ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে ইউরোপা লিগ জিতল টটেনহাম

ছবি: সংগৃহীত
১৭ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ইউরোপা লিগ শিরোপা নিজেদের ঘরে তুলেছে টটেনহাম হটস্পার। স্পেনের বিলবাও শহরের সান মামেস স্টেডিয়ামে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ফাইনালে তারা ১-০ গোলে হারায় ইংলিশ প্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেডকে।
২০০৮ সালের পর এই প্রথম কোনো বড় শিরোপা জিতল স্পার্স। সেই সঙ্গে ইউরোপা লিগে এটি তাদের তৃতীয় শিরোপা, আগের দুটি এসেছিল ১৯৭২ ও ১৯৮৪ সালে, তখন টুর্নামেন্টটির নাম ছিল ইউইএফএ কাপ।
রক্ষণাত্মক কৌশল নিয়ে শুরু হওয়া ম্যাচে প্রথমার্ধে গোলের সুযোগ ছিল কম। তবে ৪২তম মিনিটে টটেনহামের তরুণ ফরোয়ার্ড ব্রেনান জনসন গোল করে দলকে এগিয়ে দেন। পাপে সার-এর ক্রস প্রথমে ঠিকভাবে না নিতে পারলেও, প্রতিপক্ষ ডিফেন্ডার লুক শোর গায়ে লেগে বল আবার ফিরে আসে জনসনের পায়ে, যেখান থেকে তিনি বল জালে পাঠান।
গোলরক্ষক আন্দ্রে ওনানা ঝাঁপিয়ে পড়ে চেষ্টা করলেও বল ঠেকাতে পারেননি। এই একমাত্র গোলেই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়।
দ্বিতীয়ার্ধে গোল শোধে মরিয়া হয়ে ওঠে ম্যানচেস্টার ইউনাইটেড। রাসমুস হইলুন্ড, গার্নাচো এবং ব্রুনো ফার্নান্দেস একাধিক সুযোগ পেলেও স্পার্স ডিফেন্ডার মিকি ভ্যান ডে ভেনের দুর্দান্ত ক্লিয়ারেন্স ও গোলরক্ষক গুলিয়েলমো ভিকারিওর দৃঢ় প্রতিরোধ সব সম্ভাবনা নস্যাৎ করে দেয়।
ব্রেনান জনসন টটেনহামের ইতিহাসে প্রথম খেলোয়াড়, যিনি ১৭ বছর পর বড় কোনো ফাইনালে গোল করলেন। শেষবার ২০০৮ সালে জোনাথন উডগেট চেলসির বিপক্ষে ফাইনালে গোল করেছিলেন।
এই জয়ের মাধ্যমে টটেনহাম পরবর্তী মৌসুমে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে সরাসরি অংশগ্রহণের টিকিট পেয়েছে। ইউরোপীয় প্রতিযোগিতায় সেভিয়া (৭ বার) ছাড়া এখন আর মাত্র চারটি ক্লাব—ইন্টার মিলান, লিভারপুল, জুভেন্টাস এবং অ্যাতলেতিকো মাদ্রিদ—স্পার্সের সমান তিনটি করে ইউরোপা শিরোপা জিতেছে।
