শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১
Dhaka Prokash

মাছ, ফসলের দেশে

একদিন সকাল থেকে রাতে বেড়ালেন তারা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। সে গল্প লিখেছেন ও ছবি দিয়েছেন ঢাকা প্রকাশের গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ইহসানুল কবির আনিন

অনেকেই জানেন না, গণ বিশ্ববিদ্যালয়ের খুব ভালো একটি সাংবাদিক সমিতি আছে। তাদের জন্য আলাদা একটি রুমের ব্যবস্থা করে দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও গণস্বাস্থ্য কেন্দ্রের অন্যতম ট্রাষ্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। সেখানে আছে কম্পিউটার, ফ্যান, লাইট-সবই। এই সমিতির প্রতিষ্ঠাতা আসিফ আল আজাদ ভাই। অনেকেই তাকে চেনেন, যারা ক্যাম্পাস সাংবাদিকতা করেন। সমিতিটিকে ভাইয়ের মতো লালন করে চলেছেন আইন বিভাগের অনেক আগে সাবেক হয়ে যাওয়া ছাত্রটি। এই সমিতির যেকোনো কাজে তিনি সবার আগে। যখন পড়তেন, তখন থেকে ভাবতেন একদিন আমরা সবাই মিলে বেড়াতে যাব বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে।

যারা জানেন না, তাদের বলি-আজকের বাংলাদেশের যে কৃষি ও মৎস্যখাতে বিপ্লব সেটি বিশ্ববিদ্যালয় হিসেবে এই কৃষি বিশ্ববিদ্যালয়েরই দান। একজন সাংবাদিক, যিনি পরম মমতায় খবরগুলো তুলে আনেন পত্রিকার পাতায় বছরের পর বছর, আরেকজন সাংবাদিক, যিনি ভিন্নধারার, কম গুরুত্বপূর্ণ সংবাদের নায়ক; তাদের বাদে এই দেশের অথনীতি ও মানুষের জীবন দাঁড়িয়ে আছে বাংলাদেশে কৃষি বিশ্ববিদ্যালয়ের মেরুদন্ডে ভর দিয়ে।

কী নেই-সব আছে। বিশ্ববিদ্যালয়ে পড়েন ১১শর বেশি গ্রাজুয়েট ছাত্র, ছাত্রী; আছে মৎস্য ও পরিবেশের বাকিসব গবেষণাগারও। প্রাতিষ্ঠানিকভাবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অত্যন্ত শক্তিশালী।

টাকা-পয়সার অভাবে যাওয়া হচ্ছিল না অনেক দিন ধরে। তবে আমাদের গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গবিসাস)’র নবম কমিটি গড়ে তোলার পর তো নিয়মমাফিক বেড়াতে যেতে হয়। ফলে আর পেছনে ফেরার সুযোগ নেই। অনেক ভেবে, ফেইসবুক ম্যাসেঞ্জারে আলোচনার পর ঠিক হলো-এবার যাওয়া হবে শিল্পাচার্য জয়নুল আবেদিনের জন্মস্থানে। বেড়াতে যাব আমরা বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা মনি সিংহের দেশে।

১২ ফেব্রুয়ারি সকালে সাভারের নবীনগর থেকে আমরা মোট ছয় জনে বাসে চড়ে বসলাম। কারা আছি পুরো দলে? গবিসাসের সভাপতি অনিক আহমেদ, সাধারণ সম্পাদক তানভীর আহমেদ, নির্বাহি সদস্য নাজমল হাসান, সাধারণ সদস্য আখলাক রাসেল, ইউনিলিভারের আঞ্চলিক বৈজ্ঞানিক নিবাহি খালিদ হাসান, তার স্ত্রী ও একই বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হিমালয়া অদ্রি ও রকিবুল ইসলাম।


বাসে এর, তার খবর নিয়ে, সিনিয়র-জুনিয়রের আলাপে চলে এলাম গাজীপুরে। সেখানে অপেক্ষা করছিলেন আসিফ ভাই। আমরা নেমে এলাম। তিনি সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানালেন। চায়ের দোকানের খানিক আড্ডা শেষে আমাদের ব্রক্ষ্মপুত্রের শহর ময়মনসিংহের জন্য বাসে চড়তে হলো। বাসে গল্প, আড্ডা আর সাংবাদিকতার হাল-হাকিকত ও গণবিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার নানা টিপস, বিভিন্ন বিষয় আলোচনায় এলো। আমাদের ক্যাম্পাসে সাংবাদিকতার মান অনেক বেড়েছে। অনেকে লেখে বিভিন্ন কাগজে। তারা, ক্যাম্পাসের বন্ধু, নানা সামাজিক ও রাজনৈতিক আলাপের ভীড়ে মতপ্রকাশ হলো। আমাদের ভাবনাগুলোতে অন্যরা খুব খুশি। গল্পও চলেছে দেদার। প্রকৃতি দর্শনও। তবে সামনে আমাদের জন্য অপেক্ষা করে আছে প্রকৃতির অন্যতম স্রষ্টা নিজেই। সে তো আর জানি না।

পৌঁছালাম যখন তার কোলে, তখন দুপুর গড়িয়ে চলেছে। মনমনসিংহ শহরের পাশে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। ময়মনসিংহের প্রাণ। ক্যাম্পাসটিতে যখন গেলাম, চোখ ছানাবড়া হয়ে গেল। বিভিন্ন জায়গাতে, ভবনগুলোর পাশে, মাঠের, পুকুরের, গবেষণাগারের ভীড়ে জ্বল, জ্বল করে ফুটে থাকার ফুলের রাশি আমাদের বরণ করে নিলো আপন মমতায়। তাই মনে হলো-আরে, মাছের, গাছের, ফসলের এই বিশ্ববিদ্যালয় তো ফুলেরও ক্যাম্পাস। পুরো বিশ্ববিদ্যালয়ই তো ফুলের রাজ্য একটি।

আড্ডাবাজের দল সবার আগে ঢুকে পড়লাম টিএসসিতে। সেখান থেকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছবি হিসেবে খ্যাতি পাওয়া রেললাইনের পাশে দাঁড়িয়ে ছবি তুলে ফেললাম। তারপর লো-ডাউন ব্রিজ। বেড়াতে আমন্ত্রণ জানানোর জন্য আপনাদের এই ব্রিজ নিয়ে বললাম না। ফিরে আপনারা গল্প করবেন বলে আমাদের ফটোসেশনের সঙ্গী হোন। দেখলাম একটি প্রচণ্ড গতির রেলগাড়ি আমাদের অনেক দূর দিয়ে চলে গেল। এরপর বিখ্যাত জব্বারের মোড়। সেখানে বিশ্ববিদ্যালয়ের চিরচেনা দোকানগুলো থেকে আমাদের দুপুরের খাবার সারা হলো।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি কালের কন্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, অনেকগুলো লেখা যার ছাপানো হয়েছে এখানে, সেখানে-সেই আবুল বাশার মিরাজ চলে এলেন। তাদের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নামকরা সাংবাদিক সমিতি। যাদের আলাদা রুম আছে, ভেতরটি খুব সুন্দর; তার ক্যাম্পাসের মতোই। তিনি আমাদের সঙ্গী হলেন, আমরাও দেখে নিলাম-কৃষি বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেন, সেন্টাল লাইব্রেরি, বঙ্গবন্ধু স্মৃতিচত্বর, ব্রক্ষ্মপুত্র নদের বাঁধানো পাড়।

বোটানিক্যাল গার্ডেন দেখে মনটি ভরে গেল-আছে গবেষণা ও শিক্ষকতার কাজের নানা জাতের অসংখ্য বিলুপ্ত প্রায় গাছগাছালির সারি। অনেক যত্নে অধ্যাপক ড. আবদুর রহিম ও অন্যরা এটি গড়ে তুলেছেন ভবিষ্যতের কৃষি ও মৎস্যবিদদের জন্য। গ্রামের ছেলেমেয়ে হয়েও আমাদের চোখে পড়েনি, চিনি না-এমন গাছেরও কমতি নেই। ফলে ছবি তুলতে দেরি হলো না।


বিকেলে চলে গেলাম সমিতির অফিসে। আমাদের খবর ছাপানো ও কষ্টের গল্পগুলো শেয়ার হলো। নানা বিষয়ে ঐক্যমতে পেঁছালাম দুটি সাংবাদিক সমিতির সদস্যরা। তারপর অধ্যাপকের বাড়িতে গেলাম। নামটি আমি ভুলে গিয়েছি। শেষে সন্ধ্যা নেমে গেল। চলে এলাম শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্ক’-এ। সেখানে আমাদের সঙ্গী হলেন আমাদের গণ বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে যাওয়া ময়মনসিংহে বাস করা একজন বড় ভাই ও আপু। তারা এখানে সংসার পেতেছেন। তারা খাওয়ালেন।

চলে গেলাম ব্রক্ষ্মপুত্রের তীরে। ভারতবর্ষের অন্যতম প্রধান এই নদীর তীরে ঘন্টাখানেক কীভাবে কেটে গেল ক্লান্তি আর চায়ের কাপে জানতেই পারলাম না। আড্ড চলেছে তো।
আটটার বাস ধরতে হবে। ফলে আবার শহরের মোড়ে। বাসে রাত ১২টায় ফেরার আগ পর্যন্ত চা দোকান আর গল্পের ভীড়ে কাটলো গণ বিশ্ববিদ্যালয়ের সিনিয়র-জুনিয়র সাংবাদিকদের। খুব ভালো কেটেছে দিনটি। নতুন কজন মানুষের হৃদয়ের ভালোবাসা নিয়ে ফিরে এলাম আমরা চমকে দেওয়া ক্যাম্পাস থেকে। এভাবে প্রতিটি দিন আনন্দে বাঁচতে পারলে খারাপ হতো না।

ওএস।

Header Ad

দুই বিভাগে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আভাস

ছবি: সংগৃহীত

সারাদেশে তীব্র তাপপ্রবাহে জনজীবন অতিষ্ঠ। অপেক্ষা শুধু স্বস্তির বৃষ্টির। এমন পরিস্থিতিতে চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

শুক্রবার (২৬ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, এসময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বিরাজ করতে পারে বলেও জানান তিনি।

তিনি আরও জানান, চুয়াডাঙ্গা ও যশোর জেলাসমূহের ওপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, রাজশাহী, পাবনা, দিনাজপুর ও নীলফামারী জেলাসহ খুলনা বিভাগের অন্যান্য জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং ঢাকা, মাদারীপুর, কিশোরগঞ্জ, নরসিংদী, বগুড়া, নওগাঁ, সিরাজগঞ্জ, রংপুর, কুড়িগ্রাম, পঞ্চগড়, ময়মনসিংহ, মৌলভীবাজার, রাঙ্গামাটি, চাঁদপুর, ফেনী ও বান্দরবান জেলাসহ বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

অভিষেকেই শূন্য রানে ৭ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড গড়লেন রোহমালিয়া

রোহমালিয়া। ছবি: সংগৃহীত

মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অবিশ্বাস্য এক বিশ্বরেকর্ড গড়লেন ইন্দোনেশিয়ার অফ-স্পিনার রোহমালিয়া। ৩ দশমিক ২ ওভারে শূন্য (০) রানে ৭ উইকেট নিয়ে এই বিশ্বরেকর্ড গড়েন রোহমালিয়া।

বুধবার (২৪ এপ্রিল) বালিতে মঙ্গোলিয়ার বিপক্ষে অভিষেক ম্যাচে এই কীর্তি গড়েন ১৭ বছর বয়সী এই ক্রিকেটার।

এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইন্দোনেশিয়া অধিনায়ক নি ওয়ান সারিয়ানি। এরপর নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫১ রানের পুঁজি দাঁড় করায় স্বাগতিকরা। ৪৪ বলে ৬ চার ও এক ছক্কায় দলের হয়ে সর্বোচ্চ ৬১ রান করেন ওপেনার সাকারিনি। অন্যদিকে মঙ্গোলিয়ার হয়ে ২৯ রান খরচায় সর্বোচ্চ ৪ ‍উইকেট শিকার করেন এনখজুল।

লক্ষ্য তাড়া করতে নেমে রোহমালিয়ার বোলিং তোপে ১৬ দশমিক ২ ওভারে মাত্র ২৪ রানেই গুটিয়ে যায় মঙ্গোলিয়া। ৩ দশমিক ২ ওভারে কোনো রান না দিয়েই ৭ উইকেট নেন ডানহাতি এই অফস্পিনার।

মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে এ নিয়ে তৃতীয়বার ৭ উইকেট নেওয়ার ঘটনা দেখা গেল। আগের রেকর্ডটি ছিল নেদারল্যান্ডসের ফ্রেডেরিক ওভারডাইক ও আর্জেন্টিনার অ্যালিসন স্টকসের। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের ইউরোপ বাছাইপর্বে ৩ রানে ওভারডাইক ৭ উইকেট এবং ২০২২ সালে পেরুর বিপক্ষে ৩ রানে ৭ উইকেট নেন অ্যালিসন।

ফিলিস্তিন স্বাধীন হলে অস্ত্র ত্যাগ করবে হামাস

ফিলিস্তিন স্বাধীন হলে অস্ত্র ত্যাগ করবে হামাস। ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। টানা প্রায় সাত মাস ধরে চলা নির্বিচার এই হামলার জেরে নিহত হয়েছেন ৩৪ হাজারেরও বেশি মানুষ। লাগাতার হামলায় গাজার স্বাস্থ্য ব্যবস্থা ইতোমধ্যেই ভেঙে পড়েছে।

এমন অবস্থায় অনেকটা শান্তির বার্তাই সামনে আনলো হামাস। স্বাধীনতাকামী এই গোষ্ঠী বলছে, একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে সশস্ত্র এই গোষ্ঠীটি তাদের অস্ত্র সমর্পণ করবে।

শুক্রবার (২৬ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৬৭ সালের যুদ্ধে ইসরায়েলের দখল করা অঞ্চলগুলোতে ফিলিস্তিনিরা একটি স্বাধীন রাষ্ট্র পেলে হামাস ইসরায়েলের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম ছেড়ে দিতে পারে বলে হামাসের কিছু কর্মকর্তা ইঙ্গিত দিয়েছেন।

সশস্ত্র এই গোষ্ঠীটির কিছু কর্মকর্তার দেওয়া এই বার্তাটি হামাসের অবস্থান কিছুটা নরম হওয়ার ইঙ্গিত দিচ্ছে। কারণ গাজা ভূখণ্ডের শাসন ক্ষমতায় থাকা এই দলটি দীর্ঘদিন ধরে ইহুদি রাষ্ট্র তথা ইসরায়েলকে ধ্বংস করার আহ্বান জানিয়ে আসছে।

হামাসের রাজনৈতিক ব্যুরোর ইস্তাম্বুল-ভিত্তিক সদস্য বাসেম নাইম বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বলেছেন, একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে স্বাধীনতাকামী এই সশস্ত্র গোষ্ঠীটি নিজেদেরকে নিরস্ত্র করতে রাজি হবে।

হামাসের সশস্ত্র শাখার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘শরণার্থীদের প্রত্যাবর্তনের অধিকার সংরক্ষণের পাশাপাশি যদি জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়, তাহলে আল কাসামকে (ভবিষ্যত) জাতীয় সেনাবাহিনীতে একীভূত করা যেতে পারে।’

হামাস ঐতিহ্যগতভাবে একটি দ্বি-রাষ্ট্রীয় সমাধানকে বরাবরই প্রত্যাখ্যান করে এসেছে। এই সমাধান নীতি অনুযায়ী, ইসরায়েলের পাশাপাশি একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত থাকবে। বরং এর পরিবর্তে হামাস এতোদিন সমস্ত ঐতিহাসিক ফিলিস্তিনি ভূখণ্ডে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের পক্ষে কথা বলে এসেছে।

প্যালেস্টাইন ন্যাশনাল ইনিশিয়েটিভের প্রেসিডেন্ট মোস্তফা বারঘৌতি বলেছেন, তিনি হামাসের অস্ত্র সমর্পণের প্রস্তাব সম্পর্কে আগে থেকে অবগত নন। তবে তিনি বলেন, এটি সত্য হলে তা হবে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

অন্যদিকে হামাসের একজন শীর্ষ রাজনৈতিক কর্মকর্তা দ্য অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেছেন, ইসলামিক এই গোষ্ঠীটি ইসরায়েলের সঙ্গে পাঁচ বছর বা তার বেশি সময়ের যুদ্ধবিরতিতে সম্মত হতে ইচ্ছুক এবং ১৯৬৭ সালের আগের সীমান্ত অনুযায়ী একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে তারা তাদের অস্ত্র সমর্পণ করতে এবং রাজনৈতিক দলে রূপান্তরিত হতে ইচ্ছুক।

সর্বশেষ সংবাদ

দুই বিভাগে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আভাস
অভিষেকেই শূন্য রানে ৭ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড গড়লেন রোহমালিয়া
ফিলিস্তিন স্বাধীন হলে অস্ত্র ত্যাগ করবে হামাস
দেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করে, অথচ বিরোধী দল দেখে না: ওবায়দুল কাদের
কয়েক মিনিটের দেরিতে বিসিএসের স্বপ্ন ভঙ্গ ২০ পরীক্ষার্থীর
লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
থাই প্রধানমন্ত্রীর গভর্নমেন্ট হাউসে দ্বিপাক্ষিক বৈঠকে শেখ হাসিনা
আগুন নেভাতে দেরি হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, ২ ফায়ারম্যান আহত
পাবনায় অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ১০ কোটি টাকা আত্নসাৎ, গ্রেপ্তার ৩
মৃত্যুর দু’বছর পর ব্রুনাই থেকে দেশে ফিরছে দুই প্রবাসীর লাশ
৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা চলছে
পরিবারের অমতে বিয়ে, স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সৌদির যেকোনো ভিসা থাকলেই ওমরাহ পালন করা যাবে
নাটোরে বোনের বৌভাতে গিয়ে একে একে তিন ভাইয়ের মৃত্যু
জনপ্রতি ১২-১৪ লাখ চুক্তিতে প্রাথমিকে শিক্ষক নিয়োগের প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫
কুড়িগ্রামে হিট স্ট্রোকে নারীর মৃত্যু
রবিবার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, শনিবারও চলবে ক্লাস
বাংলাদেশের উন্নতি দেখে এখন লজ্জিত হই: পাকিস্তানের প্রধানমন্ত্রী
মৌসুমের সর্বোচ্চ ৩৯.২ ডিগ্রি তাপমাত্রায় পুড়ছে নওগাঁ
চেন্নাইয়ের হয়ে খেলা সবসময় স্বপ্ন ছিল: মোস্তাফিজ