
এবার ক্যানসার শনাক্ত করবে এআই
১৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:২৬ পিএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৩, ০৭:৩৬ এএম

নতুন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রোগ্রাম বিকশিত হচ্ছে, যা ক্যানসার কোষ নির্ভুলভাবে শনাক্ত করতে পারে। চিকিৎসক ও বিজ্ঞানীরা বলছেন, এ প্রোগ্রাম বা টুল ক্যানসার নির্ণয়ের প্রক্রিয়াকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা সব জায়গায় বিকল্প হয়ে উঠছে। কৃত্রিম বুদ্ধিমত্তা এমন কোনো কাজ নেই যেটা করতে পারে না। এআই খবর পড়া থেকে শুরু করে রচনা লেখা, চাকরি বা ছুটির আবেদন, চুক্তিপত্র, কোনো ঘটনা সম্পর্কে ব্যাখ্যা, ছোটখাটো প্রতিবেদন তৈরি করে দিতে পারে।
একটি সমীক্ষায় দেখা যায়, বিদ্যমান ব্যবস্থার চেয়ে এআইয়ের ওই অ্যালগরিদম বেশ কার্যকরভাবে ক্যানসার শনাক্ত করতে পারে। সিটি স্ক্যানে যেমন ক্যানসারযুক্ত কোষের অস্বাভাবিক বৃদ্ধি দেখা যায়, তেমনি এআই টুলও তা শনাক্ত করতে পারে।
ইম্পেরিয়াল কলেজ লন্ডনের দ্য ইনস্টিটিউট অব ক্যানসার রিসার্চ ও রয়্যাল মার্সডেন এনএইচএস ফাউন্ডেশন ট্রাস্টের বিশেষজ্ঞরা এআই টুলটি নকশা করেন, যা ক্যানসার কোষ দ্রুত শনাক্ত করে রোগীকে চিকিৎসার আওতায় আনতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী, প্রতিবছর বিশ্বজুড়ে এক কোটি মানুষের ক্যানসারে মৃত্যু হয়। আর বিশ্বজুড়ে প্রায় ছয়জনের একজন ক্যানসারে মারা যান।
গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, গবেষক দলটি রেডিওমিক্সের মাধ্যমে প্রায় ৫০০ রোগীর ফুসফুসে শনাক্ত কোষের অস্বাভাবিক বৃদ্ধির সিটি স্ক্যান ব্যবহার করে এআই অ্যালগোরিদম সমৃদ্ধ করেন। রেডিওমিক্স কৌশল ওই সব সিটি স্ক্যান থেকে গুরুত্বপূর্ণ তথ্য বের করে, যা সাধারণত মানুষের চোখে ধরা পড়ে না। পরে নির্ভুলভাবে ক্যানসারযুক্ত কোষ এআই মডেলটি শনাক্ত করতে পারে কি না, তা পরীক্ষা করা হয়।
ক্যানসার পূর্বানুমানে মডেলটি কতটা কার্যকর, তা যাচাই করতে সমীক্ষায় একটি মান ব্যবহার করা হয়, যার নাম ছিল বক্ররেখার নিচের এলাকা (এইউসি-এরিয়া আন্ডার দ্য কার্ভ)। এইউসি মান ১ মানে হলো মডেলটি নিখুঁত ও নির্ভুলভাবে কাজ করে এমনটা নির্দেশ করে। আর দশমিক ৫ যথেচ্ছভাবে কাজ করে নির্দেশ করে। সমীক্ষায় দেখা যায়, ক্যানসার ঝুঁকিতে থাকা প্রতিটি কোষ শনাক্তে এআই মডেলটির স্কোর ছিল এইউসি দশমিক ৮৭। ক্লিনিকে ব্যবহৃত পরীক্ষা ব্রক স্কোরের কর্মক্ষমতা আরও বাড়ে এবং স্কোর হয় দশমিক ৬৭।
লিব্রা স্টাডির প্রধান তদন্তকারী ডা. রিচার্ড লি বলেছেন, ‘এর মধ্য দিয়ে এআইয়ের মতো উদ্ভাবনী প্রযুক্তি ব্যবহার করে রোগ শনাক্তের সীমারেখা আরও সামনে নিয়ে যাবে বলে আমরা আশা করি। এর আগে ক্যানসারের আগ্রাসী ধরনের জন্য মাত্র ৩০ দিনের মধ্যে একটি চিকিৎসাপদ্ধতি বিকশিত করে এআই। এ ছাড়া এটি চিকিৎসকের নোট ব্যবহার করে রোগীর বেঁচে থাকার হারও ভবিষ্যদ্বাণী করতে পারে।’
ফার্মা নামের ওষুধ আবিষ্কারের একটি এআই প্ল্যাটফর্ম ব্যবহার করে হেপাটোসেলুলার কার্সিনোমার (এইচসিসি) সম্ভাব্য চিকিৎসা বিকাশের জন্য ইনসিলিকো মেডিসিনের সঙ্গে ইউনিভার্সিটি অব টরন্টোর গবেষকেরা কাজ করেছেন। এইচসিসি হলো একধরনের লিভার ক্যানসার। এআই নতুন এক চিকিৎসাপথ উদ্ভাবন করেছে এবং একটি ‘নভেল হিট মলিকিউল’ নকশা করেছে, যা লক্ষ্যে পৌঁছাতে সক্ষম।

রসায়নে নোবেল পুরস্কার পেলেন তিন মার্কিন বিজ্ঞানী
০৪ অক্টোবর ২০২৩, ০৪:২২ পিএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৩, ০৮:৪৮ এএম

২০২৩ সালের জন্য রসায়নে নোবেল বিজয়ী হয়েছেন তিন মার্কিন বিজ্ঞানী। বুধবার (৪ অক্টোবর) এই পুরস্কারের জন্য বাংলাদেশ সময় বিকাল ৩টা ৪৫ মিনিটে তাদের নাম ঘোষণা করে দ্য রয়েল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস। বিজয়ীরা হলেন, মুঙ্গি জি বাওয়েন্দি, লুইস ই ব্রুস এবং অ্যালেক্সি আই একিমোভ।
নোবেল কমিটি ঘোষণায় বলেছে, কোয়ান্টাম ডটের আবিষ্কার, উন্নয়ন এবং ন্যানো ক্রিস্টাল প্রযুক্তি বা ন্যানোপার্টিকলের আকার ও বৈশিষ্ট্য নির্ধারণে ভূমিকা রাখায় এই সম্মানজনক পুরষ্কারে ভূষিত করা হয়েছে তিন গবেষককে। তারা তিন জনই মার্কিন নাগরিক।
তবে নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগে এবারের নোবেল বিজয়ীদের নাম ফাঁস হয়ে যায়। এ নিয়ে একাধিক সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়। কিন্তু বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দেয় সংশ্লিষ্ট মহল। কিন্তু পৌনে ৪টায় ঘোষিত বিজয়ীদের নামের তালিকার সঙ্গে ফাঁস হওয়া তালিকা মিলে যায়। এ বিষয়ে নোবেল কমিটির তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সোমবার থেকে এই বছরের নোবেল পুরস্কার ঘোষণা শুরু হয়েছে। এরই মধ্যে ঘোষণা করা হয়েছে চিকিৎসা ও পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম।
মঙ্গলবার পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। চলতি বছর পদার্থ বিজ্ঞানে নোবেল জিতেছেন যুক্তরাষ্ট্র, জার্মানি ও সুইডেনের তিন বিজ্ঞানী। ইলেকট্রন গতিবিদ্যার গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তাদেরকে এই পুরস্কার দিয়েছে নোবেল কমিটি।
পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কারজয়ী তিন বিজ্ঞানী হলেন- পিয়েরে অ্যাগোস্টিনি (যুক্তরাষ্ট্র), ফেরেঙ্ক ক্রাউস (জার্মানি) এবং অ্যান ল'হুইলিয়ার (সুইডেন)।
এর আগে সোমবার চিকিৎসাবিজ্ঞানে নোবেলজয়ীদের নাম ঘোষণা করা হয়। এবারে নোবেল পুরস্কার পেয়েছেন কাতালিন ক্যারিকো ও ড্রিউ ওয়েইসম্যান। করোনার টিকা তৈরিতে অবদানের জন্য হাঙ্গেরি ও যুক্তরাষ্ট্রের দুই বিজ্ঞানী যৌথভাবে এবারের চিকিৎসাবিজ্ঞানের নোবেল জিতে নিয়েছেন। করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তারা।
আগামীকাল ৬ অক্টোবর সাহিত্যে অবদান রাখায় ঘোষণা করা হবে নোবেলজয়ীর নাম। ৬ অক্টোবর শান্তিতে নোবেলজয়ীর নাম ঘোষণা করা হবে।

কবি রাধাপদের ওপর হামলার মূল আসামি গ্রেপ্তার
০৪ অক্টোবর ২০২৩, ০৪:০৫ পিএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৩, ০৮:৪৯ এএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পূর্বশত্রুতার জেরে রাধাপদ রায় (৮২) নামের চারণকবিকে হামলার ঘটনায় মামলার মূল আসামি রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে কুড়িগ্রাম পৌর শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন কুড়িগ্রামের পুলিশ সুপার (এসপি) আল আসাদ মো. মাহফুজুল ইসলাম।
তিনি বলেন, মাছ ধরাকে কেন্দ্র করে এবং পারিবারিক পূর্ব শত্রুতার জেরে কবি রাধাপদকে মারধরের ঘটনায় প্রধান আসামি রফিকুল ইসলামকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে। অপর আসামি কদুর আলীকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পুলিশ সুপার আরও বলেন, এই বিষয়টি একান্তই ব্যক্তিগত। আপনারা সবাই জানেন, এটি পারিবারিক ঘটনা। কেউ কেউ এটিকে অন্যভাবে প্রচারণাও চালিয়েছে। ভুয়া তথ্য না ছড়ানোর জন্য সবাইকে বিনতি অনুরোধ করছি। আমরা কবির খোঁজ রাখছি সবসময়।
এর আগে গত ৩০ সেপ্টেম্বর সকালে রাধাপদ রায়ের নিজ গ্রামে এ হামলার ঘটনা ঘটে। রাধাপদ রায় নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের গোড্ডারপাড় বটতলা গ্রামের বাসিন্দা। ওইদিন চিকিৎসার জন্য কবিকে নেওয়া হয় নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এ ঘটনায় রাধাপদ রায়ের ছেলে শ্রী জুগল রায় পরদিন রোববার অভিযুক্তদের বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মামলা দায়ের করেন।

রাষ্ট্রপতির কাছে নিঃশর্ত ক্ষমা চাইলে খালেদা জিয়ার স্থায়ী জামিনের সুযোগ আছে: আইনমন্ত্রী
০৪ অক্টোবর ২০২৩, ০৩:৫৬ পিএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৩, ০৮:৪৯ এএম

রাষ্ট্রপতির কাছে নিজের দোষ স্বীকার করে নিঃশর্ত ক্ষমা চাইলেই কেবল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া স্থায়ী জামিন পেতে পারেন বা বিদেশে যেতে পারেন বলে মন্তব্য করছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ‘যে কেউ সাংবিধানিকভাবে এই আবেদন করতে পারবেন।’
আজ বুধবার দুপুরে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই মন্তব্য করেন।
আইনমন্ত্রী বলেন, ‘সাজাপ্রাপ্ত যে কোনো আসামি তাঁর দণ্ড মওকুফের জন্য মহামান্য রাষ্ট্রপতির কাছে আবেদন করতে পারেন।
নির্বাহী আদেশের বিষয়ে আনিসুল হক বলেন, ‘প্রধানমন্ত্রী নির্বাহী আদেশে ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারা অনুযায়ী শর্ত যুক্তভাবে খালেদা জিয়ার সাজা স্থগিত করে চিকিৎসার ব্যবস্থা করেছেন, সেটি দ্বিতীয়বার আর করার কোনো সুযোগ নেই।’
মির্জা ফখরুলের বক্তব্যের বিষয়ে আইনমন্ত্রী বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনের মিথ্যা ও ভিত্তিহীন বক্তব্য দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তুলনা করেছেন। শেখ হাসিনা ২০০৮ সালে নিঃশর্ত জামিনে ছিলেন বলেই বিদেশে চিকিৎসা নিতে পেরেছিলেন। তাকে শর্ত দিয়ে জামিন দেওয়া হয়নি। বেগম খালেদা জিয়া শর্ত সাপেক্ষে জামিনে বাসায় চিকিৎসা নিচ্ছেন।’
আইনমন্ত্রী বলেন, ‘শর্ত সাপেক্ষেই তার দণ্ড স্থগিত করে বাসায় চিকিৎসা নিচ্ছেন। এটা পুনরায় বিবেচনায় রাখার সুযোগ রাখা হয়নি। ফখরুলকে অসত্য মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত না করার আহ্বান জানিয়েছেন। বেগম জিয়ার রাজনৈতিক কোনো শর্ত দেওয়া হয়নি।’