খেলা

ওয়ানডেতে নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ


স্পোর্টস ডেস্ক
প্রকাশ :১২ জুন ২০২৫, ১২:৪৯ পিএম

ওয়ানডেতে নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ
মেহেদী হাসান মিরাজ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পাচ্ছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। আগামী এক বছরের জন্য তাকে এই দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এ নিয়ে বাংলাদেশ ক্রিকেট এখন তিন ফরম্যাটে তিন অধিনায়কের যুগে প্রবেশ করল। এর আগে টি-টোয়েন্টির নেতৃত্বে পরিবর্তন আসার পর এবার ওয়ানডেতেও দায়িত্ব ছাড়ছেন নাজমুল হোসেন শান্ত।

বিসিবির এক পরিচালক বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, নাজমুল হোসেন শান্ত ওয়ানডে অধিনায়কত্বে আগ্রহ না দেখানোয় নতুন নেতৃত্বের প্রয়োজন পড়ে। মিরাজকে আপাতত এক বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। তার পারফরম্যান্স, নেতৃত্বদানের দক্ষতা ও দলের মধ্যে সমন্বয় বজায় রাখার ক্ষমতা বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রয়োজনে ভবিষ্যতে মেয়াদ বাড়ানোর কথাও ভাবা হবে বলে জানান তিনি।

সাম্প্রতিক সময়ে বল হাতে ধারাবাহিক পারফরম্যান্সের পাশাপাশি ব্যাট হাতে গুরুত্বপূর্ণ সময়ে ভূমিকা রাখার পাশাপাশি ঠাণ্ডা মাথায় খেলার গুণে মিরাজ হয়েছেন নির্বাচকদের আস্থার প্রতীক।

এর আগে টেস্ট ও টি-টোয়েন্টিতে আলাদা অধিনায়ক থাকলেও ওয়ানডে দলে এই প্রথম মিরাজকে নেতৃত্বে দেখা যাবে। আগামী মাসে শ্রীলঙ্কার মাটিতে আসন্ন সিরিজ দিয়েই তার অধিনায়কত্বে যাত্রা শুরু হওয়ার কথা রয়েছে।