আগুনে পুড়ছে নিউ সুপার মার্কেট
১৫ এপ্রিল ২০২৩, ০৩:২৬ পিএম | আপডেট: ১৫ এপ্রিল ২০২৩, ০৩:২৭ পিএম
শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটে রাজধানীর নিউ সুপার মার্কেটে আগুন লাগার তথ্য জানতে পারে ফায়ার সার্ভিস। ৫টা ৪৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। পরে একে একে যোগ দেয় আরও ২৭টি ইউনিট।
-
পরে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেখানে যোগ দিয়েছেন সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা। ঘটনাস্থলে র্যাব, পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।
-
সকাল ৯টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুন পুরোপুরি নির্বাপন করতে আরও সময় লাগবে।
-
আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে ফায়ার সার্ভিসের ১১ জন সদস্য ও একজন স্বেচ্ছাসেবী অসুস্থ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হয়েছে।
-
উপস্থিত ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, অগ্নিকাণ্ডের শিকার নিউ মার্কেটের ভবনটিকে অগ্নিঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছিল ২০১৬ সালে।
-
কয়েকদিন আগেই, গত ৪ এপ্রিল ভোর ৬টার দিকে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে যায় রাজধানীর বঙ্গবাজার। তখনো ফায়ার সার্ভিস জানায়, ২০১৯ সালেই ফায়ার সার্ভিস মার্কেটটিকে অগ্নিঝুঁকিপূর্ণ ঘোষণা করেছিল।