জয়ে শুরু বাংলাদেশের জুনিয়র এশিয়া কাপ

২৪ মে ২০২৩, ১২:৩৬ এএম | আপডেট: ২৯ মে ২০২৩, ০৫:৪৬ এএম


জয়ে শুরু বাংলাদেশের জুনিয়র এশিয়া কাপ

স্বাগতিক ওমানকে ২-০ গোলে হারিয়ে জুনিয়র এশিয়া কাপ হকিতে যাত্রা শুরু করেছে বাংলাদেশের যুবারা। এই আসর একই সঙ্গে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ হকির বাছাইপর্বও। বাংলাদেশের হয়ে গোল দুটি করেন তাসিন আলী ও জাহিদ হোসেন।

মঙ্গলবার (২৩ মে) ওমানের সালালাহ স্পোর্টস কমপ্লেক্সে 'বি' গ্রুপের খেলায় দুটি গোলই হয় দ্বিতীয় কোয়ার্টারে। প্রথম কোয়ার্টার গোলশূন্য শেষ হওয়ার পর দ্বিতীয় কোয়ার্টারে দুই মিনিটের ব্যবধানে গোল দুটি করে বাংলাদেশ। দুটি গোলই ছিল ফিল্ড গোল। ২২ মিনিটে তাসিন আলী গোল করার পর ২৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জাহিদ হোসেন।

বাংলাদেশের দ্বিতীয় খেলা মালয়েশিয়ার বিপক্ষে। মালয়েশিয়া তাদের প্রথম ম্যাচে উজবেকিস্তানকে হারিয়েছে ৮-১ গোলে।

এমপি/এসজি


বিভাগ : খেলা

বিষয় : খেলা