শুক্রবার, ৩ মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১
Dhaka Prokash

বিধি-নিষেধ উপেক্ষিত

বাণিজ্য মেলায় উপচে পড়া ভিড়

ছুটির দিনে বাণিজ্য মেলায় উপচে পড়া ভিড়। করোনাভাইরাস সংক্রমণের তৃতীয় ঢেউ মোকাবিলায় সরকার বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) থেকে যে বিধি-নিষেধ আরোপ করেছে তা মেলায় উপেক্ষিত। দর্শনার্থীরা প্রবেশ পথে মাস্ক পরিধান করে ভিতরে ঢুকলেও পরে খুলে ফেলছেন। 

বাণিজ্য মেলার ১৪তম দিনে দ্বিতীয় শুক্রবার (১৪ জানুয়ারি) সকাল থেকে প্রবেশপথে বাড়তে থাকে মানুষের সমাগম। জুম্মার নামাজের পর প্রচুর ভিড় দেখা যায়। 

বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা রাইহান রাইন ঢাকাপ্রকাশকে জানান, 'নো মাস্ক নো সার্ভিস’ লেখা থাকায় দর্শনার্থীরা মাস্ক পরে ভিতরে ঢুকছে। কিন্তু কিছুক্ষণ পর মাস্ক খুলে ঘুরাঘুরি করছে। স্বাস্থ্যবিধির বালাই নেই। যা খুব বিরক্তিকর এবং ঝুকিপূর্ণ।'

মেলা গেটের ইজারাদার মীর ব্রাদার্সের মালিক মো. শহিদুল ইসলাম ঢাকাপ্রকাশকে জানান, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে দর্শনার্থীদের প্রবেশের ব্যবস্থা করা হচ্ছে। কারো মাস্ক না থাকলে ঢুকতে দেওয়া হচ্ছে না। নো মাস্ক নো সার্ভিস। সরকারি ছুটির দিনে আজ প্রচুর ভিড়। ১০০ জনের টিম করে গেটে মাস্ক দেওয়া হচ্ছে।

১৩ জানুয়ারি পর্যন্ত বাণিজ্য মেলায় এক লাখ দর্শনার্থী এসেছে বলে তিনি জানান।

বিক্রেতারা জানিয়েছেন, প্রচুর দশনার্থী আসার সঙ্গে সঙ্গে বিক্রিও বেড়েছে। মানুষজন মেলা প্রাঙ্গণে ঘুরে বেড়ানোর পাশাপাশি এটা-সেটা দেখছে। পছন্দ হলে কিনেও নিচ্ছে। ফলে বিক্রিও বেড়েছে।'

আয়োজক সংস্থা ইপিবি বলছে, চ্যালেঞ্জ নিয়ে বছরের প্রথম দিন ২৬তম বাণিজ্য মেলা শুরু হয়েছে। এতে অংশ নিয়েছে দেশ বিদেশের ২২৫টি স্টল ও প্যাভিলিয়ন। তার মধ্যে স্থায়ী কাঠামোর ভিতরে দুই দিকে আছে ১৬২টি স্টল। বড়গুলো আছে বাইরে। রেস্টুরেন্ট রয়েছে ১৫টি। নিয়ম না মানলে মেলায় রেস্টুরেন্টকে জরিমানা করা হচ্ছে।

জাতীয় ভোক্তা অধিদপ্তরের উপপরিচালক মাসুম আরেফিন জানিয়েছেন, ইতোমধ্যে ১০টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

ইপিবির সচিব ও পরিচালক মো. ইফতেখার আহমেদ চৌধুরী ঢাকাপ্রকাশকে জানান, ‌করোনার কারণে গত বছর মেলা করা যায়নি। এবার অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় স্বাস্থ্যবিধি মেনে মেলার আয়োজন করা হয়েছে। সবাই আশা করছি স্বাস্থ্যবিধি মেনে চলবেন। যাতায়াতের জন্য বিআরটিসি গাড়ির ব্যবস্থা রয়েছে। নিরাপত্তার জন্য রয়েছে ৩০০ পুলিশ। বড়দের ৪০ টাকা, অপ্রাপ্তদের জন্য ২০ টাকায় টিকিট কিনে মেলায় প্রবেশ করা যাচ্ছে। তবে প্রতিবন্ধী ও মুক্তিযোদ্ধারা টাকা ছাড়াই মেলায় প্রবেশ করতে পারবেন। বিশাল আকারের ক্যাফেটেরিয়া রয়েছে মেলা প্রাঙ্গণে। এক হাজার গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাও রয়েছে। সব ধরণের সুযোগ সুবিধার ব্যবস্থা করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১ জানুয়ারি মাসব্যাপী এ মেলার উদ্বোধন করেন। নারায়ণগঞ্জের পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে স্থায়ী ঠিকানায় ২৬তম বাণিজ্য মেলা শুরু হয়েছে।

আয়োজক সংস্থা ইপিবি জানায়, করোনাভাইরাস সংক্রমণের কারণে এবার মেলার আয়োজন সীমিত করা হয়েছে। ভারতসহ কাছাকাছি ১১টি দেশ মেলায় অংশ নিয়েছে। রাজধানী থেকে দূরে হওয়ায় দর্শনার্থী, ক্রেতা ও বিক্রেতাদের যাতায়াতের জন্য কুড়িল বিশ্বরোড থেকে ৩০টি বাসের ব্যবস্থা করা হয়েছে। ৩০ টাকা ভাড়া দিয়ে মেলায় চলে যাওয়া যাচ্ছে।

জেডএ/এপি/এএন

Header Ad

যাত্রীবাহী বাস উল্টে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ২০

ছবি: সংগৃহীত

পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২০ আরোহী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ২১ জন। শুক্রবার (৩ মে) ভোরে দেশটির কারাকোরাম হাইওয়েতে একটি যাত্রীবাহী বাস উল্টে গেলে হতাহতের এই ঘটনা ঘটে।

শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ভোরে গিলগিট-বালতিস্তানের দিয়ামার জেলার কারাকোরাম হাইওয়েতে একটি যাত্রীবাহী বাস উল্টে যাওয়ার পর কমপক্ষে ২০ জন নিহত এবং আরও ২১ জন আহত হয়েছেন বলে উদ্ধারকারী কর্মকর্তারা জানিয়েছেন।

দিয়ামের জেলা উদ্ধার কর্মকর্তা শওকত রিয়াজের মতে, বেসরকারি সংস্থার ওই বাসটি রাওয়ালপিন্ডি থেকে গিলগিটের দিকে যাচ্ছিল। পথিমধ্যে কারাকোরাম হাইওয়ের কাছে গুনার ফার্মের কাছে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

পরে বাসটি উল্টে সিন্ধু নদীর তীরে পড়ে যায় বলে জানান রিয়াজ। তিনি জানান, ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের চিলাস হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে জানিয়ে উদ্ধারকারী এই কর্মকর্তা বলেন, দুর্ঘটনার পর আহতের সংখ্যা প্রাথমিকভাবে ৩৫ থাকলেও পরে অনেকে তাদের আঘাতের কারণে মারা যায়।

গিলগিট-বালতিস্তান সরকারের মুখপাত্র ফয়জুল্লাহ ফারাক জানিয়েছেন, নিহতদের মধ্যে তিনজন নারীও রয়েছেন। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ জামান বলেন, আহতদের রক্ত ​​দিতে হাসপাতালে পৌঁছেছেন বিপুল সংখ্যক মানুষ। তিনি বলেন, স্থানীয় স্বেচ্ছাসেবকরা আহতদের ও মৃতদেহ হাসপাতালে স্থানান্তর করতে সাহায্য করেছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি আহতদের ‘সম্ভাব্য সকল চিকিৎসা’ প্রদানের নির্দেশ দিয়েছেন।

অন্যদিকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভিও এই ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি ‘সহানুভূতি’ প্রকাশ করেছেন। তিনি আহতদের দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করেছেন।

১০ টাকায় টিকিট কেটে চোখ পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী

১০ টাকার টিকিট কেটে রাজধানীর শেরে বাংলা নগরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চোখ পরীক্ষা করিয়েছেন প্রধানমন্ত্রী। ছবি: সংগৃহীত

সাধারণ রোগীদের মত ১০ টাকার টিকিট কেটে রাজধানীর শেরে বাংলা নগরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চোখ পরীক্ষা করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (৩ মে) সকালে ওই হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে নিজের চোখ পরীক্ষা করান তিনি।

প্রধানমন্ত্রী সাধারণ রোগীদের মতই নিজের চোখ পরীক্ষা করান। সরকারি হাসপাতালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ ঘটনা দেখে উপস্থিত অনেকেই উচ্ছ্বাস ও আনন্দ প্রকাশ করেন।

এ সময় প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য উপদেষ্টা ও বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের চেয়ারম্যান ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. গোলাম মোস্তফা ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) এর উপাচার্য ও চক্ষুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক সঙ্গে ছিলেন।

এসএসসির ফল প্রকাশ ১২ মে

ছবি: সংগৃহীত

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ১২ মে প্রকাশিত হবে। বৃহস্পতিবার (২ মে) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শিক্ষা সচিব বরাবর পাঠানো এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১২ মে ফলাফল হস্তান্তর অনুষ্ঠানে অংশ নিতে সম্মতি দিয়েছেন। প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ ইসমাত মাহমুদা চিঠিতে সই করেছেন।

আগামী ১২ মে সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের সারসংক্ষেপ ও পরিসংখ্যান তুলে দেবেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এ সময় তার সঙ্গে থাকবেন ৯টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা।

গত ১৫ ফেব্রুয়ারি থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশিত হয়ে থাকে।

এবারের এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন। সারাদেশে ২৯ হাজার ৭৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৩ হাজার ৭০০টি কেন্দ্রে পরীক্ষা হয়।

শিক্ষা মন্ত্রণালয় জানায়, এসএসসিতে ১৬ লাখ ৬ হাজার ৮৭৯ জন, দাখিলে ২ লাখ ৯০ হাজার ৯৪০ জন, এসএসসি (ভোকেশনাল) ১ লাখ ২৬ হাজার ৩৭৩ জন। আর বিদেশের আট কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

২০২৪ সালের পূর্ণাঙ্গ সিলেবাসে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সর্বশেষ সংবাদ

যাত্রীবাহী বাস উল্টে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ২০
১০ টাকায় টিকিট কেটে চোখ পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী
এসএসসির ফল প্রকাশ ১২ মে
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ
কারামুক্ত হলেন মামুনুল হক
রোমাকে হারিয়ে ইউরোপার ফাইনালে এক পা লেভারকুসেনের
অপহৃত ১২ জেলেকে ছেড়ে দিল আরাকান আর্মি
জাতিসংঘে বাংলাদেশের উত্থাপিত ‘শান্তির সংস্কৃতি’ রেজ্যুলেশন গৃহীত
আজ তিনশ ফিট এলাকায় বগুড়ার ঐতিহ্যবাহী আলু ঘাটি উৎসব
দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা, ৬ জেলায় সতর্কসংকেত
আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস
যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিল ইরান
বজ্রপাতে পাঁচ জেলায় প্রাণ গেল ১১ জনের
যুগ্ম সচিব মর্যাদার ৩ জনকে বদলি
টিকেট নিয়ে সেনা সদস্য-টিটিই'র বাকবিতন্ডায় পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে ভাংচুর, আহত ৫
সারা দেশে আরও ২ দিন হিট অ্যালার্ট জারি
জমি নিয়ে বিরোধ: স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ
কক্সবাজারে হবে উন্মুক্ত কারাগার, শিগগিরই নির্মাণ শুরু : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় পাওয়ার টিলার চালক নিহত
আরেক দফা কমলো স্বর্ণের দাম