মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ | ৩০ আশ্বিন ১৪৩১
Dhaka Prokash
Header Ad

১০ বছর পর রেকর্ড গড়ে ইংল্যান্ডকে হারাল শ্রীলঙ্কা

১০ বছর পর রেকর্ড গড়ে ইংল্যান্ডকে হারাল শ্রীলঙ্কা । ছবি: সংগৃহীত

ম্যানচেস্টার ও লর্ডসে লাপাত্তা হওয়ার পর দ্য ওভালে দাপট দেখালো শ্রীলঙ্কা। সিরিজ আগেই হেরে বসেছিল লঙ্কানরা। তবে আজ ধবলধোলাই এড়ানোর লক্ষ্য ছিলো শ্রীলঙ্কাদের, একই সঙ্গে ১০ বছরের লজ্জার রেকর্ড ভাঙার অপেক্ষা ছিলো তাদের। কেননা ইংল্যান্ডে গিয়ে এতদিন পর্যন্ত মাত্র তিনটি ম্যাচ জিতেছিল লঙ্কানরা। শেষ লাল বলের জয়ের দেখা পেয়েছিলো ২০১৪ সালে।

দীর্ঘ ১০ বছর পর পাথুম নিসাঙ্কার অপরাজিত সেঞ্চুরিতে আবারও সাদা পোশাকের ক্রিকেটে ইংলিশদের হারালো লঙ্কানরা। ওভাল টেস্ট স্বাগতিকদের ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে শ্রীলঙ্কা। এই জয়ে হোয়াইটওয়াশ এড়ালো লঙ্কানরা। ২-১ এ সিরিজ জিতেছে ইংল্যান্ড। এদিকে এই জয়ে রেকর্ড গড়েছে শ্রীলঙ্কা।

ইংল্যান্ডে তাদের ২১৯ রান তাড়া করে জয় কোনো এশিয়ান দলের পক্ষে সর্বোচ্চ। এর আগে ২০১০ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৮০ রান তাড়া করে পাকিস্তানের জয় ছিলো সর্বোচ্চ।

২১৯ রানের লক্ষ্যে নেমে আগের দিনই জয়ের ভিত তৈরি করে রেখেছিল শ্রীলঙ্কা। ৫৩ রানে পাথুম নিসাঙ্কা ও ৩০ রানে কামিন্দু মেন্ডিস দিন শুরু করেন। ১ উইকেটে ৯৪ রান ছিল স্কোর। আর ১২ রান করতেই দ্বিতীয় উইকেট পড়ে শ্রীলঙ্কার। ভাঙে ৭৫ বলে ৬৯ রানের জুটি।

তারপর অ্যাঞ্জেলো ম্যাথুজকে নিয়ে একশ ছাড়ানো জুটিতে দলকে জেতান নিসাঙ্কা। সেঞ্চুরি করেন তিনি। ১২৪ বলে ১৩ চার ও ২ ছয়ে ১২৭ রানে অপরাজিত ছিলেন লঙ্কান ওপেনার। ৩২ রানে খেলছিলেন ম্যাথুজ। ১২৭ বলে ১১১ রানের অবিচ্ছিন্ন জুটি ছিল তাদের। ৪০.৩ ওভারে ২ উইকেটে ২১৯ রান করে শ্রীলঙ্কা। চতুর্থ দিনে প্রথম সেশনেই জয়ের বন্দরে পৌঁছায় তারা। ৬৪ ও অপরাজিত ১২৭ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন নিসাঙ্কা।

শ্রীলঙ্কা প্রথমবার ইংল্যান্ডে টেস্ট জিতেছিল ১৯৯৮ সালে, দ্য ওভালে একমাত্র টেস্টে ১০ উইকেটে। তারপর ২০০৬ সালে ট্রেন্ট ব্রিজে ১৩৪ এবং ২০১৪ সালে হেডিংলিতে ১০০ রানের জয়। ১০ বছর পর আরেকটি জয়ের দেখা পেলো তারা।

Header Ad

বিপিএলের ১০ বছর: লাভের রাজ্যে অদৃশ্য ১০৬ কোটি টাকা!

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাস খুব বেশি পুরোনো নয়, তবে দর্শকদের বিনোদন দিতে এবং ক্রিকেটকে আরও আকর্ষণীয় করে তুলতে এই ফরম্যাটের উত্থান ঘটে। বিশেষ করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর জনপ্রিয়তা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার পর ক্রিকেট খেলুড়ে দেশগুলো টুর্নামেন্ট আয়োজনের দিকে ঝুঁকে পড়ে। বাংলাদেশের ক্রিকেট বোর্ডও (বিসিবি) এই ধারাবাহিকতায় বিপিএল আয়োজনের পরিকল্পনা করে।

২০১২ সালে প্রথমবারের মতো মাঠে গড়ায় বিপিএল, যেখানে ৬টি দল অংশ নেয়। আজ ১০টি বছর পেরিয়ে আগামী ডিসেম্বরে বিপিএলের ১১তম আসর শুরু হতে যাচ্ছে। এখন আসা যাক বিপিএলের আয়-ব্যয়ের হিসাবের দিকে।

বিপিএলের প্রথম আসরে আয় হয়েছিল ৩৩ কোটি ৫১ লাখ ৩০ হাজার টাকা, যেখানে ব্যয় হয়েছিল মাত্র ২১ লাখ ৪২ হাজার ২০৩ টাকা। ফলে প্রথম আসর থেকেই বিসিবির লাভ ছিল ৩২ কোটি ৮৩ লাখ ৭০ হাজার ৭৯৭ টাকা। মূলত গেম অন স্পোর্টসের সঙ্গে বিসিবির ৬ বছরের চুক্তি বিপিএলের আয়ের মূল উৎস হিসেবে চিহ্নিত করা হচ্ছে।

দ্বিতীয় আসরে আয় ছিল ৩৮ কোটি ৭৬ লাখ ৪০ হাজার টাকা এবং ব্যয় ছিল ৫ কোটি ৯ লাখ ৮২ হাজার ৮৫১ টাকা। এতে বিসিবির লাভ ছিল ৩৩ কোটি ৬৬ লাখ ৫৭ হাজার ১৪৯ টাকা। প্রথম দুই আসরের আয়-ব্যয়ের হিসাব মিলিয়ে গেম অন স্পোর্টস ম্যানেজমেন্ট বিসিবিকে ৬৬ কোটি ৫০ লাখ ২৭ হাজার ৯৪৬ টাকা লাভ দেয়।

তবে ২০১৩-১৪ সালে বিপিএল অনুষ্ঠিত না হওয়ায় বিসিবির আয় শূন্য ছিল, কিন্তু ব্যয় ছিল ৩ কোটি ৫৭ লাখ ৭৯ হাজার ৩৯৯ টাকা। কারণ হিসেবে জানা যায়, আগের আসরে স্পট ফিক্সিংয়ের কারণে আইসিসির তদন্ত রিপোর্টে বিসিবির বিপুল পরিমাণ টাকা খরচ করতে হয়েছিল।

২০১৫-১৬ সালে ফের মাঠে গড়ায় বিপিএল, যেখানে আয় হয়েছিল ৪১ কোটি ৫৯ লাখ ৩২ হাজার টাকা এবং খরচ হয়েছিল ১৫ লাখ ৪৭ হাজার ৭০৯ টাকা। এরপর বিপিএলের চতুর্থ আসরে আয় ছিল ৪৪ কোটি ৩৪ লাখ ৮১ হাজার টাকা এবং ব্যয় ১৩ কোটি ৩৮ লাখ ৩০ হাজার ৯০১ টাকা।

বিপিএলের তৃতীয় আসর থেকে ব্যয়ের পরিমাণ বাড়তে শুরু করে। বিসিবি গেম অন স্পোর্টস ম্যানেজমেন্টের সঙ্গে চুক্তি বিচ্ছিন্ন করে নিজস্ব ব্যবস্থাপনায় বিপিএল পরিচালনা শুরু করে, যার ফলে ব্যয় বেড়ে যায়।

বিপিএলের ষষ্ঠ আসরে আয় হয়েছিল ৯৭ কোটি ১৯ লাখ ৬০ হাজার ৩১৬ টাকা, যেখানে ব্যয় হয়েছিল ৮৩ কোটি ৩৬ লাখ ৭৯ হাজার ৬১২ টাকা। এটি বিপিএল ইতিহাসের সর্বোচ্চ ব্যয়। উদ্বোধনী অনুষ্ঠানে খরচ হয়েছিল ১৬ কোটি টাকা, যেখানে সালমান খান ও ক্যাটরিনা কাইফ পারফর্ম করেন।

২০২০-২১ সালে করোনার কারণে বিপিএল অনুষ্ঠিত হয়নি, তবে বিশেষ কারণে আয় হয়েছিল ২ কোটি ৫৬ লাখ ১৮ হাজার ৯৩৬ টাকা। ২০২১-২২ সালে ফের বিপিএল অনুষ্ঠিত হলে আয় ছিল ৩৮ কোটি ৫৮ লাখ ৭১ হাজার ৪৭৬ টাকা, আর ব্যয় ছিল ১৯ কোটি ১২ লাখ ৭২ হাজার ২৫১ টাকা।

বিপিএলের ৮ম আসরে আয় হয়েছিল ৫৩ কোটি ৬০ লাখ ৬১ হাজার ৩৪ টাকা এবং ব্যয় ছিল ৩৫ কোটি ৭০ লাখ ৮৮ হাজার ৯২৮ টাকা। ৯ম আসরে আয় ৫৬ কোটি ৪৮ লাখ টাকা এবং ব্যয় ৫১ কোটি ৫৬ লাখ টাকা।

অবশেষে বিপিএলের ১০টি আসরের মোট আয় ৪৯৭ কোটি ৩৮ লাখ ৫৫ হাজার ৫৫২ টাকা, আর ব্যয় ২৭৮ কোটি ৯ লাখ ৯১ হাজার ২৮ টাকা। এতে বিসিবির মোট লাভ ২১৯ কোটি ২৮ লাখ ৯০ হাজার ৫২৪ টাকা। তবে, বিসিবি তাদের ব্যালেন্সে ১০৬ কোটি টাকার অদৃশ্যতার কথা উল্লেখ করেছে। এফডিআরের মধ্যে ৮৭ কোটি টাকা রয়েছে, কিন্তু ক্লোজিং ব্যালেন্সে ১১৩ কোটি টাকার হিসেব মিলাতে পারছে না বিসিবি। অর্থাৎ, আয়-ব্যয় মিলিয়ে ১০৬ কোটি টাকার হদিস মিলছে না।

Header Ad

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ভারতের বিদায়, সেমিফাইনালে নিউজিল্যান্ড

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার কাছে ৯ রানে হারার পর টি-টোয়েন্টি বিশ্বকাপে টিকে থাকার জন্য পাকিস্তানের উপরেই নির্ভর করছিল ভারতের ভাগ্য। কিন্তু নিউজিল্যান্ডের কাছে লো-স্কোরিং এক ম্যাচে হেরে গেল পাকিস্তান। বিশ্বকাপ থেকে ছিটকে গেল হরমানপ্রীত কৌরের ভারত।

গতকাল সোমবার (১৪ অক্টোবর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়া নারী দলের কাছে ৯ রানে হারে ভারত।

আগে ব্যাট করে ২০ ওভারে আট উইকেট হারিয়ে ১৫১ রান তোলে অসিরা। জবাবে ২০ ওভারে ৯ উইকেটে ১৪২ রানে থামে ভারত। আগে ব্যাট করা অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেন গ্রেস হ্যারিস। ৪২ রানের দুটি ইনিংস খেলেন অধিনায়ক তাহলিয়া ম্যাকগ্রা ও এলিস পেরি। তাতে অসিরা পায় লড়াইয়ের পুঁজি। ভারতের পক্ষে দুটি করে উইকেট শিকার করেন রেনুকা সিং ও দীপ্তি শর্মা।

জবাব দিতে নেমে অসি বোলিংয়ের সামনে টিকতেই পারেনি ভারতীয় ব্যাটাররা। উইকেট হারায় নিয়মিত বিরতিতে। অধিনায়ক হারমানপ্রীত কৌরের ৫৪ রানের ইনিংস ছাড়ার বলার মতো বড় সংগ্রহ করতে পারেনি কেউ। শেষ ছয় ব্যাটারের তিনজন আউট হন শূন্য রানে, বাকি তিনজন মিলে করেন ১১। অস্ট্রেলিয়ার পক্ষে দুটি করে উইকেট পান অ্যানাবেল সাদারল্যান্ড ও সোফি মলিনাক্স।

'এ' গ্রুপে চার ম্যাচের সবকটি খেলে ভারতের জয় দুটিতে, পয়েন্ট চার। অন্যদিকে, শীর্ষে থাকা অস্ট্রেলিয়া জিতেছে সব ম্যাচ, পয়েন্ট পূর্ণ আট। চার ম্যাচে তিন জয়ে ছয় পয়েন্ট নিউজিল্যান্ডের। এই গ্রুপ থেকে ভারতকে বিদায় করে তাই সেমি ফাইনালে উঠেছে অসি ও কিউই নারীরা।

Header Ad

বিরামপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

ছবি : ঢাকাপ্রকাশ

দিনাজপুরের বিরামপুরে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৪ পালিত হয়েছে।

মঙ্গলবার(১৫ অক্টোবর) বিকেল সাড়ে ৩ টায় দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে র‍্যালি বের হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) সোহানুর রহমান সুমন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুজহাত তাসনীম আওন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, বিরামপুর উপজেলা কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, বিরামপুর প্রেসক্লাবের শাহ আলম মন্ডল প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার হাতের গুরুত্ব তুলে ধরেন। হাত কে পরিস্কার রাখতে হলে নিয়ম মেনে হাত ধোয়ার বিকল্প নেই বলে জানান তারা।

এর আগে কিভাবে হাত ধোয়ার বিভিন্ন কলা কৌশল সকলের কাছে উপস্থাপন করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের অফিস সহকারি মোস্তাফিজুর রহমান মাসুম।

এছাড়া অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, স্কাউটস সদস্য, স্থানীয় সাংবাদিকসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Header Ad

সর্বশেষ সংবাদ

বিপিএলের ১০ বছর: লাভের রাজ্যে অদৃশ্য ১০৬ কোটি টাকা!
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ভারতের বিদায়, সেমিফাইনালে নিউজিল্যান্ড
বিরামপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
বেসিসের সাবেক সভাপতি আলমাস কবীর গ্রেপ্তার
মিস গ্রান্ড প্রতিযোগিতায় মুকুট জয়ে ভোট চাইলেন জেসিয়া
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ১৭ অক্টোবর থেকে শুরু হচ্ছে গণহত্যার বিচার
হাথুরুসিংহে বরখাস্ত, নতুন হেড কোচ ফিল সিমন্স
সিন্ডিকেট ভাঙতে কঠোর পদক্ষেপ: করপোরেট ব্যবসায়ীদের বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতারের হুঁশিয়ারি
৮ দিনের ছুটি শেষে আগামীকাল খুলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পুত্র সন্তানের বাবা হলেন পেসার শরিফুল
ডিমের নতুন দাম নির্ধারণ করলো সরকার, বুধবার থেকে কার্যকর
দোষী সাব্যস্ত হলে শেখ হাসিনাকে ফেরত আনা হবে: আইন উপদেষ্টা
এইচএসসিতে শিক্ষাবোর্ড সেরা রাজশাহী জেলা, দ্বিতীয় বগুড়া
চলতি বছরেই আমার দেশ পত্রিকা চালু করা হবে: মাহমুদুর রহমান
১১ বছর পর পাকিস্তানের মাটিতে চীনের প্রধানমন্ত্রী
যে কারণে নায়িকা হতে চান না মাহি
এইচএসসিতে ৬৫ কলেজে পাস করেনি কেউ
জুলাই-আগস্ট বিপ্লবের ভিডিও ও স্থিরচিত্র জমাদানের আহ্বান তথ্য অধিদপ্তরের
আজ বিশ্ব হাত ধোয়া দিবস
এইচএসসিতে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও এগিয়ে মেয়েরা