
খেলা
আলমাদার গোলে হার এড়ালো ১০ জনের আর্জেন্টিনা

২০২৬ বিশ্বকাপে জায়গা আগে থেকেই নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তাই বাছাইপর্বের বাকি ম্যাচগুলো এখন ভবিষ্যৎ পরিকল্পনা গঠনের অংশ হিসেবেই নিচ্ছেন কোচ লিওনেল স্কালোনি। তবে ঘরের মাঠে কলম্বিয়ার বিপক্ষে একটি বড় ধাক্কাই খেল আর্জেন্টিনা, যেখানে শেষ পর্যন্ত থিয়াগো আলমাদার দারুণ গোলে হার এড়াতে সক্ষম হয় তারা।
বুধবার ভোরে আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসের এস্তাদিও মনুমেন্তালে অনুষ্ঠিত ম্যাচে কলম্বিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করে আর্জেন্টিনা। ম্যাচের ২৪তম মিনিটে দুর্দান্ত এক একক প্রচেষ্টায় গোল করেন কলম্বিয়ার লুইস দিয়াজ। তার সেই গোলে প্রথমার্ধে পিছিয়ে থেকেই মাঠ ছাড়ে স্বাগতিকরা।
দ্বিতীয়ার্ধে ৭০তম মিনিটে দলের বড় ধাক্কা আসে যখন এনজো ফের্নান্দেজ প্রতিপক্ষ খেলোয়াড় কাস্তানোর মাথায় বুট লাগিয়ে সরাসরি লাল কার্ড দেখেন। ১০ জনের দলে পরিণত হয় আর্জেন্টিনা।

তবুও হাল ছাড়েনি আলবিসেলেস্তেরা। ৮১তম মিনিটে পালাসিওসের পাস ধরে দুই ডিফেন্ডারকে কাটিয়ে ডান পায়ের শটে গোল করে সমতা আনেন থিয়াগো আলমাদা।
এছাড়া পুরো ম্যাচে আর্জেন্টিনা বেশ কিছু সুযোগ তৈরি করলেও, মেসি, আলভারেজ ও ফের্নান্দেজরা তা কাজে লাগাতে ব্যর্থ হন। কলম্বিয়ান গোলরক্ষক ও রক্ষণভাগ দুর্দান্ত ভূমিকা রাখে গোল ঠেকাতে।
ম্যাচ শেষে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে দুই দল। আর্জেন্টিনার জন্য এটি ছিল প্রস্তুতির অংশ, তবে স্কালোনির দল লাল কার্ডের ঘটনাকে একটি সতর্ক সংকেত হিসেবেই নেবে নিশ্চিতভাবেই।