্রিজে তরী ভিড়িয়ে সুখের গান গাইছেন ২২ বছর বয়সী আর্জেন্টাইন মিডফিল্ডার।
সবশেষ বিশ্বকাপে নিজের জাত চিনিয়েছেন লাতিনের এই ফুটবলার। বিশ্বমঞ্চ মাতানো আর্জেন্টাইনকে পেতে ১২১ মিলিয়ন ইউরো খরচ করেছে চেলসি। এর প্রতিদান কীভাবে দেবেন ফার্নান্দেজ তা দেখা যাবে সময়ের স্রোতে। তবে এই মুহূর্তে, আর্জেন্টাইন খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে ব্যয়বহুল ট্রান্সফার রেকর্ড এখন তার দখলে।
ইতিহাস গড়া চুক্তি উপহার দেওয়ার পর চেলসির জার্সিতে তুলে ধরা হয়েছে ফার্নান্দেজকে। নতুন ঠিকানায় প্রথম বক্তৃতায় এই মিডফিল্ডার বলেছেন, ‘আমাকে এই প্রকল্পের অংশ করার জন্য তারা যা করেছে তার জন্য চেলসি এবং ক্লাব মালিকের প্রতি কৃতজ্ঞ আমি। আমি খুবই খুশি এবং লন্ডনে যোগ দিতে পেরে গর্বিত।’
ফার্নান্দেজ আরও বলেন, ‘বিশ্বের সেরা লিগে খেলতে এবং বড় ট্রফির জন্য লড়াই করতে মুখিয়ে আছি আমি। ভক্তদের সামনে খেলতে এবং মাঠে সতীর্থদের সাহায্য করার জন তর সইছে না আমার।’
এসজি