বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১
Dhaka Prokash

দোষীদের সাময়িক ছাত্রত্ব বাতিল, সিট বাতিল ও সতর্ক করা হলো

লেখা ও ছবি : আতোয়ার রহমান, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

২৮ ফেব্রুয়ারি, সোমবার ময়মনসিংহের ত্রিশালের ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়’র ‘লোকপ্রশাসন ও সরকার পরিচালনাবিদ্যা’র ২০১৯-’২০ শিক্ষাবর্ষের ছাত্র ওয়ালিদ নিহাদকে ব্যাপকভাবে মারধর ও গালাগালির ঘটনা ঘটেছে। এরপর আহত ও নির্যাতিত ছাত্রটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের বরাবর তার হল এবং বিভাগের শিক্ষকদের মাধ্যমে লিখিত অভিযোগ করেছেন। তারপর তদন্ত করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয়টি দোষী ছাত্রলীগ নেতাকর্মীদের বিপক্ষে তাদের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করেছে।
মারধর ও গালাগালির শিকার নিহাদ তার শিক্ষকদের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিতভাবে অভিযোগে বলেছেন, ‘কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ শাখার সাধারণ সম্পাদক ও ছাত্র রাকিবুল হাসান রাকিব গ্রুপের ছাত্ররাজনীতি না করায় তাকে তার হলের রুমে ব্যাপকভাবে মারধর ও গালি দেওয়া হয়েছে। তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ৩২৪ নম্বর কক্ষের আবাসিক ছাত্র। তার রুমে এসে ১৫ জন ছাত্র নামধারী মিলে মেরেছে।’
৭ মার্চ, ২০২২ তারিখে এই অভিযোগের প্রেক্ষিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ‘শৃঙ্খলা কমিটি’র জরুরী সভা বসেছে। শুরু হয়েছে বিকাল ৩টায়। কমিটির চেয়ারম্যান ও উপাচার্য অধ্যাপক ড. সোমিত্র শেখরের নেতৃত্বে শিক্ষকদের আলোচনা হয়েছে। তারা রাত ১০টা পর্যন্ত টানা বৈঠক করেছেন। ভুক্তভোগী ও নির্যাতনকারীদের বক্তব্য একে, একে শুনেছেন। এরপর ব্যবস্থা গ্রহণ করেছেন।
সাময়িকভাবে বহিস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চারজন ছাত্র ও ছাত্রলীগের কমীকে। তাদের স্থায়ীভাবে কেন বহিস্কার করা হবে জানতে চেয়ে কারণ দশানোর নোটিশ জারি করা হয়েছে। মোট আটজন ছাত্রের হলের সিট বাতিল করা হয়েছে। সতর্কীকরণ পত্র জারি করা হয়েছে চারজনের বিপক্ষে।
সাময়িকভাবে বহিস্কার করা হয়েছে নাট্যকলা ও পরিবেশনাবিদ্যার ছাত্র মোমেন সরকারকে। তিনি ২০১৪-’১৫ শিক্ষাবর্ষের ছাত্র। শ্রেণী রোল নম্বর-১৫১২৩১৩৬। তার সঙ্গী হয়েছেন তাদের ছাত্রলীগের কর্মী যাযাবর নাঈম নামে ক্যাম্পাসে পরিচিত ফোকলোরের ছাত্র আবু নাঈম আব্দুল্লাহ। তার শ্রেণী রোল নম্বর-১৬১২৩২৭০, ২০১৫-'১৬ শিক্ষাবর্ষের ছাত্র। তৃতীয় বহিস্কার আদেশটি পেয়েছেন সামিউল হক হিমেল। তিনি ২০১৬-’১৭ সেশনের লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা’র ছাত্র, শ্রেণী রোল নম্বর-১৭১১২৮৩৮। একই বিভাগের ২০১৮-’১৯ শিক্ষাবর্ষের ও ১৯১২৩১২৭ রোল নম্বরের ছাত্র তানভীর আহমেদ তুহিনকেও সাময়িকভাবে বহিস্কার করা হয়েছে। এই চারজন আর ক্যাম্পাসের হলে ছাত্র হিসেবে বসবাস করতে পারবেন না। তাদের হল সিটগুলোও বাতিল করে সুপারিশ গ্রহণ করা হয়েছে। শৃঙ্খলা কমিটি আগামী ১৪ মার্চ বা ১৫ দিনের মধ্যে কেন তাদের প্রত্যেককে স্থায়ীভাবে বহিস্কার করা হবে না বা ছাত্রত্ব বাতিল করা যাবে না জবাব আবেদন আকারে লিখে দেবার জন্য কারণ দর্শানোর নোটিশ প্রদান করার সুপারিশ গ্রহণ করেছে। তাদের সঙ্গী স্থানীয় সরকার ও নগর উন্নয়নের ১৭১২৩৮০৯ শ্রেণী রোলের ২০১৬-’১৭ সেশনের ছাত্র এবং ছাত্রলীগের কর্মী ও মারধরের ঘটনায় যুক্ত আবু সোলায়মান নাঈমেরও হলের সিট বাতিল করে দেওয়া হয়েছে। তার বিপক্ষে সতর্কীকরণ পত্র ইস্যুর সুপারিশ গ্রহণ করা হয়েছে। এই সতর্কপত্র প্রদান করা হয়েছে সঙ্গী-লোকপ্রশাসন ও সরকার পরিচালনবিদ্যা’র সারজীল হাসানকে। তিনি ২০১৭-’১৮ সেশনের ছাত্র, রোল নম্বর-১৮১২৩১৩৫। তাদের অন্যতম মো. পলাশকে সতর্কীকরণ পত্র ইস্যুর সুপারিশ করা হয়েছে। সমাজবিজ্ঞান বিভাগে শ্রেণী রোল-১৯১২৪২৩৫ নিয়ে ২০১৮-’১৯ সেশনে ভতি হয়েছেন তিনি। তাদের অন্যতম জোবায়ের আহমেদ সাব্বিরকে সতর্কীকরণ পত্র ইস্যু করতে সুপারিশ করা হয়েছে। তিনি ইইএস (ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক্স সায়েন্স)তে পড়ালেখা করেন। তার শিক্ষাবষ-২০১৮-’১৯। শ্রেণী রোল-১৯১০২৯০৬। হল সিট বাতিল করা হয়েছে-২০১৭-'১৮ শিক্ষাবষের, ১৮১২৩৭৪৮ শ্রেণী রোল নম্বরের ‘জনসংখ্যা বিজ্ঞান’র ছাত্র মোহাম্মদ সৌরভ হোসেন, হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতির ২০১৮-’১৯ শিক্ষাবর্ষের ১৯১৩২৫২৩ রোল নম্বরধারী মো. ছনিক মিয়া, মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের একই সেশনের ১৯১৩৩০১৮ রোল নম্বরের মো. মোজাহিদ হোসেন সজীবেও।
বিশ্ববিদ্যালয়ের গ্রহণ করা ব্যবস্থায় এই প্রতিজন ছাত্রের নামে গ্রহণ করা ব্যবস্থা ও যাদের সতক করা হয়েছে তাদের সতর্কপত্রের অনুলিপি রেজিস্টি ডাকযোগে তাদের বাড়ির ঠিকানায় অভিভাবকদের জানানোর জন্য প্রেরণের ব্যবস্থা করা হয়েছে। তারা ভবিষ্যতে কেউ তাদের বিপক্ষে নেওয়া প্রশাসনিক ব্যবস্থার প্রতিক্রিয়া দেখাতে গিয়ে আবার কোনো বিশৃঙ্খলা ঘটালে এবং এমন কোনো ঘোরতর অন্যায়ে যুক্ত হলে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন কঠোর ব্যবস্থা গ্রহণ করে সেই সুপারিশও গ্রহণ করা হয়েছে।
সভা শেষে উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর বলেছেন, ‌‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে তাদের বিপক্ষে হওয়া তদন্ত কমিটির প্রদান করা প্রতিবেদনানুসারে ও নিরপেক্ষতার ভিত্তিতে দোষী ছাত্রদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’ তিনি জানিয়েছেন, ‘আমরা কোনো দল বিবেচনা করিনি। ন্যায়বিচারের প্রশ্নগুলোই গুরুত্ব দিয়েছি।’ ড. সৌমিত্র শেখর জানিয়েছেন, ‘আইনতভাবে আমাদের দোষী ছাত্রদের সবাইকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছে ও এরপর সব সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় আইন মেনে নেওয়া হয়েছে।’
ওএস।

আরও ৩ দিন হিট অ্যালার্ট জারি

হিট অ্যালার্ট জারি। ছবি: সংগৃহীত

দেশজুড়ে চলমান তাপমাত্রার পারদে উঠতি গতার খুব একটা হেরফের না হওয়ায় এখনও অস্বস্তি কমেনি। মাথার ওপর গনগনে সূর্যকে সঙ্গী করেই প্রচণ্ড দাবদাহে নাজেহাল পরিস্থিতি পার করছে মানুষ। যদিও কয়েকদিনের তুলনায় কিছুটা বাতাসের উপস্থিতি থাকলেও পরবর্তী ৭২ ঘণ্টা তাপপ্রবাহ অব্যাহত থাকার কথা জানিয়েছে আবহাওয়া অফিস।

বুধবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান এ তথ্য জানান।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক বলেন, আমরা এর আগে তিন দিনের যে হিট অ্যালার্ট জারি করেছিলাম তার মেয়াদ আজ শেষ হচ্ছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) থেকে আরও তিন দিনের হিট অ্যালার্ট জারি করা হবে। কারণ, আপাতত বড় পরিসরে বৃষ্টি হয়ে তাপপ্রবাহ দূর হওয়ার সম্ভাবনা নেই। আমরা হিট অ্যালার্ট জারি করে সরকারকে জানিয়ে দিই। সরকার সে অনুযায়ী ব্যবস্থা নেবে। সংশ্লিষ্টরা তাদের করণীয় যা সেটা করবে।

তিনি বলেন, সারাদেশের তাপমাত্রা গতকালের থেকে আজ কিছুটা বেড়েছে। চলতি এপ্রিল মাসে তাপপ্রবাহ পুরোপুরি দূর হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমরা দেখছি যে এটা মে মাসের ২ থেকে ৩ তারিখ পর্যন্ত চলবে। এরপর হয়তো বিভিন্ন অঞ্চলে কিছু বৃষ্টির সম্ভাবনা আছে। এর আগে পর্যন্ত বড় পরিসরে বৃষ্টির সম্ভাবনা নেই। স্থানীয়ভাবে বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও বৃষ্টি হতে পারে।

মো. আজিজুর রহমান বলেন, আপাতত দিনের তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস পার হওয়ার কোনো লক্ষণ দেখছি না। ৩০ এপ্রিল পর্যন্ত তাপমাত্রা আর খুব বেশি বাড়ার সম্ভাবনা নেই।

এদিকে বুধবার সন্ধ্যা ৬টায় দেওয়া পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। খুলনা বিভাগসহ দিনাজপুর, নীলফামারী, রাজশাহী, পাবনা, ফরিদপুর ও গোপালগঞ্জ জেলাসমূহের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ময়মনসিংহ, মৌলভীবাজার, রাঙ্গামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও বান্দরবান জেলাসহ বরিশাল বিভাগ এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শুক্রবার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। বিরাজমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিবিরাজ করতে পারে।

শনিবার (২৭ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। বিরাজমান তাপ প্রবাহ অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বিরাজ করতে পারে।

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প আসছে বাংলাদেশের পর্দায়

ডকুফিল্ম ‘মুচাচোস’ এর পোস্টার। ছবি: সংগৃহীত

৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে ২০২২ সালের কাতার বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। সৌদি আরবের কাছে হেরে অঘটন দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল আলবিসেলেস্তারা। তবে শেষমেশ লিওনেল মেসির হাতেই ওঠে বিশ্বকাপের সোনালি ট্রফি, এমন বিশ্ব আসরকে সেরা বলতে বাধ্য যে কেউ।

অবিস্মরণীয় এই বিশ্বকাপের রোমাঞ্চ নিয়ে এরইমধ্যে নির্মিত হয়েছে বেশ কিছু ডকুফিল্ম। যার মধ্যে আলোচিত একটি স্প্যানিশ ভাষায় নির্মিত ডকুফিল্ম ‘মুচাচোস’।

স্প্যানিশ পরিচালক জেসাস ব্র্যাসেরাস নির্মাণ করেছেন ১০০ মিনিটের এই ডকুফিল্ম। গত ডিসেম্বরে আর্জেন্টিনায় মুক্তি পাওয়া ‘মুচাচোস’ সেখানকার দর্শকদের মধ্যে দারুণ সাড়া তুলেছিল।

সংবাদ বিজ্ঞপ্তিতে স্টার সিনেপ্লেক্স জানিয়েছে, আগামী শুক্রবার ‘মুচাচোস’ মুক্তি পাবে এই মাল্টিপ্লেক্সের সবগুলো শাখায়।

বাংলাদেশে ডকুফিল্মটি মুক্তি নিয়ে স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, “বাংলাদেশে আর্জেন্টিনার বিপুলসংখ্যক সমর্থক রয়েছে। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার খেলা উপভোগ করেছে কোটি মানুষ। বিশ্বকাপ জয়ের পর ঢাকাসহ সারাদেশ উৎসবমুখর হয়ে উঠেছিল। বাংলাদেশের সমর্থকদের উন্মাদনা দেখে রীতিমত অবাক হয়েছেন আর্জেন্টিনার মানুষও।

“লিওনেল মেসির হাত ধরে বিশ্বকাপ জয়ের এই মুহূর্ত নিয়ে ভক্তদের উৎসাহ ফুরাবে না সহজে। এই ভক্ত-সমর্থকদের জন্যই ‘মুচাচোস’ নিয়ে এসেছি আমরা। আশা করি এই ছবি দেখাটা চমৎকার একটা ব্যাপার হবে দর্শকদের জন্য।’’

‘মুচাচোস’এ অভিনয় করেছেন জেসুস ব্র্যাসেরাস, বসসি অগাস্টিন বসি, হার্নান ক্যাসশিয়ারি, ম্যাক্সিমিলিয়ানো লাসানস্কিসহ আরও অনেকে।

শরীয়তপুরে দুপক্ষের সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণ, আহত ৫

হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন সংঘর্ষে আহত এক ব্যক্তি। ছবি: সংগৃহীত

শরীয়তপুরের জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও তার প্রতিপক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছেন। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

বুধবার (২৪ এপ্রিল) সকাল থেকে দফায় দফায় উপজেলার বিলাসপুর ইউনিয়নের সারেংকান্দি এলাকায় এ সংঘর্ষ হয়।

আহতরা হলেন- শাহাবুদ্দিন সারেং (৩০), মো. আরশাদুল (১১), সৈকত সরদার (১৯), হাজেরা বেগম (৭৫) ও আকাশ হাওলাদার (২৮)।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, জাজিরা উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বিলাসপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল কুদ্দুস বেপারী এবং তার নির্বাচনি প্রতিদ্বন্দ্বী সাবেক ইউনিয়ন যুবলীগ নেতা আব্দুল জলিল মাদবরের আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব দীর্ঘদিনের। এই নিয়ে বেশ কয়েকবার দুপক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। গত ২৭ মার্চ দুপক্ষের সংঘর্ষে বোমার আঘাতে সজীব মুন্সী নামের এক যুবক গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সেই ঘটনার সূত্র ধরে আজ আবারও দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। সকাল থেকে দফায় দফায় সংঘর্ষ চলে। এসময় তারা সারেংকান্দি এলাকায় ফসলি জমিতে নেমে একে–অপরকে লক্ষ্য করে হাতবোমা (ককটেল) ছুঁড়তে থাকে। ককটেলের মুহুর্মুহু শব্দে ভারী হয়ে উঠে আশপাশ। এই ঘটনায় শাহাবুদ্দিন, আরশাদুল, সৈকত, আকাশ ও হাজেরা নামে ৫ জন গুরুতর আহত হয়। পরে তাঁদের উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরমধ্যে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য শাহাবুদ্দিন, আরশাদুল, সৈকত ও আকাশকে ঢাকায় পাঠান। এছাড়া দুপক্ষের বেশকিছু বাড়িঘর ভাংচুর করা হয়। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল জলিল মাদবর অভিযোগ করে বলেন, ‘কুদ্দুস বেপারীর লোকজন গতকাল মঙ্গলবার আমাকে উদ্দেশ্য করে ফেসবুকে স্টাটাস দিয়ে বলেন, ‘‘বাবার জন্মে হয়ে থাকলে সবার সামনে গিয়ে মারামারি করিস। পোলাপান সামনে দিয়ে মারামারি করিস না। আগামীকাল সকালে শুরু হবে।’’ এ বিষয়ে আমি পুলিশকে জানিয়েছি। পরে আজ কুদ্দুস বেপারীর লোকজন আমার লোকজনের বাড়িঘর ভাংচুর করে ও আমাদের লোকজনের ওপর হামলা চালায়।’

তবে আওয়ামী লীগ নেতা আব্দুল কুদ্দুস বেপারী বলেন, ‘জলিল মাদবর মারামারি করার জন্য কয়েক গ্রাম থেকে লোকজন এনে আমার লোকজনের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে। পরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে আমার একজন লোক মুমূর্ষু অবস্থায় আছে।’

এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, কয়েক বছর যাবত বিলাসপুর ইউনিয়নে দুইটি গ্রুপের মধ্যে দ্বন্দ্ব, হামলা-মামলা চলছে। তারই জেরে আজ দুই পক্ষ সংঘর্ষে জরায়। আমরা ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ থামাতে চেষ্টা করি। কিন্তু আমরা পৌঁছানোর আগেই দুপক্ষের অন্তত চারজন লোক আহত হয়। তারা বেশ কিছু ককটেল বিস্ফোরণ ঘটায় ও বাড়িঘর ভাংচুর করেছে। যারা এসব ঘটিয়েছে তাদের আটকের চেষ্টা চলছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ

আরও ৩ দিন হিট অ্যালার্ট জারি
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প আসছে বাংলাদেশের পর্দায়
শরীয়তপুরে দুপক্ষের সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণ, আহত ৫
মুক্তি পেল ইমতু রাতিশ ও অলংকার এর 'বরিশাইল্লা সং'
জরুরি সাংগঠনিক নির্দেশনা দিলো ছাত্রলীগ
সাহিত্য চর্চার আড়ালে শিশু পর্নোগ্রাফি বানাতেন টিপু কিবরিয়া
সাজেকে শ্রমিকবাহী ট্রাক খাদে পড়ে নিহত ৬
ধাওয়া খেয়ে গরু ও গাড়ি রেখে পালালো চোর, গাড়িতে আগুন দিল জনতা
আর্জেন্টাইন ফুটবলার কার্লোস তেভেজ হাসপাতালে ভর্তি
সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে এফডিসিতে মানববন্ধন
রাজবাড়ীতে হিটস্ট্রোকে স্কু‌লশিক্ষকের মৃত্যু
প্রসূতির পেটে গজ ও ফুল রেখে সেলাইয়ের অভিযোগ, তদন্ত কমিটি গঠন
তাপদাহ কমে গেলে লোডশেডিং থাকবে না: বিদ্যুৎ সচিব
ইন্টারনেট ছাড়াই হোয়াটসঅ্যাপে ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে
ইতিহাস গড়লেন বাংলাদেশি নারী বক্সার জিন্নাত ফেরদৌস
নিজে না মেরেও সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলেন রিয়াজ
নারী কর্মীদের বোরকা ও নেকাব পরা নিষিদ্ধ করল চট্টগ্রাম চক্ষু হাসপাতাল
ব্যাংককে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা
কালশী উড়ালসেতুর নাম বদলে হলো শেখ তামিম মহাসড়ক
ক্যান্সারে না ফেরার দেশে পেপার রাইম ব্যান্ডের সাদ