কোচ আসবে কোচ যাবে: কাজী সালাউদ্দিন
বাফুফেতে চলছে অস্থিরতা। একটার পর একটা ঘটনা ঘটেই চলছে। সর্বশেষ সংযোজন নারী ফুটবল দলের কোচ গোলাম রব্বানী ছোটনের পদত্যাগের পাশাপাশি কয়েকজন নারী ফুটবলারের বিভিন্ন কারণে সরে দাঁড়ানো। কিন্তু এ নিয়ে খুব একটা উদ্বিগ্ন নন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। তিনি মনে করেন, আসা-যাওয়াই জগতের রীতি। কারও জন্য কোনো কিছু থেমে থাকবে না। কেউ না কেউ এসে দায়িত্ব নেবে।
সোমবার (২৯ মে) বাফুফের জরুরি সভা শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘একজন যাবেন, একজন আসবেন। ম্যারাডোনা নেই, মেসি আসছেন। আবার মেসি চলে যাবেন। এটাই তো নিয়ম। এটা একটা প্রক্রিয়া। মেয়েরা যারা গেছে, তাদের ব্যক্তিগত বিষয় তো আছেই।’
গোলাম রব্বানী ছোটনের পদত্যাগের বিষয়ে তিনি বলেন, ‘তিনি (ছোটন) আজই আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন। আমরা আগামী বোর্ড সভায় এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেব। কোচ রিজাইন (পদত্যাগ) করবেন। আরেকজন আসবেন। তিনি আবার রিজাইন করবেন। কিংবা স্যাক হবে। গোটা পৃথিবী এভাবেই তো চলছে।’
বাফুফের আজকের সভায় মেয়েদের ফ্রাঞ্চাইজি লিগ নিয়ে কথা হয়। সিদ্ধান্ত হয়েছে লিগ শুরুর তারিখ নিয়ে। ১০ জুন লিগ শুরু হবে জানিয়ে কাজী সালাউদ্দিন বলেন, ‘আজ আমরা লিগ শুরুর একটা তারিখ ঠিক করেছি। এই লিগটার অনেক চাহিদা। মেয়েদের, গণমাধ্যমের। সিদ্ধান্ত নিয়েছি লিগটা করব। ১০ জুন লিগ শুরু হবে। ১২ দিনের লিগ। ফাইনালসহ ১৩টা ম্যাচ। এসময় করতে না পারলে ফিফা উইন্ডো থাকবে না, বিদেশি খেলোয়াড় পাওয়া যাবে না। এজন্য এ সময়ের মধ্যেই করব। এই লিগে অংশ নেবে চারটি দল।’
এমপি/এসজি