সারাবিশ্ব

নেপালে বন্যা ও ভূমিধসে ৩৯ জনের মৃত্যু, নিখোঁজ ১১


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ০৪:৫২ পিএম

নেপালে বন্যা ও ভূমিধসে ৩৯ জনের মৃত্যু, নিখোঁজ ১১
ছবি: সংগৃহীত

নেপালে টানা ভারি বর্ষণে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত ৩৯ জনের প্রাণহানি ঘটেছে। দেশটির জনপ্রিয় গণমাধ্যম ‘দ্য কাঠমান্ডু পোস্ট’ জানায়, শুক্রবার (৩ অক্টোবর) থেকে শুরু হওয়া এই দুর্যোগে বহু অঞ্চল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

নেপাল পুলিশের সদর দপ্তর জানায়, মৃতদের মধ্যে কোশি প্রদেশে ৩৬ জন এবং মধেশ প্রদেশে ৩ জন রয়েছেন। এ ছাড়াও দেশজুড়ে ১১ জন নিখোঁজ এবং অন্তত ১৩ জন আহত হয়েছেন।

বিস্তারিত তথ্যে জানা গেছে, সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ইলাম জেলায়, যেখানে ভূমিধসের ঘটনায় ২৭ জনের মৃত্যু হয়েছে এবং পাঁচজন এখনো নিখোঁজ রয়েছেন। এছাড়া উদয়পুরে বন্যা ও ভূমিধসে দুজনের মৃত্যু ও একজন আহত, খোটাংয়ে বজ্রপাতে একজন নিহত এবং তিনজন আহত, আর ভোজপুরে বজ্রপাতে দুজন আহত হয়েছেন।

পঞ্চথর জেলায় একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত এবং ছয়জন আহত হয়েছেন। মধেশ প্রদেশের রানিরহাটে বজ্রপাতে তিনজনের প্রাণহানি ঘটেছে। এছাড়া বরায় একজন, রাসুয়ায় চারজন, এবং কাঠমান্ডুতে নদীতে ভেসে গিয়ে একজন মারা গেছেন। মাকোয়ানপুরে বজ্রপাতে একজন আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

প্রতিবেদন অনুযায়ী, টানা বর্ষণ অব্যাহত থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার তৎপরতা ও ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে সহায়তা কার্যক্রম চালাচ্ছে স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

সূত্র: দ্য কাঠমান্ডু পোস্ট