
‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ পেলেন নাভিন জিন্দাল
২৯ মার্চ ২০২৩, ০৯:২২ পিএম | আপডেট: ০৬ জুন ২০২৩, ১১:৩৩ এএম

ভারতীয় শিল্পপতি নাভিন জিন্দালকে শিল্প, রাজনীতি এবং শিক্ষায় তার কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ এ ভূষিত করেছে তার বিশ্ববিদ্যালয় ডালাসের দ্য ইউনিভার্সিটি অব টেক্সাস। বিশ্ববিদ্যালয়টি যুক্তরাষ্ট্রের ডালাস অঙ্গরাজ্যের রিচার্ডসন শহরের একটি নাম করা বেসরকারি গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয়।
৫৩ বছরের নাভিন জিন্দাল হরিয়ানার সাবেক ‘শক্তি (বিদ্যুৎ)’মন্ত্রী। হরিয়ানা থেকে দুবার লোকসভার সদস্য হয়েছেন তিনি।
দ্য ইউনিভার্সিটি অব টেক্সাস বিশ্ববিদ্যালয়ের ১৯৯২ ব্যাচের ছাত্র ছিলেন তিনি। ২৫ মার্চ সাবেকদের মিলনমেলায় নাভিন জিন্দাল তার আজীবনের পুরস্কারটি গ্রহণ করেন।
এর আগে একমাত্র নোবেল বিজয়ী ও তুরস্কের নিউক্লিয়ার বায়োলজিস্ট আজিজ শঙ্করকে, ২০১৫ সালে রসায়নের নোবেলজয়ী সাবেক এই ছাত্রকে তার এই বিশ্ববিদ্যালয় আজীবনের স্বীকৃতির সম্মাননা পুরস্কারটি প্রদান করে।
ছাত্রাবস্থায় নাভিন জিন্দাল পড়ালেখার পাশাপাশি স্টুডেন্ট গভর্নমেন্ট ভাইস প্রেসিডেন্ট ও প্রেসিডেন্ট ছিলেন। তিনি ‘স্টুডেন্ট লিডার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড’ জয় করেছেন। ২০১০ সালে বিশ্ববিদ্যালয়ের ‘ডিসটিংগুইশড অ্যালমানাই অ্যাওয়ার্ড’ জয় করেছেন তিনি।
এবার দ্য ইউনিভাসিটি অব টেক্সাসের সবচেয়ে বড় সম্মানটি পেলেন নাভিন জিন্দাল।
ওএফএস/