শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১
Dhaka Prokash

আইপিএলে অভিষেক ম্যাচে জয় পেল গুজরাট

এবারের আইপিএলে নতুন দুই দল গুজরাট টাইটান্স ও লক্ষ্ণৌ সুপার জায়ান্টস যুক্ত হয়েছে। আইপিএলে দল দুটি তাদের অভিষেক ম্যাচে সোমবার (২৮ মার্চ) একে অপরের মুখোমুখি হয়েছিল। সমর্থকদের মধ্যে তাই বিশেষ আগ্রহ ছিল ম্যাচটিকে ঘিরে।

অভিষেক ম্যাচেই জমজমাট লড়াই উপহার দিয়েছে গুজরাট টাইটান্স ও লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। আর এ লড়াইয়ে শেষ পর্যন্ত জয়ের হাসি হেসেছে গুজরাট।

সোমবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএলে নিজেদের অভিষেক ম্যাচে লক্ষ্ণৌকে ৫ উইকেটে হারায় গুজরাট। শুরুতে ব্যাট করতে নেমে লক্ষ্ণৌ নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৮ রান সংগ্রহ করে। জবাবে ৫ উইকেট হারিয়ে ২ বল হাতে রেখেই লক্ষ্য ছৌঁছে যায় গুজরাট।

লক্ষ্য তাড়ায় নেমে গুজরাটের শুরুটা হয় নড়বড়ে। দলীয় ১৫ রান তুলতেই তারা ২ উইকেট হারিয়ে ফেলে। এর মধ্যে ওপেনার শুভমান গিল রানের খাতাই খুলতে পারেননি। লঙ্কান পেসার দুশমন্ত চামিরার বলে দীপক হুডার হাতে ক্যাচ দিয়ে ফেরেন শুভমান। এরপর তিনে নামা বিজয় শঙ্করকেও (৪) বিদায় করেন চামিরা। তবে ১১ বছর পর আইপিএলে ফেরা অজি উইকেটকিপার-ব্যাটার ম্যাথু ওয়েড (৩০) ও অধিনায়ক হার্দিক পান্ডিয়া (৩৩) মিলে ৫৭ রানের জুটি গড়ে দলের বিপর্যয় ঠেকিয়ে দেন। তবে ৬ রানের ব্যবধানে দুজনেই বিদায় নিলে আবারও চাপে পড়ে যায় গুজরাট।

গুজরাটকে পুরোপুরি চাপমুক্ত করেন ডেভিড মিলার ও রাহুল তেওয়াতিয়া। এই দুজনের জুটিতে আসে ৩৪ বলে ৬০ রান। রান ও বলের ব্যবধান অনেকটা ঘুচিয়ে দেন দুজনেই। 'কিলার মিলার' অবশ্য দলের জয় নিশ্চিত করে যেতে পারেননি। দলকে ১৩৮ রানে রেখে ভারতীয় পেসার আবেশ খানের বলে ক্যাচ তুলে দিয়ে ফেরার আগে এই প্রোটিয়া ব্যাটার ২১ বলে ৩০ রান করেন। তবে মূল ভূমিকাটা দারুণভাবে পালন করেন তেওয়াতিয়া। শেষ ৫ ওভারে ৬৮ রানের লক্ষ্যটাকে সহজ করে দেন তিনিই। তার মাত্র ২৪ বলে ৫ চার ও ২ ছক্কায় অপরাজিত ৪০ রানের ঝড়ো ইনিংসে জয়ের বন্দরে পৌঁছে যায় গুজরাট। আর মাত্র ৭ বলে ৩ ছক্কায় ১৫* রান করা অভিনব মনোহর ছিলেন পার্শ্ব-নায়কের ভূমিকায়।

বল হাতে লক্ষ্ণৌর চামিরা ২টি এবং আবেশ, ক্রুণাল ও হুডা ১টি করে উইকেট নেন।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামে লক্ষ্ণৌ। কিন্তু ভারতীয় পেসার মোহাম্মদ শামির আগুনে বোলিংয়ে ১৩ রান তুলতেই ২ উইকেট হারায় তারা। এর মধ্যে ইনিংসের প্রথম বলেই লক্ষ্ণৌর ওপেনার ও অধিনায়ক লোকেশ রাহুলের (০) উইকেট তুলে নেন শামি। নিজের পরের ওভারে বিপজ্জনক প্রোটিয়া ওপেনার কুইন্টন ডি কককে (৭) বোল্ড করে বিদায় করেন এই পেসার। দুই ওপেনারের পর লক্ষ্ণৌর ব্যাটিং লাইনআপের তিন ও চারে নামা লুইস ও মনিশ পান্ডেও ফেরেন দ্রুতই। লুইস ৯ বলে ১০ রান করে বরুণ অরুণের শিকার হন। পরের ওভারে ফের শামি ঝলক। এবার মনিশের (৬) স্ট্যাম্প ভাঙেন শামি।

মাত্র ২৯ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে ফেলে লক্ষ্ণৌ। তবে এরপর ৬৮ বলে ৮৭ রানের জুটি গড়ে সেই ধাক্কা সামাল দেন দীপক হুডা ও আয়ুশ বাদোনি। হুডা ৪১ বলে ৫৫ রান করে রশিদ খানের ঘূর্ণিতে পরাস্ত হন। অন্যদিকে বাদোনি অরুণের বলে আউট হওয়ার আগে করেন ৪১ বলে ৫৪ রান। বিদায়ের আগে ক্রুণাল পান্ডিয়ার সঙ্গে তার ২৩ বলের জুটিতে আসে ৪০ রান। আর তাতেই লড়াই করার পুঁজি পায় লক্ষ্ণৌ। ক্রুণাল ১৩ বলে ৩ চারে ২১ রান নিয়ে অপরাজিত থাকেন। বল হাতে শামি ৩টি, অরুণ ২টি এবং রশিদ ১টি উইকেট নেন। মোহাম্মদ শামি ম্যাচসেরা নির্বাচিত হন।

আরএ/

Header Ad

থাই প্রধানমন্ত্রীর গভর্নমেন্ট হাউসে দ্বিপাক্ষিক বৈঠকে শেখ হাসিনা

ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (২৬ এপ্রিল) সকালে থাই প্রধানমন্ত্রীর কার্যালয় গভর্নমেন্ট হাউসে যান তিনি। এ সময় থাই প্রধানমন্ত্রী জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

শুরুতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সেখানে থাই কুহ ফাহ বিল্ডিংয়ের সামনের লনে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এসময় থাইল্যান্ডের সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল কর্তৃক প্রদত্ত গার্ড অব অনার পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। পরে স্রেথা থাভিসিন তার মন্ত্রিসভার সদস্যদের শেখ হাসিনার সঙ্গে পরিচয় করিয়ে দেন। শেখ হাসিনা পরে সরকারী ভবনের অতিথি বইয়ে স্বাক্ষর করেন।

এ বৈঠকে দুই দেশের মধ্যে সহযোগিতা জোরদার করতে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বেশ কয়েকটি দ্বিপাক্ষিক নথিতে স্বাক্ষর হওয়ার কথা রয়েছে।

সরকারি বাসভবন ত্যাগের আগে শেখ হাসিনা সেখানে আনুষ্ঠানিক মধ্যাহ্নভোজে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশের প্রধানমন্ত্রী তার থাই প্রধানমন্ত্রীর আমন্ত্রণে থাইল্যান্ডে ছয় দিনের সরকারি সফর করছেন।

আগুন নেভাতে দেরি হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, ২ ফায়ারম্যান আহত

ছবি: সংগৃহীত

দিনাজপুরের কাহারোলে পেট্রোল পাম্পে আগুন নেভাতে দেরি হওয়ায় জনতার হামলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুই সদস্য আহত হয়েছেন এবং পানিবাহী একটি ট্রাক ক্ষতিগ্রস্ত হয়েছে।

আহতরা হলেন- দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের রেজাউল করিম ও গাড়িচালক মোতালেব হোসেন। আহতদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সন্ধ্যা ৮টার দিকে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের কাহারোল উপজেলার দশমাইল এলাকায় আরিফ ফিলিং স্টেশনে লরি থেকে রিজার্ভ ট্যাংকে পেট্রোল নামানোর সময় আগুন লাগে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

আগুন ছড়িয়ে পড়ায় আরও ২টি ট্যাংকে আগুন লেগে পুড়ে যায়। খবর পেয়ে কাহারোল উপজেলা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে গেলেও মহাসড়কে প্রচণ্ড যানজটে ফায়ার সার্ভিসের গাড়ি আসতে দেরি করে। তারা ঘটনাস্থলে পৌঁছালে সেখানে থাকা ২৫ থেকে ৩০ জন ব্যক্তি লোহার অ্যাঙ্গেল ও ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে পানি বহনকারী ট্রাকের ইন্সপেক্টর ও চালকসহ দুই সদস্য মারাত্মকভাবে আহত হয়।

খবর পেয়ে কাহারোলের ইউএনও আমিনুল ইসলাম ঘটনাস্থলে ছুটে যান। তিনি জানান, লরি থেকে পেট্রোল নামানোর সময় অগ্নিকাণ্ড ঘটে। ফায়ারম্যানদের ওপর হামলা চালানোয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

 

পাবনায় অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ১০ কোটি টাকা আত্নসাৎ, গ্রেপ্তার ৩

ছবি: সংগৃহীত

পাবনার সাঁথিয়ায় অগ্রণী ব্যাংক কাশিনাথপুর শাখার ভল্ট থেকে ১০ কোটি ১৩ লাখ ৬২ হাজার ৩৭৮ টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে ব্যাংকের প্রধান তিন কর্মকর্তার বিরুদ্ধে। এ ঘটনায় ওই তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে অগ্রণী ব্যাংক কাশিনাথপুর শাখা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। দিনভর নানা তথ্য-উপাত্ত সংগ্রহ ও জিজ্ঞাসাবাদ শেষে রাতে তাদেরকে সাঁথিয়া থানায় নিয়ে আসে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর এলাকার মৃত জান বক্সের ছেলে ও অগ্রণী ব্যাংক কাশিনাথপুর শাখার প্রিন্সিপাল অফিসার আবু জাফর, সুজানগর দুর্গাপুর গ্রামের বাসিন্দা ও ব্যাংকের ব্যবস্থাপক হারুন বিন সালাম এবং বেড়া উপজেলার নতুন ভারেঙ্গা গ্রামের মৃত শুশীল চক্রবতীর্র ছেলে ব্যাংকের ক্যাশিয়ার সুব্রত চক্রবতী। ক্যাশিয়ার সুব্রত চক্রবর্তী টাকা আত্মসাতের কথা স্বীকার করেছেন।

গ্রেপ্তার প্রিন্সিপাল অফিসার আবু জাফর ও ক্যাশিয়ার সুব্রত চক্রবতী 

সাঁথিয়া থানা ও অগ্রণী ব্যাংক সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অগ্রণী ব্যাংক রাজশাহী বিভাগীয় ও পাবনা আঞ্চলিক শাখা থেকে পাঁচজন কর্মকর্তা বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আকস্মিক অগ্রণী ব্যাংক কাশিনাথপুর শাখায় অডিটে আসেন। অডিট শেষে সেখানে ১০ কোটি ১৩ লাখ ৬২ হাজার ৩৭৮ টাকার আর্থিক অনিয়ম দেখতে পান। পরে ওই অডিট কর্মকর্তারা সাঁথিয়া থানায় অবহিত করলে পুলিশ অভিযুক্ত ওই তিনজনকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় অগ্রণী ব্যাংক পাবনা আঞ্চলিক শাখার উপমহাব্যবস্থাপক রেজাউল শরীফ বাদী হয়ে সাঁথিয়া থানায় অভিযোগ দায়ের করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাঁথিয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, ব্যাংকের তিন কর্মকর্তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৬ এপ্রিল) আদালতে প্রেরণ করা হবে।

তিনি আরও বলেন, অর্থ আত্মসাৎ ও অন্যান্য বিষয়ে দুদক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

সর্বশেষ সংবাদ

থাই প্রধানমন্ত্রীর গভর্নমেন্ট হাউসে দ্বিপাক্ষিক বৈঠকে শেখ হাসিনা
আগুন নেভাতে দেরি হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, ২ ফায়ারম্যান আহত
পাবনায় অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ১০ কোটি টাকা আত্নসাৎ, গ্রেপ্তার ৩
মৃত্যুর দু’বছর পর ব্রুনাই থেকে দেশে ফিরছে দুই প্রবাসীর লাশ
৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা চলছে
পরিবারের অমতে বিয়ে, স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সৌদির যেকোনো ভিসা থাকলেই ওমরাহ পালন করা যাবে
নাটোরে বোনের বৌভাতে গিয়ে একে একে তিন ভাইয়ের মৃত্যু
জনপ্রতি ১২-১৪ লাখ চুক্তিতে প্রাথমিকে শিক্ষক নিয়োগের প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫
কুড়িগ্রামে হিট স্ট্রোকে নারীর মৃত্যু
রবিবার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, শনিবারও চলবে ক্লাস
বাংলাদেশের উন্নতি দেখে এখন লজ্জিত হই: পাকিস্তানের প্রধানমন্ত্রী
মৌসুমের সর্বোচ্চ ৩৯.২ ডিগ্রি তাপমাত্রায় পুড়ছে নওগাঁ
চেন্নাইয়ের হয়ে খেলা সবসময় স্বপ্ন ছিল: মোস্তাফিজ
বৃষ্টি কামনায় টাঙ্গাইলে ইস্তিস্কার নামাজ আদায়
মোবাইল ইন্টারনেট গতিতে আরও ৬ ধাপ পেছালো বাংলাদেশ
বৃষ্টি কবে হবে, জানাল আবহাওয়া অফিস
এফডিসিতে ইউটিউবার প্রবেশ নিষিদ্ধ চাইলেন অঞ্জনা
অনির্দিষ্টকালের জন্য চুয়েট বন্ধ ঘোষণা, ক্ষোভে বাসে আগুন দিল শিক্ষার্থীরা
থাইল্যান্ডে হিট স্ট্রোকে ৩০ জনের মৃত্যু