স্বাস্থ্য

ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯


স্বাস্থ্য ডেস্ক
প্রকাশ :১৩ জুন ২০২৫, ১১:৫০ এএম

ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯
ছবি: সংগৃহীত

দেশজুড়ে ফের বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে, যা ২০২৪ সালে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। একই সময় নতুন করে আরও ১৫৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার (১৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

নতুন আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে বরিশাল বিভাগে, যেখানে একদিনেই ভর্তি হয়েছেন ১২৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত (জানুয়ারি–১৩ জুন, ২০২৪) দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট এক লাখ এক হাজার ২১৪ জন। এ সময়ের মধ্যে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ৫৭৫ জন।

এর আগে ২০২৩ সালে ডেঙ্গুর ভয়াবহ প্রাদুর্ভাবে দেশে রেকর্ডসংখ্যক মৃত্যু ঘটে। ওই বছর ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয় মোট ১ হাজার ৭০৫ জনের, আর আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।

বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গুর প্রকোপ এখন বর্ষাকাল ঘনিয়ে আসার আগেই বাড়ছে, যা উদ্বেগজনক। তারা নাগরিকদের সচেতনতা ও স্থানীয় প্রশাসনের সমন্বিত অভিযান চালানোর ওপর জোর দিয়েছেন।