রবিবার, ৫ মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১
Dhaka Prokash

চীনের মধ্যস্ততায় নতুন সম্পর্কে ইরান-সৌদি

সৌদি আরব ও ইরান গতকাল শুক্রবার (১০ মার্চ) তাদের কূটনৈতিক সম্পর্ক আবার শুরু করতে রাজি হয়েছে ও বছরের পর বছরের উত্তেজনা কাটিয়ে আগামী দুই মাসের মধ্যে আবার দুই দেশের দূতাবাসগুলো চালু করতে সম্মত হয়েছে।

সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ একটি সরকারী বিবৃতিতে জানিয়েছে ‘চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মহৎ উদ্যোগে এবং সৌদি আরব রাজ্য ও ইসলামিক প্রজাতন্ত্র ইরানের মধ্যে চীনের সমর্থনে ভালো উন্নয়নশীল সম্পর্ক গড়ার কাজে সাড়া দিয়েছে সৌদি আরব।’

তারা আরও জানিয়েছে এই তিনটি দেশ ঘোষণা করেছে যে, ‘সৌদি আরব ও ইরানের মধ্যে একটি সমঝোতা তৈরি হয়েছে। এই সমঝোতার মধ্যে তাদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আবার আরম্ভ ও আবার তাদের দূতাবাসগুলো খোলা ও মিশনগুলো চালু করা রয়েছে। এই কার্যক্রমগুলো দুই মাসের মধ্যে শুরু করা হবে। তারা পরস্পরের সার্বভৌমত্বকে সম্মান করবে ও আভ্যন্তরীন বিষয়গুলোতে হস্তক্ষেপ করবে না।’

৬ মার্চ ও ১০ মার্চ শুক্রবার বেইজিংয়ে আলোচনার পর এই সমাঝোতাগুলো চীন, ইরান ও সৌদি আরবের মধ্যে হয়েছে।

সমঝোতা চুক্তি বাস্তবায়নের জন্য দেশ দুটি তাদের পররাষ্ট্র মন্ত্রীদের আলোচনার অঙ্গীকার করেছে। তারা তাদের রাষ্ট্রদূতদের আবার দূতাবাসগুলোতে প্রেরণ করবেন এবং দিপাক্ষিক উন্নয়নমুখী আলোচনার আয়োজন করবেন।

২০০১ সালের নিরাপত্তা সহযোগিতা চুক্তিকে কার্যকর করতেও রাজি হয়েছে তেহরান ও রিয়াদ। তারা ১৯৯৮ সালের পারস্পরিক বাণিজ্য, অথনীতি ও বিনিয়োগ চুক্তিকেও নতুন করা সমঝোতার শর্তানুসারে কার্যকর করবেন।

এবারের চুক্তিতে স্বাক্ষর করেছেন ইরানের পক্ষে দেশের অন্যতম নিরাপত্তা কর্মকতা আলী শামখানি ও সৌদি আরবের রাষ্ট্রীয় নিরাপত্তা উপদেষ্টা মাসুদ বিন মোহামেদ আল-আইবান। আল আইবান বলেছেন, ‘প্রেসিডেন্ট শি চিন পিংয়ের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন আমাদের রাজতন্ত্রের নেতৃত্ব। ভালো প্রতিবেশীসুলভ নীতিমালাগুলোর অধীনে এই অঞ্চল ও বিশ্বের নিরাপত্তা ও স্থায়িত্বকে বাড়িয়ে তোলে এমন যেকোনো ও প্রতিদিন বিষয়ের জন্য কথা বলা এবং আলোচনা ও কূটনৈতিক নীতিমালাগুলোর অধীনে পার্থক্যগুলোর সমাধান করতে আমরা কাজ করছি।’

তিনি আরও বলেছেন, ‘যে মূল্যবোধ আমরা অর্জন করেছি, তার মাধ্যমে আমরা আশা করি যে, আমরা গঠনমূলক আলোচনা চালিয়ে যেতে পারবো। এই সমঝোতার মূল স্তম্ভগুলো ও ভিত্তিগুলোর মাধ্যমে এবং সমঝোতা চুক্তির যথাযথ মূল্যায়নের ক্ষেত্রে আমরা আশা করছি চীন তার ভালো ভূমিকা চালিয়ে যাবে।’

এই বিষয়ে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান তার টুইটারে বলেছেন, ‘সৌদি আরব ও ইরানের কূটনৈতিক সম্পর্ক পুর্ণগ্রহণের মাধ্যমে আমাদের লক্ষ্য হলো, রাজনৈতিক অবস্থাগুলো ও আলোচনাধীন বিষয়গুলো সামনে নিয়ে আসা এবং এই অঞ্চলের অবিরাম স্থায়ী রূপ প্রদান।’

‘আমাদের মূল লক্ষ্য সমৃদ্ধির একটি মডেল স্থাপন ও আমাদের জনগণের কাজে লাগানোর মতো দুই দেশের সম্পর্কগুলোর স্থায়ীত্ব প্রদান।’

চীনের কেন্দ্রীয় বৈদেশিক সম্পর্ক কমিশনের পরিচালক ওয়াং ই বলেছেন, আলোচনা ও শান্তির জয় হয়েছে তাদের কথা বলার মাধ্যমে।

তিনি আরও বলেছেন ‘এই জয় আলোচনার, শান্তির, বিশ্বের অনেক বেশি সমস্যাক্রান্ত সময়ে একটি প্রধান ভালো খবর দেওয়া হয়েছে।’

‘আয়োজক দেশ হিসেবে চীন বিশ্বস্ততার সঙ্গে নিজের দায়িত্বগুলো পালন করেছে।’

ওএফএস/এএস

Header Ad

কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে দুই যুবককে পিটিয়ে হত্যা করল জনতা

ছবি: সংগৃহীত

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে এক কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে দুই যুবককে পিটিয়ে হত্যা করেছে উত্তেজিত জনতা। শনিবার মেঘালয়ের পূর্ব পশ্চিম খাসি হিলস জেলায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

রোববার দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, মেঘালয়ের পূর্ব পশ্চিম খাসি হিলস জেলার নংথলিউ গ্রামে কিশোরীকে ধর্ষণের চেষ্টা করায় ওই দুই যুবককে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী।

পুলিশ বলেছে, ভুক্তভোগী কিশোরী অভিযোগ করে বলেছে ঘটনার সময় সে বাড়িতে ছিল। ওই সময় দুই যুবক ছুরি হাতে তার ওপর আক্রমণ চালায় এবং তাকে ধর্ষণের চেষ্টা করে। তার চিৎকার শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে জড়ো হয়ে দু’জনকে ধরে ফেলে।

পরে গ্রামের প্রায় দেড় হাজার মানুষ সেখান থেকে অভিযুক্ত দুই যুবককে পার্শ্ববর্তী একটি কমিউনিটি হলে নিয়ে যায়। সেখানে তাদের বেধড়ক মারপিট করা হয়।

ঘটনাস্থলে পৌঁছালেও উত্তেজিত জনতা অভিযুক্ত দুই যুবককে পুলিশ কর্মকর্তাদের জিম্মায় দেয়নি।

স্থানীয় কমিউনিটির নেতাদের সাথে পুলিশের আলোচনার সময় জনতা কমিউনিটি হলে ঢুকে পড়ে এবং অভিযুক্তদের মারধর করে। পুলিশের একজন কর্মকর্তা বলেছেন, লোকজনের বাধার কারণে পুলিশ কমিউনিটি হলে প্রবেশ করতে পারেনি।

পরে অভিযুক্ত দুই যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের চিকিৎসকরা ওই দুই যুবককে মৃত ঘোষণা করেন।

মেঘালয় পুলিশ বলেছে, এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে। গণপিটুনিতে নিহত দুই যুবক নংথলিউতে শ্রমিক হিসেবে কাজ করতেন।

সত্য বলায় যুক্তরাষ্ট্রের স্বার্থে আঘাত লাগলে কিছু করার নেই: ওবায়দুল কাদের

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে আওয়ামী লীগ কোনো সংঘাতে নেই, তবে সত্য বলায় যুক্তরাষ্ট্রের স্বার্থে আঘাত লাগলে কিছুই করার নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (৫ মে) ধানমন্ডিতে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সংঘাতে নেই। তবে সত্য বললে তাদের স্বার্থে আঘাত লাগলে তো কিছু করার নেই। ভিয়েতনাম যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদ দমনে যে আচরণ করা হয়েছিল, একই রকম নির্মম আচরণ এখন করা হচ্ছে। এটা বললে যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব নিয়ে প্রশ্ন তোলার কী আছে?

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র আমাদের মানবাধিকার, নির্বাচন, গণতন্ত্র নিয়ে প্রশ্ন তুলতে পারলে আমরা কেন বলতে পারব না প্রায় প্রতিদিনই যুক্তরাষ্ট্রে গান ভায়োলেন্স হচ্ছে।’

সেতুমন্ত্রী বলেন, ‘আমাদের দেশের মানবাধিকার নিয়ে তারা কথা বলে। আমরা কি এসব নিয়ে কথা বলতে পারব না? আমাদের দেশে তারা যে দৃষ্টিতে মানবাধিকার দেখে সে দৃষ্টিতে নিজের দেশে দেখবে না কেন? তাদের সঙ্গে আমাদের বন্ধুত্ব নেই এমন কথা তো আমরা বলিনি।’

তিনি বলেন, ‘আমাদের দেশে যখন বিরোধীরা ধ্বংসযজ্ঞ চালায়, যখন সাংবাদিকদের ওপর হামলা চালায়, পুলিশকে পিটিয়ে মারে তখন যুক্তরাষ্ট্র চুপ থাকে।’

ওবায়দুল কাদের বলেন, ‘যুদ্ধের কারণে বিশ্বে যে অর্থনৈতিক সংকট চলছে তা বাংলাদেশেও আছে। বাংলাদেশ এ প্রভাব থেকে মুক্ত নয়। আমদানি-রফতানি, জ্বালানি, ডলার সংকট এগুলো অর্থনীতির সঙ্গে সংশ্লিষ্ট। তাই সে ক্ষেত্রে আমরা চাপে আছি। যেমন: দ্রব্যমূল্যের যে চাপ তা তো অস্বীকার করার উপায় নেই।’

তিনি বলেন, প্রতীক ছাড়া স্থানীয় সরকার নির্বাচনের রেকর্ড আছে। প্রতীক ছাড়া নির্বাচন করলে নির্বাচন বেশি অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে-এমন চিন্তা থেকে আমরা প্রতীক দিইনি। এর মানে এই নয় যে অন্য দলগুলো নির্বাচনে প্রতীক বরাদ্দ করতে পারবে না।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, মির্জা আজম, এসএম কামাল হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ান আব্দুস সবুর, সংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, উপ দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ।

সেনাবাহিনীকে আরও আধুনিক ও দক্ষ করে তোলা হচ্ছে: প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতার স্বপ্নকে হৃদয়ে ধারণ করে দেশের অন্য সেক্টরের উন্নয়নের পাশাপাশি সেনাবাহিনীকে অত্যন্ত আধুনিক, দক্ষ ও সময়োপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলেছে বর্তমান সরকার।

আজ রোববার সকালে ঢাকা সেনানিবাসে নবনির্মিত আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজি (এএফআইপি) ভবন এবং আর্মি সেন্ট্রাল অডিটরিয়াম-সেনাপ্রাঙ্গণের উদ্বোধনের সময় এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ঢাকা সেনানিবাস এলাকায় বসবাসকারীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিতে আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজির জন্য এ নতুন ভবনের নির্মাণ করা হয়েছে। এছাড়া জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সভা, সেমিনার, অনুষ্ঠান আয়োজনের জন্য নির্মাণ করা হয়েছে আর্মি সেন্ট্রাল অডিটরিয়াম-সেনাপ্রাঙ্গণ।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা, স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী, তিন বাহিনী প্রধান, ঢাকা সেনানিবাসের ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তা, বিভিন্ন পদবির কর্মকর্তারা ছিলেন।

সর্বশেষ সংবাদ

কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে দুই যুবককে পিটিয়ে হত্যা করল জনতা
সত্য বলায় যুক্তরাষ্ট্রের স্বার্থে আঘাত লাগলে কিছু করার নেই: ওবায়দুল কাদের
সেনাবাহিনীকে আরও আধুনিক ও দক্ষ করে তোলা হচ্ছে: প্রধানমন্ত্রী
উপজেলা নির্বাচন বর্জনে রিজভীর লিফলেট বিতরণ
টাঙ্গাইলে বজ্রপাতে বাবুর্চির মৃত্যু
জিম্বাবুয়ে-যুক্তরাষ্ট্র সিরিজের ফলাফল কোনো কাজে আসবে না : সাকিব
১৫ বছরে শেখ হাসিনার নেতৃত্বে অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়েছে : নৌপরিবহন প্রতিমন্ত্রী
সুন্দরবনের আগুন নেভাতে যোগ দিয়েছে নৌ ও বিমান বাহিনী
গাজায় দেড় লাখের বেশি অন্তঃসত্ত্বা নারী পানিশূন্যতায় ভুগছেন
স্বামীর সঙ্গে অভিমানে নববধূর আত্মহত্যা
নারী এমপিকে মাদক খাইয়ে যৌন হেনস্তা
নীলক্ষেতে দুই রেস্টুরেন্টে আগুন
খাগড়াছড়িতে টিনের চালে বজ্রপাত, ঘরসহ পুড়ে ছাই মা-ছেলে
যুদ্ধে বন্ধে যুক্তরাষ্ট্রকেও পাত্তা দিচ্ছে না দখলদার ইসরায়েল
সুন্দরবনে আগুন নেভানোর কাজ শুরু
ঢাকা সফরে আসছেন আইওএম মহাপরিচালক অ্যামি পোপ
কেমন থাকবে আজকের আবহাওয়া, যা জানাল আবহাওয়া অফিস
আজ থেকে খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান
মিল্টন সমাদ্দারের মানবিকতার আড়ালে প্রতারণা, যা বললেন ব্যারিস্টার সুমন
যুক্তরাষ্ট্রের মুখোশ উন্মোচন হয়েছে: ইরান