বইমেলায় মেহেদী উল্লাহর সপ্তম গল্পগ্রন্থ ‘ফলিত স্বপ্নের বাসনা’
অমর একুশে বইমেলা ২০২৩-এ পাওয়া যাচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) শিক্ষক এবং লেখক মেহেদী উল্লাহর গল্পগ্রন্থ ‘ফলিত স্বপ্নের বাসনা’। লেখকের এই সপ্তম গল্পগ্রন্থ বিভিন্ন সময়ে লেখা ১১টি গল্প নিয়ে সাজানো হয়েছে।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) থেকে একুশে বইমেলার ঐতিহ্য প্যাভিলিয়ন ২২-এ বইটি পাওয়া যাচ্ছে। বইটির প্রচ্ছদ এঁকেছেন ধ্রুব এষ।
বইটির লেখক মেহেদী উল্লাহ বলেন, ‘বিভিন্ন সময়ে রচিত ১১টি গল্পের সংকলন এই বইটি। সবাইকে আমার নতুন গল্পগ্রন্থ ফলিত স্বপ্নের বাসনা পাঠের আমন্ত্রণ জানাই।’
প্রসঙ্গত, মেহেদী উল্লাহর জন্ম ১৯৮৯ সালের ২২ ডিসেম্বর, নোয়াখালীর সুবর্ণচরে। তার অন্যান্য গল্পগ্রন্থগুলো হলো- তিরোধানের মুসাবিদা (২০১৪), রিসতা (২০১৫), ফারিয়া মুরগির বাচ্চা গলা টিপে টিপে মারে (২০১৬), জ্বাজ্জলিমান জুদা (২০১৭), অনুমেয় উষ্ণ অনুরাগ (২০১৯) ও আগিলা যুগের আয়ু (২০২১)।
তার লেখা উপন্যাস গোসলের পুকুরসমূহ (২০১৮)। প্রবন্ধ গ্রন্থ ফোকলোরের প্রথম পাঠ (২০১৫), ফোকলোর তত্ত্বপ্রয়োগচরিত (২০২০), লোকছড়া : আখ্যানতত্ত্বের আলোকে (২০২০), নজরুল বিষয়ক সংকলন চর্চার ধরন (২০২০) ও নিউ মিডিয়া ও ফোকলোর (২০২১)। তিনি বর্তমানে জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে ফোকলোর বিভাগে শিক্ষকতা করছেন।
এসজি