রাশিয়া সফর শেষে দেশে ফিরেছেন শি জিনপিং

২৩ মার্চ ২০২৩, ০৩:৪২ পিএম | আপডেট: ৩০ মে ২০২৩, ০৫:১৪ পিএম


রাশিয়া সফর শেষে দেশে ফিরেছেন শি জিনপিং

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে তিন দিনের মস্কো সফর শেষে দেশে ফিরেছেন জাপানের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার (২২ মার্চ) জাপানের রাজধানী বেইজিংয়ে ফিরেছেন তিনি।

সফর শেষে শি জিনপিংকে বিমানবন্দরে বিদায় সংবর্ধনা দিয়েছে রাশিয়ার উপপ্রধানমন্ত্রী দিমিত্রি চেরনিশংকা এবং দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে সোমবার (২০ মার্চ) তিন দিনের সফরে রাশিয়া যান শি জিনপিং। এরপর মঙ্গলবার (২১ মার্চ) মস্কোতে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করেন তিনি। সেখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা।

বৈঠক শেষে পুতিন বলেন, ‘ইউক্রেন দ্বন্দ্ব নিরসনে চীনের শান্তি প্রস্তাবের কিছু অংশকে ভিত্তি হিসেবে নেওয়া যায়, যখনই পশ্চিমা ও কিয়েভ এর জন্য প্রস্তুত হবে।’ কিন্তু রাশিয়া এখন পর্যন্ত এ ধরনের কোনো প্রস্তুতি দেখেনি বলে উল্লেখ করেছেন পুতিন।

পুতিনের পাশে দাঁড়িয়ে শি জিনপিং বলেন, তার সরকার শান্তি ও আলোচনার উপর জোর দিচ্ছে এবং চীন ইতিহাসের সঠিক দিকে আছে। ইউক্রেন যুদ্ধ নিয়ে চীন নিরপেক্ষ অবস্থানে আছে বলেও দাবি করেন জিনপিং।

ওএফএস/