বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১
Dhaka Prokash

রমজানকে সামনে রেখে দাম বেড়েছে দুধেরও

রমজান মাসে অন্যান্য পণ্যের মতো প্যাকেটজাত তরল দুধের চাহিদা থাকে অনেক বেশি। ফলে বেশিরভাগ লোকজনই পাড়া-মহল্লার দোকান থেকে কিংবা বড় সুপারশপ থেকে দুধ কেনেন। আর এই সুযোগকে কাজে লাগিয়ে বিভিন্ন কোম্পানি তাদের বাজারজাতকৃত প্যাকেটজাত পাস্তুরিত তরল দুধের দাম বাড়িযে দেন। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। রমজান ঘনিয়ে আসতেই বাজারে বিক্রি হওয়া প্যাকটজাত তরল দুধের দাম বেড়েছে।

তার উপর আবার এক লিটারের প্যাকেট পাওয়া যাবে কম। কেউ এক লিটার নিতে চাইলে আধা লিটারের দুই প্যাকেট অথবার আড়াইশ গ্রামের চার প্যাকেট নিতে হবে। সে ক্ষেত্রে দাম পড়বে প্রতি লিটার ১০০ টাকা থেকে ১২৮ টাকা।

মোহাম্মদপুরে কথা হয় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রফিকুল ইসলামের সঙ্গে। ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশে কি যুদ্ধ লেগে গেছে? সরকার বলছে ‍যুদ্ধের কারণে আমদানি করা জিনিসের দাম বেশি। কিন্তু দুধ তো দেশেই উৎপাদন হচ্ছে। তাহলে দাম বাড়ছে কেন প্রশ্ন করে তিনি বলেন, যে হারে দুধের দাম বেড়েছে তাতে রমজান মাসে দুধ না খেয়েই থাকতে হবে।

তিনি বলেন, ‘গ্রামে মানুষ হয়েছি। অন্য সময়ে না খেলেও রমজানে একটু দুধ খাওয়ার ইচ্ছ করে। কিন্তু দামের ভয়ে সেই পেথে আর হাাঁটা যাবে না।’

আয়ান নামে একজন বলেন, ছোট থাকতে কত দুধ খেয়েছি। বর্তমানে তা কল্পনাই মনে হচ্ছে। এত দামের কারণে আসছে রমজানে দুধ খাওয়া অভ্যাস ছেড়ে দিতে হবে।

সরকারি প্রতিষ্ঠানে কর্মরত নাম প্রকাশে অনিচ্ছুক এক উপ-সচিব বলেন, ‘বাসায় ছোট বাচ্চা আছে। ওর জন্য বাধ্যতামূলক দুধ কিনতেই হয়। আমরা তো কিছুটা কম খেয়ে থাকতে পারি। কিন্তু বাচ্চাকে তো কম খাওয়ানো যায় না। নিত্যপণ্যের চড়া দামের মধ্যে দুধের মূল্যবৃদ্ধি আমাদের মতো পরিবারের ব্যয় আরও বাড়াল। কিন্তু আয়তো আর বাড়েনি। তাহলে বাড়তি টাকা কোথায় পাব?’

খোঁজ নিয়ে জানা গেছে, গ্রামাঞ্চলে গাভীর প্রতি লিটার দুধ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। কিন্তু সেই দুধ প্রাণ, আড়ংয়ের মতো বিভিন্ন প্রতিষ্ঠান প্যাকেটজাত করে বিক্রি করছে প্রতি লিটার ৯৫ টাকা। এক মাসের ব্যবধানে প্যাকেটজাত প্রতি লিটার দুধের দাম বেড়েছে ৫ থেকে ১০ টাকা। আর এক বছরের ব্যবধানে লিটারে বেড়েছে ২০ থেকে ৩০ টাকা। কোনোরকম যৌক্তিক কারণ ছাড়াই প্রতি বছর প্যাকটজাত তরল দুধের দাম এভাবে বাড়তে থাকায় ভোক্তারা ক্ষুব্ধ।

তবে খুচরা বিক্রেতারা বলছেন, আমরা তো সামান্য লাভ করি। গায়ের রেটে বিক্রি করে সামান্য কমিশন পাই। দাম বাড়াচ্ছে কোম্পানি। লাভতো তারাই বেশি করছে।

রাজধানীর মোহাম্মদপুরের টাউনহল, কারওয়ান বাজারসহ পাড়া মহাল্লা বিভিন্ন দোকান ঘুরে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এমন চিত্র পাওয়া গেছে।

কেরানীগঞ্জ থানার আটিবাজার এলাকার ফার্মার জাহাঙ্গীর আলম ঢাকাপ্রকাশ-কে বলেন, আমরা খামার থেকে প্রতি লিটার দুধ ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি করছি। আরও কম ৬০ টাকা লিটার বিক্রি করেছি। কিন্তু গো খাদ্যের দাম বেড়ে যাওয়ায় বর্তমানে বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

তিনি বলেন, বিভিন্ন কোম্পানি প্রতি লিটার দুধ ৯০ থেকে ৯৫ টাকায় বিক্রি করছে। তাদের দুধ কিন্তু এত ভালো না। কারণ কেমিক্যাল দিয়েই প্যাকেটজাত করে তারা। জাল দিলে পাতিলের নিচে আস্তর পড়ে। কিন্তু আমাদের দুধে শুধু উপরে সর পড়ে। খেতেও মজা। দামও কম।

দিনাজপুর জেলার রিপন বলেন, আগে সর্বোচ্চ ৬০ টাকা লিটার বিক্রি হতো। বর্তমানে গরুর খাবারের দাম একটু বেশি হওয়ায় দুধের দামও বাড়াতে হয়েছে এখন ৭০ টাকা লিটার বিক্রি করা হচ্ছে।

এদিকে রাজধানীর মোহাম্মদপুর টাউনহল মার্কেটে মোহাম্মদী জেনারেল স্টোরের কামাল এ প্রতিবেদককে বলেন, দেশের ফার্ম থেকে দুধ কিনে বিভিন্ন কোম্পানি বেশি দামে বিক্রি করছে। দেশি দুধের দামেও যুদ্ধের প্রভাব পড়েছে। আগে মিল্কভিটার দুধ ছিল৬৫ টাকা লিটার। প্রাণ ও আড়ং দুধের লিটার ছিল ৭০ থেকে ৭৫ টাকা। কিন্তু যুদ্ধ শুরু হলে তারা কয়েকবার দাম বাড়িয়েছে। আর গত এক মাসের ব্যবধানে প্রাণ ও আড়ং লিটারে ৫ টাকা বাড়িয়ে ৯৫ টাকা লিটার বিক্রি করছে। তারা গায়ের রেট দিয়ে দিয়েছে। লাভ তারাই করে। আমরা সামান্য কমিশন পাই।

রাজধানীর বিভিন্ন নামি-দামী সুপারশপেও দেখা গেছে বেশি দামে আড়ং, প্রাণসহ অন্যান্য কোম্পানি বেশি দামে তরল দুধ বিক্রি করছে। মোহাম্মদপুরের মীনাবাজার, আগুরাতেও দেখা গেছে প্যাকেটজাত দুধ বেশি দামে বিক্রি করা হচ্ছে।

জানতে চাইলে মীনাবাজারের ম্যানেজার অহিদুজ্জামান অনি ঢাকাপ্রকাশ-কে বলেন, আমরা কোম্পানি থেকে প্রাণ, আড়ং, ফার্ম ফ্রেশ তরল দুধ কিনে ৯৫ টাকা লিটার বিক্রি করছি। তবে মিল্কভিটা প্রতি লিটার ৯০ টাকা, ৫০০ এমএল ৫০, ২৫০ এমএল ২৮ টাকা বিক্রি করা হচ্ছে।

মোড়ক যাচাই করে দেখা গেছে, আড়ং ব্র্যান্ডের উৎপাদিত এক লিটার পাস্তুরিত তরল দুধের খুচরা দাম লেখা আছে ৯৫ টাকা, হাফ লিটার ৫২ টাকা। ২০০ মিলি ২৫ টাকা। ২৫০ মিলি ৩২ টাকা। কাউকে ২৫০ মিলি ৪টি প্যাকেট কিনতে হলে তাকে ১২৮ টাকা পরিশোধ করতে হবে।

দুধের বাড়তি দামের কারণ জানতে প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক কামরুজ্জামান কামালের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তবে প্রতিষ্ঠানটির নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা ঢাকাপ্রকাশ-কে বলেন, গরুর খাদ্যসহ অন্যান্য পণ্য মূল্যবৃদ্ধির কারণে খামারিদের দুধের দাম বাড়ানো হয়েছে। প্যাকেজিং উপকরণেরও মূল্য বৃদ্ধি পেয়েছে। আবার খুচরা দোকানি ও পাইকারি ব্যবসায়ীদেরও লাভ কিছুটা বাড়ানো হয়েছে। এ কারণে দুধের দাম বাড়াতে হয়েছে।

সরকার পরিচালিত সমবায়ভিত্তিক কোম্পানি মিল্ক ভিটার দুধের দাম বাড়ার কারণ জানতে চাইলে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক (উপসচিব) ডা. মো. মাহফুজুল হক এ প্রতিবেদককে বলেন, ‘প্রাণসহ অন্যরা দাম বাড়ানোর পর আমরা বাড়িয়েছি। কৃষক পর্যায়েও দুধের দাম বাড়িয়েছি। প্যাকিং ম্যাটেরিয়ালের দাম অনেক বেড়ে গেছে। তাই দুই মাস হলো আমরাও দুধের দাম বাড়িয়েছি।

ছোট প্যাকেটের দাম তুলনামূলক বেশি কেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ছোট প্যাকেটের খরচও বেশি। তাই দামও বেশি। তারপরও আমাদের দুধের চাহিদা বেশি। দিনে সারা দেশে ৭০ হাজার থেকে এক লাখ লিটার বিক্রি হচ্ছে। প্রতি লিটার ৯০ টাকা। রমজানে চাহিদা বাড়লেও দাম বাড়বে না, আর কমবেও না।

শুধু তরল দুধই নয়, গুঁড়া দুধের দামও বেড়েছে। বছরের ব্যবধানে গুঁড়া দুধের দাম ৩৯ শতাংশ পর্যন্ত বেড়েছে। খুচরা ব্যবসায়ীরা জানান, প্রতি কেজি গুঁড়া দুধের দাম ৩০ থেকে ৫০ টাকা বেড়েছে। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বাজারদর মূল্য তালিকায় দেখা গেছে, বাজারে এখন ডানো গুঁড়া দুধ এক কেজি প্যাকেট ৭৮০ থেকে ৮৫০ টাকায় বিক্রি হচ্ছে। গত বছরের এই সময়ে ডানো প্রতি কেজি ছিল ৬৫০ থেকে ৬৯০ টাকা। বেড়েছে ২৫ শতাংশ। ফ্রেশ দুধের কেজি ৭৯০ থেকে ৮৪০ টাকা বিক্রি হচ্ছে। বছরের ব্যবধানে বেড়েছে ৩০ শতাংশ। এই দুধ গত মার্চে ৫৮০ থেকে ৫৯০ টাকা কেজি বিক্রি হয়েছে।

এনএইচবি/এমএমএ/

 

Header Ad

জনপ্রতি ১২-১৪ লাখ চুক্তিতে প্রাথমিকে শিক্ষক নিয়োগের প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

গ্রেপ্তার প্রশ্নপত্র ফাঁস চক্রের পাঁচ সদস্য। ছবি: সংগৃহীত

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িত সংঘবদ্ধ চক্রের পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপরই বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। চক্রটি এর আগেও বিভিন্ন সময়ে প্রশ্নপত্র ফাঁস করে কয়েকশ’ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। গ্রেপ্তার পাঁচজনের মধ্যে দুইজন ঢাবি শিক্ষার্থী ও তিনজন পরীক্ষার্থী।

ডিবি জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলে বসে এ পরীক্ষার প্রশ্নের সমাধান করতেন তারা। পরীক্ষা শুরুর আগেই পরীক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া হতো উত্তরপত্র।

গ্রেপ্তাররা হলেন- ঢাবি শিক্ষার্থী জ্যোতির্ময় গাইন (২৬) ও সুজন চন্দ্র রায় (২৫) এবং পরীক্ষার্থী মনিষ গাইন (৩৯), পংকজ গাইন (৩০) ও লাভলী মণ্ডল (৩০)।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) নিজ কার্যালয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ সাংবাদিকদের এ তথ্য জানান।

ডিবিপ্রধান বলেন, গত ২৯ মার্চ অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ ধাপে ঢাকা ও চট্টগ্রামের ২১ জেলার সাড়ে তিন লাখ পরীক্ষার্থী অংশ নেন। এ পরীক্ষা চলাকালে প্রশ্নের উত্তরপত্র ও ডিভাইসসহ মাদারীপুরে সাতজন ও রাজবাড়ীতে একজন শিক্ষার্থীকে আটক করা হয়।

ডিএমপি অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ। ছবি: সংগৃহীত

এ ঘটনায় দুই জেলায় আলাদাভাবে মামলা করে সংশ্লিষ্টরা। রাজবাড়ীতে আটক হওয়া পরীক্ষার্থী আদালতে নিজের দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

জবানবন্দিতে তিনি জানান, কীভাবে এবং কখন তার মোবাইলে উত্তরপত্র এসেছে। মাদারীপুরে গ্রেপ্তার হওয়া পরীক্ষার্থীদের বেশিরভাগই জামিনে বের হয়ে যান। ঘটনাটি তদন্তের জন্য মাদারীপুরের পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলমের অনুরোধে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম দক্ষিণ বিভাগ তদন্তে নামে।

মাঠে নেমে গ্রেপ্তার করা হয় চক্রের সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী জ্যোতির্ময় গাইন ও সুজন চন্দ্রকে। তারা দুজনেই ঢাবির জগন্নাথ হলের আবাসিক শিক্ষার্থী।

তারা গোয়েন্দা পুলিশকে জানান, পরীক্ষার আগেই তারা প্রশ্ন সমাধানের জন্য পেয়েছেন। এ প্রশ্ন সমাধানের দায়িত্ব পেয়েছেন জ্যোতির্ময় গাইনের চাচা অসিম গাইনের মাধ্যমে।

প্রশ্ন প্রতি ১২ থেকে ১৫ হাজার টাকা দেওয়ার আশ্বাসে তাদের দিয়ে প্রশ্ন সমাধান করান অসিম। এ প্রস্তাবে জ্যোতির্ময় ও সুজনসহ সাতজন ঢাবির জগন্নাথ হলের জ্যোতির্ময়গুহ ঠাকুরতা ভবনের ২২৪ রুমে বসে তারা প্রশ্নের সমাধান করে পাঠান। অসিম তার ভাতিজা জ্যোতির্ময় গাইনকে প্রশ্ন সামাধানের দায়িত্ব দিয়েছেন।

গ্রেপ্তার প্রশ্নপত্র ফাঁস চক্রের পাঁচ সদস্য। ছবি: সংগৃহীত

অন্যদিকে, তিনি পরীক্ষার দুই থেকে তিন মাস আগেই পরীক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ শুরু করেন। বিশেষ করে যাদের চাকরির বয়স শেষের পথে, এমন পরীক্ষার্থীদের টার্গেট করতেন। তাদের পরীক্ষায় পাস করিয়ে দেওয়ার জন্য ১২ থেকে ১৪ লাখ টাকায় চুক্তি করতেন।

পরীক্ষা শুরুর কয়েক মিনিট আগেই প্রশ্নের উত্তরপত্র পরীক্ষার্থীদের কাছে পাঠিয়ে দিতেন অসিম গাইন। তাদের সমাধান করে দেওয়া প্রশ্নের মধ্যে ৭২ থেকে ৭৫টিই মিলেছে।

ডিবি প্রধান আরও বলেন, আমাদের তদন্তে এখন পর্যন্ত যে প্রমাণ পেয়েছি, তাতে এ চক্রের হোতা অসিম গাইন। তার বাড়ি মাদারীপুরের রাজৈর উপজেলায়। তিনি আগেও বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করেছেন। তিনি অল্পদিনে কয়েকশ’ কোটি টাকা আয় করেছেন। এ টাকা দিয়ে তার গ্রামে বিলাসবহুল বাড়ি নির্মাণ করেছেন।

এলাকায় রাজনৈতিক প্রভাব থাকা অসিমের মানবপাচার, হুন্ডি ব্যবসা ও ডিশের ব্যবসা রয়েছে। যেখানে তিনি প্রশ্ন ফাঁস করে আয় করা টাকা বিনিয়োগ করেছেন। তিনি বর্তমানে পলাতক রয়েছেন। আমরা তাকে গ্রেপ্তারের চেষ্টা করছি। তাকে গ্রেপ্তার করলে কীভাবে প্রশ্নগুলো পান, সে বিষয়ে নিশ্চিত হতে পারব।

এ ঘটনায় দুজনকে আমরা রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করেছি। তারা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। যারা প্রশ্নের সমাধান করেছেন, আদালতে তারাও স্বীকার করেছেন। যারা প্রশ্ন পেয়ে পরীক্ষা দিয়েছেন, তারাও স্বীকার করেছেন। প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের বিষয়ে তদন্ত চলছে।

প্রশ্ন ফাঁসের ঘটনায় সংশ্লিষ্টদের পরীক্ষা বাতিলের অনুরোধ জানানো হবে কি-না, এ প্রশ্নের জবাবে মোহাম্মদ হারুন বলেন, আমরা এ মামলার তদন্তে নেমে যা যা পেয়েছি সবকিছুই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব। এরপর তারা সিদ্ধান্ত নেবেন পরীক্ষা বাতিল করবেন না-কি বহাল রাখবেন।

কুড়িগ্রামে হিট স্ট্রোকে নারীর মৃত্যু

প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের ফুলবাড়ীতে হিট স্ট্রোকে ফাতেমা বেগম (৫৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে বুধবার রাত ১১টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে।

জানা গেছে, বুধবার দুপুরে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গোরকমণ্ডল কৃষ্ণানন্দবকসী গ্রামে নিজ বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। মৃত নারী ওই ওয়ার্ডের কপুর উদ্দিনের স্ত্রী।

গোরকমণ্ডল ওয়ার্ডের ইউপি সদস্য শ্যামল চন্দ্র মণ্ডল ও নিহতের স্বজন জাহের আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

ইউপি সদস্য শ্যামল চন্দ্র মণ্ডল জানান, ওই নারী দীর্ঘদিন ধরে হাইপার টেনশনে ভুগছিলেন। প্রচণ্ড দাবদাহে তিনি হিট স্ট্রোক করেছেন। পরে পরিবারের লোকজন তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বুধবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রবিবার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, শনিবারও চলবে ক্লাস

রবিবার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান। ফাইল ছবি

তাপপ্রবাহের কারণে এক সপ্তাহ ছুটির পর নতুন করে আর ছুটি না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। যার ফলে মাউশির আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে রবিবার (২৮ এপ্রিল) থেকেই পাঠদান কার্যক্রম শুরু হচ্ছে। খোলার পর শনিবারও ক্লাস চালু থাকবে।

তবে, এ বিষয়ে কিছু সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে মাউশি। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, পবিত্র ঈদুল-ফিতরের ছুটির ধারাবাহিকতায় তাপদাহের কারণে গত ২০ এপ্রিল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ঘোষিত ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম চালুর বিষয়ে সিদ্ধান্ত দেওয়া হলো।

এতে বলা হয়, আগামী ২৮ এপ্রিল রোববার থেকে যথারীতি শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে এবং শ্রেণি কার্যক্রম অব্যাহত থাকবে। তাপদাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ থাকবে।

প্রজ্ঞাপনে বলা হয়, শ্রেণি কার্যক্রমের যে অংশ শ্রেণিকক্ষের বাইরে পরিচালিত হয়ে থাকে এবং যেসব কার্যক্রমে সূর্যের আলোর সংস্পর্শে আসতে হয়, সেসব কার্যক্রম সীমিত থাকবে।

তাপদাহ এবং অন্যান্য কারণে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকার ফলে যে শিখন ঘাটতি তৈরি হয়েছে, তা পূরণ এবং নতুন শিক্ষাক্রম অনুযায়ী শিখন ফল অর্জনের জন্য পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত শনিবারও শ্রেণি কার্যক্রম চলবে।

এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে উপ-সচিব মোসাম্মৎ রহিমা আক্তারের সই করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

জনপ্রতি ১২-১৪ লাখ চুক্তিতে প্রাথমিকে শিক্ষক নিয়োগের প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫
কুড়িগ্রামে হিট স্ট্রোকে নারীর মৃত্যু
রবিবার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, শনিবারও চলবে ক্লাস
বাংলাদেশের উন্নতি দেখে এখন লজ্জিত হই: পাকিস্তানের প্রধানমন্ত্রী
মৌসুমের সর্বোচ্চ ৩৯.২ ডিগ্রি তাপমাত্রায় পুড়ছে নওগাঁ
চেন্নাইয়ের হয়ে খেলা সবসময় স্বপ্ন ছিল: মোস্তাফিজ
বৃষ্টি কামনায় টাঙ্গাইলে ইস্তিস্কার নামাজ আদায়
মোবাইল ইন্টারনেট গতিতে আরও ৬ ধাপ পেছালো বাংলাদেশ
বৃষ্টি কবে হবে, জানাল আবহাওয়া অফিস
এফডিসিতে ইউটিউবার প্রবেশ নিষিদ্ধ চাইলেন অঞ্জনা
অনির্দিষ্টকালের জন্য চুয়েট বন্ধ ঘোষণা, ক্ষোভে বাসে আগুন দিল শিক্ষার্থীরা
থাইল্যান্ডে হিট স্ট্রোকে ৩০ জনের মৃত্যু
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা
প্রতিটি সংসদীয় এলাকায় ‘এমপিরাজ’ তৈরি হয়েছে: রিজভী
অনুমতি মিললে ঈদের আগেই গরু আমদানি সম্ভব: ব্রাজিলের রাষ্ট্রদূত
আবারও ঢাকাই সিনেমায় কলকাতার পাওলি দাম
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় সাবেক কৃষকলীগ নেতাসহ নিহত ২
গোবিন্দগঞ্জে বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায়
বেনজীর ও তার পরিবারের সদস্যদের নগদ অর্থের তথ্য চেয়ে চিঠি দুদকের
ভূমি মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি, নেবে ২৩৮ জন