খেলা

প্যারাগুয়েকে হারিয়ে ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত ব্রাজিলের


স্পোর্টস ডেস্ক
প্রকাশ :১১ জুন ২০২৫, ০৪:২২ এএম

প্যারাগুয়েকে হারিয়ে ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত ব্রাজিলের
ছবি: সংগৃহীত

প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এই জয়ের মাধ্যমে লাতিন আমেরিকা অঞ্চল থেকে আর্জেন্টিনার পর দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করল সেলেসাওরা। একইসঙ্গে বিশ্বকাপের শুরু থেকে প্রতিটি আসরে খেলার অনন্য রেকর্ড ধরে রাখলো তারা।

বুধবার ঘরের মাঠে অনুষ্ঠিত এই ম্যাচের একমাত্র গোলটি করেন ব্রাজিলের তরুণ ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। ম্যাচের ৪৪তম মিনিটে কুনহার পাস থেকে স্লাইড করে গোল করেন তিনি। যদিও প্রথমার্ধেই একাধিক সুযোগ পেয়েছিল ব্রাজিল, কিন্তু কুনহা ও ভিনিসিয়ুসের ব্যর্থতায় সেগুলো গোলে পরিণত হয়নি।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার অব্যাহত রাখে ব্রাজিল। তবে গোলের সংখ্যা বাড়াতে পারেনি তারা। ৭৭ মিনিটে রাফিনহার একটি শট দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন প্যারাগুয়ের গোলরক্ষক। এরপর দুই মিনিট পর হ্যামস্ট্রিংয়ে টান পড়ায় মাঠ ছাড়েন ভিনিসিয়ুস, তবে তা গুরুতর নয় বলেই ধারণা করা হচ্ছে।

এই জয়ে ১৬ ম্যাচ শেষে ব্রাজিলের সংগ্রহ ২৫ পয়েন্ট। দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে এর আগে আর্জেন্টিনা প্রথম দল হিসেবে ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করে। এবার তাদের পাশে নাম লেখালো চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল। বিশ্বকাপের ইতিহাসে এখনো পর্যন্ত একমাত্র দেশ হিসেবে প্রতিটি আসরে খেলার গৌরব ধরে রেখেছে তারা, আর এই জয় সেই ঐতিহ্যই বহন করলো।